২৯ নভেম্বর, ২০২২ ১১:৪৫

ইতালির ভেনিসে বাংলাদেশ ক্রীড়া সংস্থার আয়োজনে ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন

ইতালি প্রতিনিধি

ইতালির ভেনিসে বাংলাদেশ ক্রীড়া সংস্থার আয়োজনে ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন

খেলাধুলায় তরুণদের উৎসাহিত করতে ইতালির ভেনিসে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো আট দলের অংশগ্রহণে ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২২। বাংলাদেশ ক্রীড়া সংস্থা ভেনিসের আয়োজনে জবানী পের্ লা উমানিতার সহযোগিতায় ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান শনিবার সন্ধ্যায় স্থানীয় একটি মাঠে অনুষ্ঠিত হয়। 

বাংলাদেশ ক্রীড়া সংস্থার সভাপতি সোলায়মান হোসেনের সভাপতিত্বে ও নাজমুল হোসেনের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেনিস বাংলা স্কুলের সভাপতি সৈয়দ কামরুল সারোয়ার, বৃহত্তর কুমিল্লা সমিতির সাধারণ সম্পোদক শাহাদাত হোসেন, জবানী পের্ লা উমানিতার সভাপতি প্রিন্স হাওলাদার, আসিএস ভেনিস ক্লাবের সভাপতি মোল্লা মোশারফ, যুবদলের সাধারণ সম্পাদক ফকরুল চৌধুরী, ভেনিস কমুনের কাউন্সিলর আফাই আলী, বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি জাকির হোসেন সুমন। 

উদ্বোধনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য শেষে আনুষ্ঠানিকভাবে অতিথিরা শাটল দিয়ে ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন করেন। 

উদ্বোধনী খেলয়া আব্দুল্লাপুর স্কোয়াড ২-০ সেটে আসিএস ভেনিস ক্লাব ওয়ান কে পরাজিত করে। দ্বিতীয় খেলায় ভাইকিং দল ২-০ সেটে আসিএস ভেনিস ক্লাব টু কে পরাজিত করে। তৃতীয় খেলায় আসিএস ভেনিস ক্লাব ওয়ান ২-১ সেটে  টু ব্রাদার্স দলকে পরাজিত করে। 

উদ্বোধনী অনুঠানে উপস্থিত ছিলেন পরিচালনা কমিটির সদস্য জাকির হোসেন, শাহজালাল আহমেদ, ফোয়াদ আল রাফি সানি, আরটিভির ইতালি প্রতিনিধি মোহাম্মদ আসলামুজ্জামান, বাংলাটিভির ভেনিস প্রতিনিধি সোহানুর রহমান উজ্জ্বল, বঙ্গ টিভির সজীব আল হাসান, আইওন টিভি ইউকের নাজনীন কাকন, ইতালিয়ান প্রবাসী টিভির আবু নাইম ভূঁইয়া, রফিকুল ইসলাম সবুজ, বাংলাদেশ ক্রীড়া সংস্থা ভেনিসের সহ সাধারণ সম্পাদক আব্দুর রউফ, ক্রীড়া সম্পাদক মাহবুব খান, জবানী পের্ লা উমানিতার ওবায়দুর রহমান, আব্দুর রহমান প্রমুখ।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর