আমার এক বড়ভাই বললেন, বড় প্রেম শুধু কাছেই টানে না, দূরেও ঠেলে দেয়। আমি বললাম, এটা তো পুরোনো কথা। হঠাৎ করে এ কথা বলার কারণ কী? এছাড়া প্রেম-ভালোবাসা বিষয়ক কথাবার্তা মানুষ ভালোবাসা দিবসকে কেন্দ্র করে বলে। আপনি এই অফ সিজনে কেন বললেন? বড়ভাই হাসলেন। হালকা করে কাশলেন। তারপর বললেন, বলার কারণ আছে হে বৎস। বড় প্রেম যেমন শুধু কাছেই টানে না, দূরেও ঠেলে দেয়, ঠিক তেমনই ঈদ-পরবর্তী অর্থনৈতিক বেদনাও দেয়। অল্প-বিস্তর বলছি কেন, ভালোই বেদনা দেয়। আর সেই বেদনা পর্বটাই এখন চলছে। আহা! পকেট ফাঁকা হওয়ার বেদনা যে কত তীব্র, সবাই যদি বুঝত! খুব কষ্টে আছি রে ভাই, খুব কষ্টে আছি। অনেকটা চুলকানির মতো ব্যাপার। আমি অবাক হয়ে বললাম, চুলকানির মতো ব্যাপার বলতে? বড়ভাই বললেন, চুলকানি হচ্ছে এমন একটা জিনিস, যতক্ষণ চুলকাবি, মজাই লাগবে। মজাই লাগবে। তারপর যখন চুলকানো শেষ করবি, মনে হবে কেউ মরিচ লাগিয়ে দিয়েছে। তার মানে এত জ্বালা জ্বালবে। আমি বললাম, ঘটনা সত্য। কিন্তু এসব কথা এখন কেন বলছেন? বড়ভাই বললেন, এই ছুটিতে যখন খরচ করি, এটা কিনি, সেটা কিনি, তখন চুলকানির মতোই আরাম পাই। কিন্তু ছুটির পরের সময়টায় যখন দেখি পকেট ফাঁকা, তখন শুধু জ্বলে আর জ্বলে। যেন কেউ মরিচ লাগিয়ে দিয়েছে, এমন একটা অবস্থা আর কি। আমি বললাম, এতে কষ্ট পাওয়ার বা মন খারাপ করার কিছু নেই। কারণ, সবার পকেটই ফাঁকা। বড়ভাই বললেন, যার পকেট আছে, তার হয়েছে যত জ্বালা। যেহেতু ফাঁকা। আর যার পকেটই নেই, তার কোনো জ্বালা নেই। আমি বললাম, আপনার মতো লোকজনের সব দিক দিয়েই সমস্যা। অতএব, পকেট ফাঁকা হয়ে যাওয়ার কারণে যতই জ্বলুক, মুখ বন্ধ রাখতে হবে। কোনো কথা বলা যাবে না। বড়ভাই বললেন, আমার পকেট ফাঁকা হয়েছে তোর ভাবির অতিরিক্ত কেনাকাটার জন্য। অতএব, এর দায় তাকে নিতেই হবে। আমি বললাম, দায়টা কীভাবে নেবে? মানে সিস্টেমটা কী? বড়ভাই বললেন, সিস্টেম আবার কী? যতদিন আমার ফাঁকা পকেট না ভরবে, ততদিন আমাকে বাজারে পাঠাতে পারবে না। আমি বললাম, বাজারে না পাঠিয়েও কিন্তু স্বামীকে চাপে রাখা যায়। মনে করেন অনলাইনে জিনিসপত্র অর্ডার করল, তখন কী করবেন? বড়ভাই ঢোক গিললেন। তারপর বললেন, তাহলে আমার মতো পকেট ফাঁকা স্বামী যাবে কোথায়? আমি বললাম, যাওয়ার আসলে তেমন কোনো জায়গা নেই। তবু নিতান্তই যদি আত্মরক্ষা করতে চান, গরমের ওপর দায় চাপিয়ে বাসা থেকে বের হয়ে পড়েন। এখানে সেখানে শুয়ে বসে মাসের বাকি দিনগুলো কাটিয়ে দেন। কেউ কিছু জিজ্ঞেস করলে বলবেন, এই গরমে চার দেয়ালে বন্দি থাকা যায়? তাই বাধ্য হলাম বেরিয়ে পড়তে। যা-ই হোক, মাসের বাকি দিনগুলো কেটে যাওয়ার পর যখন হাতে টাকা আসবে, তখন আবার বাসায় ফিরে আসবেন। বড়ভাই বললেন, তোর বুদ্ধিটা ভালো লাগল না। আমি বললাম, আপাতত এর চেয়ে ভালো বুদ্ধি দেওয়া সম্ভব না। আরে বাপুরে, কেন বুঝতে পারছেন না পকেট শুধু আপনারই ফাঁকা না, আমারও ফাঁকা। তো ফাঁকা পকেটে বুদ্ধি দিলে কতটুকুই বা ভালো বুদ্ধি দেওয়া যায়? পকেটে টাকা আসুক। তখন না হয় আরও ভালো বুদ্ধি দেব। সেই পর্যন্ত আমার সঙ্গেই থাকুন।
শিরোনাম
- রপ্তানি বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা নেই, প্রতিযোগিতামূলক অবস্থায় থাকব : বাণিজ্য উপদেষ্টা
- ফিলিস্তিনি ক্ষুধার্ত শিশুর প্রতি ইসরায়েলি নির্মমতা নিয়ে মুখ খুললেন মার্কিন সেনা কর্মকর্তা
- ইরানের আবাবিল ড্রোন : মার্কিন নিষেধাজ্ঞার কবলে ৫ প্রতিষ্ঠান
- রাশিয়ায় পুতিনের ‘শাসন পরিবর্তনের’ আহ্বান জেলেনস্কির
- ডিসেম্বরে নির্বাচন সামনে রেখে মিয়ানমারে অন্তর্বর্তী সরকার গঠন
- বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক কমিয়ে ২০ শতাংশ
- মাইলস্টোনের পাশে অবৈধ দোকানে অতিরিক্ত দামে পণ্য বিক্রি, ডিএনসিসির অভিযান
- সারা দেশে ৭ দিনে যৌথবাহিনীর অভিযানে আটক ২৮৮
- সীতাকুণ্ডে লরির ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
- মাঠে নামার আগেই আলোচনায় মিচেল
- মতিঝিলে সমন্বয়ক পরিচয়ে ভবন দখলের চেষ্টা
- শাহজিবাজার গ্রিডে অগ্নিকাণ্ডে বিদ্যুৎহীন হবিগঞ্জ
- মিথ্যা মামলা ও মব সন্ত্রাস অন্তর্বর্তী সরকারের আমলে সবচেয়ে দুর্ভাগ্যজনক ঘটনা : আইন উপদেষ্টা
- কলেরায় মৃত্যুর উচ্চ ঝুঁকিতে আফ্রিকার ৮০ হাজার শিশু: ইউনিসেফ
- জুলাই বিপ্লব কেবল ঘটনা প্রবাহ নয়, দায়িত্ববোধের জাগরণ : আইজিপি
- কিশোরী ধর্ষণে যুবকের যাবজ্জীবন, সন্তানের ভরণপোষণের নির্দেশ
- ডোপ টেস্টে পজিটিভ হলেই প্রার্থিতা বাতিল
- জাতীয় বক্সিংয়ে দেশসেরা জিনাত, আফরার লড়াই প্রশংসিত
- পিআর পদ্ধতিতে সংসদের উচ্চকক্ষ গঠনের সিদ্ধান্ত কমিশনের, আলোচনায় উত্তেজনা
- সারাদেশে পলিথিন ও শব্দ দূষণ রোধে অভিযান, জরিমানা আদায়
পকেট ফাঁকা
নিতান্তই যদি আত্মরক্ষা করতে চান, গরমের ওপর দায় চাপিয়ে বাসা থেকে বের হয়ে পড়েন। এখানে সেখানে শুয়ে বসে মাসের বাকি দিনগুলো কাটিয়ে দেন...
ইকবাল খন্দকার
প্রিন্ট ভার্সন

টপিক
সর্বশেষ খবর

রপ্তানি বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা নেই, প্রতিযোগিতামূলক অবস্থায় থাকব : বাণিজ্য উপদেষ্টা
১ সেকেন্ড আগে | জাতীয়

ফিলিস্তিনি ক্ষুধার্ত শিশুর প্রতি ইসরায়েলি নির্মমতা নিয়ে মুখ খুললেন মার্কিন সেনা কর্মকর্তা
১২ মিনিট আগে | পূর্ব-পশ্চিম