শিরোনাম
সোমবার, ২৩ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

ইচ্ছা হলে হাসুন

ইচ্ছা হলে হাসুন

প্রথম ব্যক্তি : কয়টা বাজে?

দ্বিতীয় ব্যক্তি কথা না বলে মারল এক ঘুষি। প্রথম ব্যক্তি একেবারে ড্রেনে গিয়ে পড়ল।

জনৈক দোকানদার : আরে ভাই, উনি কম কথা বলতে ভালোবাসেন। তাই সব কিছু কাজ দ্বারা বুঝাতে চান। একটা ঘুষি মেরেছেন, মানে এখন ১টা বাজে।

প্রথম ব্যক্তি : ভাগ্যিস ১২টা বাজেনি।

দুই মাতাল বন্ধুর মধ্যে সুখ দুঃখের কথা হচ্ছে-

প্রথম মাতাল : তুই মানুষ না আরশোলা?

দ্বিতীয় মাতাল : মানুষ।

প্রথম মাতাল : কী করে বুঝলি?

দ্বিতীয় মাতাল : আরশোলা হলে তো আমার স্ত্রী আমাকে ভয় পেত।

প্রথম বন্ধু : জানিস, আমি ছোটবেলায় একবার পাঁচতলা থেকে নিচে পড়ে গিয়েছিলাম।

দ্বিতীয় বন্ধু : বলিস কি! তারপর? তারপর কী হলো? তুই কি মারা গিয়েছিলি?

প্রথম বন্ধু : কী জানি! ছোটবেলার গল্প কি আর এখন মনে আছে?

সংগ্রহ : তনু ঘোষ সাগর, শ্রীমঙ্গল সরকারি কলেজ , মৌলভীবাজার, শ্রীমঙ্গল।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর