কাতারে রাজনগর জাতীয়তাবাদী ফোরামের উদ্যোগে মৌলভীবাজার জেলা বিএনপির সভাপতি এম নাছের রহমান ও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আকিদুর রহমান সুহান এবং জাসাসের সাধারণ সম্পাদক জসিম উদ্দিনের উপর আওয়ামী লীগ ও ছাত্রলীগ কর্তৃক হামলার ঘটনায় প্রতিবাদ জানিয়েছে সংগঠনটির কাতার শাখা।
দোহা’র নিউ জামান হোটেলে সংগঠনের সভাপতি সেলিম খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আতিক আসলামের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাতার বিএনপির সহ-সভাপতি ও ফোরামের প্রধান উপদেষ্টা হাবিবুর রহমান।
প্রতিবাদ জানিয়ে বক্তব্য রাখেন-কাতার বিএনপির সহ-সভাপতি আব্বাস উদ্দীন,যুগ্ম সম্পাদক মহিউদ্দিন কাজল,তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ফনি ভূষণ দাস,শাহাদাত হোসেন, আহমেদ নবী নোমান,যুবদল নেতা আমিনুল ইসলাম সুমন,সংগঠনের উপদেষ্টা সেলিম আহমেদ,সিনিয়র সহ-সভাপতি শেখ সাইদুর রহমান,সহ-সভাপতি মোক্তার তালুকদার,যুগ্ম-সম্পাদক সুজানুর রহমান,সাইফুর রহমানসহ বিপুলসংখ্যক নেতাকর্মী।বিডি প্রতিদিন/কালাম