সিঙ্গাপুরের ইস্ট কোস্ট পার্কে শনিবার সন্ধ্যায় সিঙ্গাপুর আওয়ামী লীগের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সিঙ্গাপুর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলেক হোসেন এবং সাধারণ সম্পাদক মো: আল আমিনের নেতৃত্বে সার্বিকভাবে অনুষ্ঠানটি পরিচালনা করেন সিঙ্গাপুর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলী রহমত জয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিঙ্গাপুর আওয়ামী লীগের সহ সভাপতি জুয়েল খান কিবরিয়া, সহ সভাপতি মো: রাকিব হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান সোহেল, সিঙ্গাপুর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বুলবুল, সাংগঠনিক সম্পাদক বাহার আলী, ঈমান বেপারী, মো: রুবেল খান, সিঙ্গাপুর আওয়ামী লীগের অন্যতম সদস্য শাকিল, যুবলীগ নেতা শান্তি মন্ডল, ছাত্রলীগের নেতা রুবেলসহ অন্যান্য নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন