নওগাঁর পোরশা উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের চালক নিজাম উদ্দিন (৩৫) নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় হাকিম ও মো. ফাইম নামের দুইজন আহত হয়েছেন।
বুধবার দুপুরে পোরশা উপজেলার নিতপুর বড় ব্রিজের কাছে এ ঘটনা ঘটে।
নিহত নিজাম উদ্দিন জেলার সাপাহার উপজেলার দক্ষিণ খোট্টাপাড়ার মো. সাইফুদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে জেলার সাপাহার উপজেলার খোট্টাপাড়া থেকে নিজাম উদ্দিন মোটরসাইকেল যোগে পোরশা উপজেলার নিতপুরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে মোটরসাইকেলটি নিতপুর বড় ব্রিজের কাছে পৌঁছালে বিপরীতদিক থেকে আসা ব্যাটারী চালিত যাত্রীবাহী অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেল চালক নিজাম উদ্দিন এবং অটোরিকশার চালকসহ তিনজন গুরুতর আহত হন। গুরুতর আহত নিজাম উদ্দিনকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানোর সময় তিনি মারা যান।
অপরদিকে আহত দুইজনকে পোরশা উপজেলার স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।
পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আইনী প্রক্রিয়া শেষে বুধবার বিকালে নিহতের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/নাজিম