আমার এক প্রতিবেশী বললেন, ঈদ শেষ, টাকাও শেষ। এখন কী দিয়ে চলি বলেন তো? আমি বললাম, আপনার না মোটরসাইকেল আছে? এটা দিয়ে চলবেন। প্রতিবেশী বললেন, ভাইরে, এই চলার কথা বলিনি। বলেছি, টাকা-পয়সা যে সব শেষ, এখন সংসার চালাব কী দিয়ে? আমি বললাম, সংসার কি মোটরসাইকেল যে, চালাতেই হবে? কয়টা দিন সংসার যেভাবে আছে সেভাবেই থাকুক না। প্রতিবেশী এবার বিরক্ত হয়ে বললেন, সব বিষয় নিয়ে মজা করবেন না। সব বিষয় নিয়ে মজা চলে না। আর আপনি কেন বুঝতে পারছেন না, আমার হাত একেবারেই খালি। এই অবস্থায় সংসার চালানোর টেনশন মাথায় আসাটাই স্বাভাবিক। আমি বললাম, আপনার সমস্যাটা আমি বুঝতে পেরেছি। তবে এই সমস্যা শুধু আপনার একার না। সবাই কম বেশি এই সমস্যায় আক্রান্ত। মানে সবার হাতই খালি। তাই বলে হতাশ হয়ে গেলে তো চলবে না। মনে করতে হবে, পকেটভর্তি টাকা আছে। প্রতিবেশী বললেন, এইসব কুপরামর্শ দেবেন না তো ভাই। পারলে কিছু টাকা ধার দেন। আমি বললাম, ধারের দরকার নেই। অলরেডি নতুন মাস শুরু হয়ে গেছে। বেতন পেয়ে যাবেন। প্রতিবেশী বললেন, আপনার কাছে সব সময় কোনো না কোনো চিপা বুদ্ধি। দেখেন, সবার না হলেও অনেকেই আমার মতো দুরবস্থায় আছে। যেমন ধরেন আমার এক বন্ধু কাজ করেন একটি দোকানে। ঈদের পরে দোকানে গিয়ে দেখে তালা ঝুলছে। পরে ফোন দিয়ে জানতে পারে, আপাতত নাকি খুলবে না। কারণ, তালার চাবি খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি বললাম, এটা কোনো কথা? তালার চাবি খুঁজে না পেলে আরেকটা বানিয়ে নিক। প্রতিবেশী বললেন, আরে ভাইরে কেন বুঝতে পারছেন না, তালার চাবি খুঁজে না পাওয়ার ব্যাপারটা একটা অজুহাত মাত্র। আসল কথা হচ্ছে, নতুন মাসের বেতন দিতে হবে। এই জন্য গড়িমসি। এসব গড়িমসির উদাহরণ একশটা দেওয়া যাবে। আমি এত উদাহরণ দিতে চাই না। হাত পুরো খালি। পারলে কিছু টাকা দেন। আমি বললাম, টাকা পয়সা কিন্তু হাতের ময়লা। অতএব, হাত খালি থাকা মানেই হচ্ছে হাতে ময়লা না থাকা। আশা করছি বুঝতে পারছেন ব্যাপারটা কত সুবিধাজনক। প্রতিবেশী বললেন, তাহলে ২০০ টাকা বাড়িয়ে দিয়েন। মানে যা ধার দেবেন, এর চেয়ে আরও ২০০ টাকা বাড়িয়ে দেবেন। আমি বললাম, কেন? প্রতিবেশী বললেন, এই যে বললেন টাকা-পয়সা নাকি হাতের ময়লা? এই জন্য হাত বারবার ধোয়ার প্রয়োজন বোধ করছি। কিন্তু হাত তো শুধু পানি দিয়ে ধুুইলে পরিষ্কার হয় না। পরিষ্কার হলেও জীবাণুমুক্ত হয় না। ২০০ টাকার