জার্মানিতে চলছে জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ। রবিবারের ২১তম এই জাতীয় নির্বাচনে ৬৩০টি আসনের জন্য লড়বে কমপক্ষে ২৯টি রাজনৈতিক দল। জনপ্রিয়তার বিচারে দেশটির বর্তমান প্রধান বিরোধী দল ক্রিশ্চিয়ান ডেমোক্র্যাটিক ইউনিয়ন সিডিইউ ৩০ শতাংশ, চ্যান্সেলর ওলাফ শলজের সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি ১৬ শতাংশ, ভাইস চ্যান্সেলর রোব্যার্ট হাবেকের গ্রিনদল ১৪ শতাংশ, উগ্র জাতীয়তাবাদী ও ডানপন্থী দল অল্টারনেটিভ ফর ডয়েচলান্ড এএফডি ২১ শতাংশ, দ্য লিংকের ৮ শতাংশ ভোট পাওয়ার সম্ভাবনার কথা বলছে সাস্প্রতিক সময়ে করা নানা জরিপ ও গণমাধ্যমের পলিট ব্যারোমিটার।
এবারের নির্বাচনে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), মুদ্রাস্ফীতি, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা, জ্বালানি শক্তি, শিল্পায়ন, কর্মসংস্থানসহ অভিবাসন নীতি কঠোর করাসহ বিভিন্ন ইস্যুতে সরগরম ভোটের মাঠ। তবে অভিবাসী বিদ্বেষী চরম রক্ষণশীল দলগুলোর জনপ্রিয়তা কিছুটা বাড়লেও শেষ পর্যন্ত প্রগতিশীল ও উদারচিন্তার দলগুলোই সংসদে জায়গা করে নেবে বলে বিশ্বাস স্থানীয়সহ প্রবাসীদের। একইসঙ্গে উগ্র ডানপন্থীরা সহজে জয় পাবেন না বলে বিশ্বাস অভিবাসীদের।
জাতীয় সংসদের নির্বাচনকে ঘিরে ব্যস্ত সময় পার করছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন ও সারা দেশের ভোটকেন্দ্রগুলোও। প্রতিটি কেন্দ্রে সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বিরতিহীন ভোট দিচ্ছেন জার্মানির প্রায় ৬০ মিলিয়র ভোটার। ইতোমধ্যে অনেক ভোটারই চিঠির মাধ্যমে ভোট প্রদান সম্পন্ন করেছেন বলে জানায় দেশটির নির্বাচন কমিশন। এদিকে, নির্বাচনে সবধরনের সাইবার হামলা ঠেকাতে ও অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রস্তুত দেশটির নিরাপত্তা বাহিনী।
নির্বাচনে কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা পাবে এবং কে হতে যাচ্ছেন জার্মানির নতুন চ্যান্সেলর তা নিয়ে সাধারণ ভোটারদের মধ্যে আগ্রহ অনেক।
গতকাল শনিবার করা শেষ জরিপ বলছে, সিডিইউ থেকে চ্যান্সেলর পদপ্রার্থী ফ্রিডরিশ মের্জ ৩২, গ্রিন দলের হাবেক ২১, ক্ষমতাসীন এসপিডির শলজ ১৮ ও এএফডির ভাইডেল মাত্র ১৫ শতাংশ সম্ভাবনা আছে চ্যান্সেলর হিসেবে নির্বাচিত হওয়ার। তবে, আজ রবিবার রাতেই জানা যাবে কে বসতে যাচ্ছেন জার্মানির মসনদে আর কোন দলের সরকার গঠনের সুযোগ কতটুকু।
বিডি প্রতিদিন/কেএ
 
                         
                                     
                                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        