২২ নভেম্বর, ২০১৭ ২১:৩৬

টেকনাফে ইয়াবাসহ ৫ রোহিঙ্গা আটক

আব্দুস সালাম, টেকনাফ (কক্সবাজার):

টেকনাফে ইয়াবাসহ ৫ রোহিঙ্গা আটক

কক্সবাজারের টেকনাফের হ্নীলা জামাল মার্কেটে আজ অভিযান চালিয়ে ১ কোটি লাখ টাকা মূল্যের ৪০ হাজার ইয়াবাসহ পাঁচ রোহিঙ্গাকে আটক করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আটককৃতরা হচ্ছে, মিয়ানমার মংডু এলাকার মো. সালামের ছেলে নুরুল ইসলাম (২৫), বায়তুল্লাহ (৩০) নাজির হোসেনের ছেলে রশিদ আহমদ (২৭) সৈয়দ হোসেনের ছেলে আবুল হোছন (৪০),  বাঁচা মিয়ার ছেলে সিরাজুল ইসলাম (২৭)। 

জানা গেছে, আজ সন্ধ্যা ৬ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় অতিরিক্ত পরিচালক ফজলুল রহমানের নেতৃত্বে হ্নীলা জামাল মার্কেটের হোটেলে ডায়মন্ডের এক নিরাপদ কক্ষে ইয়াবা ক্রয় বিক্রয়কালে ওইসব ইয়াবাসহ তাদের আটক করা হয়। টেকনাফ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসে এক প্রেসব্রিফিংয়ে ফজলুর রহমান ওইসব কথা জানিয়ে বলেন, তারা সবাই মিয়ানমারে চলমান সহিংসতায় এপারে পালিয়ে এসে লেদা অনিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পে অবস্থান করছিলেন। পাশাপাশি সবাই বাংলাদেশ সরকারের বায়োমেট্রিকে নিবন্ধিত। আটককৃতরা জানিয়েছেন, এইসব ইয়াবা হ্নীলা রঙ্গিখালী এলাকার শামসুল আলমের ছেলে মাহবুবের জন্য এনেছেন বলে জানান তিনি। ইয়াবা ও আটককৃতদের টেকনাফ থানায় সোপর্দ করে মামলা রুজুর প্রকিয়া চলছে। 

বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর