দাদাঠাকুর শরৎচন্দ্র পণ্ডিতের স্ত্রীর একটি পা বাতে পঙ্গু। একবার দাদাঠাকুর স্ত্রীকে কলকাতায় নিয়ে এলে নলিনীকান্ত তার সঙ্গে দেখা করতে এসে বলেন, বৌদি, কলকাতায় যখন এসেছেন- এখানকার দেখবার জিনিসগুলো আপনাকে একদিন দেখিয়ে আনি চলুন। কত কী আছে-চিড়িয়াখানা, জাদুঘর, বায়োস্কোপ, থিয়েটার- আপনার খুব ভালো লাগবে।
দাদাঠাকুরের স্ত্রী এ কথা শুনে হতাশাব্যঞ্জক সুরে বললেন, ভাই, আমার কি সে ভাগ্য হবে! আমি যে খোঁড়া মানুষ!
এ কথা শুনে কাছে বসে থাকা দাদাঠাকুর তামাক খেতে খেতে বললেন, বুঝলে নলিনী, এটা তোমার বৌদির লেম একসকিউজ। এ কথা শুনে নলিনীকান্ত হেসে উঠলেন।
► ভোজসভায় একজন লর্ড, বিখ্যাত নাট্যকার জর্জ বার্নার্ড শ’কে অপদস্ত করার জন্য বললেন, ‘আচ্ছা মি. শ, শুনেছি আপনার পিতা নাকি দর্জি ছিলেন!’
: ঠিকই শুনেছেন।
: তাহলে আপনিও কেন দর্জি হলেন না?
► বললেন, আপনার পিতা একজন বিশিষ্ট ভদ্রলোক ছিলেন, তাই না?
: নিশ্চয়ই।
: তাহলে আপনি কেন আপনার বাবার মতো হলেন না?