সত্যের শুরু সেই থেকে, যেথা মিথ্যার ঘটে যবনিকাপাত,
সেখানেই আমি আশীষপুষ্ট তোমার যেখানে অভিসম্পাত।
আঁধার হাতড়ে আমি খুঁজে ফিরি ঝকঝকে এক আলোকবর্ত,
বন্ধে বন্দী না হোক সন্ধি, আপন মুক্তি হবে
নিঃশর্ত।
আমার দৃষ্টি ভবিতব্যতে, তাই করে চলি ভূতের
শ্রাদ্ধ;
মিথ্যারে করি পদানত তাই, সত্য যে মোর
পরমারাধ্য।
সভ্যাসভ্য মানবে পূর্ণ সভ্যতা- গড়া ভূগোল বিশ্ব,
সুখের সখ্যে সকলে ভক্ত, আমি যে দুখের পরম
শিষ্য।
ধনশালী যারা আরও ধনী বনে নিঃস্বের যত কাড়িয়া অর্থ।
তুমি জপে যাও স্বর্গ লভিতে, আমি নিয়ে রই মাটির মর্ত্য।
মানবের লীলা অবলীলা ভরে দেখে বিচলিত স্বয়ং স্রষ্টা,
সত্য প্রলাপে সদালাপ খুঁজি, মিথ্যের ভারে ভুবন ভ্রষ্টা!
বিডি প্রতিদিন/ফারজানা