হ্যান্ডওয়াশ কিনব। আমি বললাম, আপনি ওই এক জায়গায়ই আটকে আছেন। ধার আর ধার। ধারের বাইরে কিছু চিন্তা করতে পারছেন না। প্লিজ, ধারের বাইরে চিন্তা করুন। প্রতিবেশী বললেন, আপাতত এর বাইরে কিছু চিন্তা করা সম্ভব না। কারণ, আপনার ভাবি চাপ দিচ্ছে বাজারে যাওয়ার জন্য। টাকা ছাড়া বাজারে কীভাবে যাই বলেন তো? আমি বললাম, বুদ্ধি খাটান। একটু চালাক না হলে দুনিয়ায় টেকা মুশকিল। প্রতিবেশী বললেন, কী বুদ্ধি খাটাব? আমি বললাম, বাসা থেকে আপনি বাজারের ব্যাগ নিয়ে বের হবেন। ঘণ্টা দুয়েক পর খালি ব্যাগ নিয়েই বাসায় ফিরবেন। আর মুখটুখ শুকিয়ে কী বলবেন জানেন? দোকানদাররা এখনো ফেরেনি। আরও কয়দিন ছুটি কাটিয়ে নাকি ফিরবে। ততদিন একটু আলুভর্তা দিয়ে ম্যানেজ কর!
শিরোনাম
- জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ
- দাবানলে জ্বলছে ইসরায়েল, হন্য হয়ে পালাচ্ছেন বাসিন্দারা
- দেশব্যাপী শব্দদূষণবিরোধী অভিযানে ২৬৫ হাইড্রোলিক হর্ন জব্দ
- তথ্য উপদেষ্টার সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
- পুঁজিবাজারে সূচক কমলেও লেনদেন বেড়েছে
- গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু নেই, হাসপাতালে ভর্তি ২৯
- দেশের রিজার্ভ বেড়ে ২৭ বিলিয়ন ডলার
- মুহুর্মুহু রকেট হামলায় বিপর্যস্ত মার্কিন রণতরী, বাধ্য হলো পিছু হটতে
- ছাত্রলীগের নির্যাতনের সহযোগী শিক্ষক-কর্মকর্তার বিচারের দাবিতে ঢাবি ছাত্রদলের বিক্ষোভ
- মিরাজের ঘূর্ণিতে তিনদিনেই জিতল বাংলাদেশ
- প্রিপেইড গ্যাস মিটার নিয়ে প্রতারণা এড়াতে তিতাসের সতর্কবার্তা
- শিল্পীদের মেধাসম্পদ সংরক্ষণে কাজ করছে সরকার : শিল্প উপদেষ্টা
- সাবেক প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমেদের বিরুদ্ধে দুদকের মামলা
- ১১৯তম প্রাইজ বন্ডের ড্র, প্রথম বিজয়ী নম্বর ০২৬৪২৫৫
- রাজধানীর উত্তরায় ঢাবির বাসে হামলা, গ্রেফতার ৫
- প্রথম আলোর বিরুদ্ধে মামলার আবেদনকারীকে হুমকির অভিযোগ
- এক ঠিকানায় মিলবে সব ‘নাগরিক সেবা’
- এনসিপি কোনো নির্বাচনি জোটে যাবে না : নাহিদ
- দেশে শ্রমিক সমাজ সবচেয়ে অবহেলিত : রিজভী
- কালকিনিতে হাতকড়াসহ পালানো আসামি গ্রেপ্তার
টাকা শ্যাষ, ছুটিও শ্যাষ
প্লিজ, টাকা ধারের বাইরে চিন্তা করুন। প্রতিবেশী বললেন, আপাতত এর বাইরে কিছু চিন্তা করা সম্ভব না। কারণ, আপনার ভাবি চাপ দিচ্ছে বাজারে যাওয়ার জন্য...
ইকবাল খন্দকার
প্রিন্ট ভার্সন
