সোমবার, ১৩ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা
পাঠকের লেখা

প্রশ্নপত্র ফাঁস এড়াতে

প্রশ্নপত্র ফাঁস এড়াতে

প্রশ্নপত্র ফাঁস এড়াতে প্রতি বছর পরীক্ষার্থী হিসাব করে মাথাপিছু ভিন্ন ভিন্ন প্রশ্ন তৈরি করা যেতে পারে। পরীক্ষা শুরু হওয়ার সময়ই একজন পরীক্ষার্থী তার প্রশ্নপত্র দেখতে পাবে। হাজার হাজার ভিন্ন প্রশ্নপত্র নিশ্চয়ই অসাধু কেউ ফাঁস করতে চাইবে না বা করবে না।

 

প্রশ্নপত্র ফাঁস এড়াতে সব পরীক্ষার্থীকে গণহারে জিপিএ-৫ দিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া যেতে পারে। এমন প্রতিশ্রুতি পাওয়ার পর ফাঁকিবাজ ছাত্ররা নিশ্চয়ই প্রশ্নপত্র ফাঁস হলো কিনা এ খবর নিতে আসবে না।

 

প্রশ্নপত্র ফাঁস এড়ানোর সবচেয়ে কার্যকর এবং জনপ্রিয় উপায় হতে পারে সব শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পরীক্ষা না নিলে। যদি কোনো রকমভাবে পরীক্ষা ব্যবস্থা বিলুপ্ত করা যায় তাহলে ২০০ ভাগ নিশ্চয়তা দিয়ে প্রশ্নপত্র ফাঁস এড়ানোর গ্যারান্টি দেওয়া যায়। হিসাবটা অতি সহজ— পরীক্ষা নাই মানে প্রশ্নপত্র নাই, প্রশ্নপত্র নাই মানে প্রশ্নপত্র ফাঁসের সম্ভাবনাও নাই।

 

— মুহসিন ইরম

সদর, সিরাজগঞ্জ

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর