আমার এক ছোটভাই বললো, বৃষ্টির এই যে ধরনটা, মানে হুটহাট শুরু হয়ে যাওয়া, এই ধরনটা আগে আমার পছন্দ ছিল না। কিন্তু এখন দারুণ পছন্দ। আমি জানতে চাইলাম, কেন? ছোটভাই বললো, আগে বয়স কম ছিল। এখন তো বাড়তে বাড়তে একেবারে কম বাড়েনি। মোটামুটি ভালোই বেড়েছে। সেই সঙ্গে বেড়েছে ভুঁড়ি। ডাক্তার কতবার কতভাবে বললো, ব্যায়াম যাতে করি। বিশেষ করে যাতে দৌড়াই। কিন্তু আমি বিরাট অলস। নড়ি না। দৌড়াবো দূরের কথা। কিন্তু হুটহাট বৃষ্টি নামলে দৌড়াতে বাধ্য। এতে ব্যায়ামটা করা হয়ে যায়। আমি বললাম, এটা তো কমন ব্যাপার। সবার ক্ষেত্রেই হয়। এটা এত ঘটা করে বলার কী আছে? ছোট ভাই বললো, আপনি কিন্তু আসল ব্যাপারটাই ধরতে পারলেন না। হুটহাট বৃষ্টি এলে সবাই যে ঝেড়ে দৌড়ায়, আমি সেই দৌড়ের কথা বলছি না। আমি বলছি বউয়ের আদেশ পালনের কথা। এবার আমার অবাক হওয়ার পালা, বউয়ের আদেশ পালন মানে? ছোটভাই বললো, না, মানে বৃষ্টি পড়তে শুরু করলেই আমার বউ চেঁচিয়ে ওঠে তো! বলে ছাদ থেকে কাপড় নিয়ে আসতে। ব্যস, একগাদা কাপড় ছাদ থেকে আনতে গিয়ে কতবার যে ওঠানামা করতে হয় রে ভাই! ব্যায়াম আর কাকে বলে! ছোটভাইয়ের কথাটা আমি গভীরভাবে অনুভব করার জন্য খানিকটা ঝিম মারলাম। একটু পরেই দেখি সে আমার খুব কাছে এসে বসেছে। বুঝলাম, বিশেষ কিছু বলবে। আমি তার দিকে তাকাতেই সে বললো, হুটহাট বৃষ্টি আমার দাম্পত্য কলহের কারণ হয়ে দাঁড়িয়েছে। আমি বললাম, একটু আগেই না বললি এই ধরনের বৃষ্টি নাকি তোর পছন্দ? এখন আবার দাম্পত্য কলহের কথা বলছিস কেন? ছোটভাই বললো, ভাই, যা বলেছি, আবেগে বলেছি। কিন্তু আবেগ দিয়ে তো জীবন চলে না। বাস্তবতা হচ্ছে, হুটহাট বৃষ্টি নামলেই আমার বউ খোঁটা দেয় আর পুরনো স্মৃতি মনে করিয়ে দেয়। আমি জানতে চাইলাম, কী ধরনের খোঁটা? কী ধরনের স্মৃতি? ছোটভাই বললো, যে এখন আমার বউ, তার এক বান্ধবীর সঙ্গে আমার হালকা প্রেম ছিল। বিয়ের আগে আর কি। তো একদিন হুট করে বৃষ্টি নামলো। আমি করলাম কী, তার ওপর ছাতা ধরলাম। আর এটা দেখে ফেলেছিল আমার বউ। মানে বর্তমান বউ। সে এখন বৃষ্টি নামলেই খোঁটা দেয়, কী হে, অমুকের মাথার ওপর ছাতা ধরবা না? চিন্তা করেন ভাই, এই এক খোঁটা আর কত সহ্য করা যায়! কাঁহাতক সহ্য করা যায়! অবশ্য ছাতা ধরার রেকর্ড আমার আরেকটা আছে। একদিন হুট করে বৃষ্টি নামার সঙ্গে সঙ্গে পাশের ফ্ল্যাটের ভাবির মাথার ওপর ছাতা ধরেছিলাম। এটাও দুর্ভাগ্যবশত আমার বউ দেখে ফেলেছিল। কপাল খারাপ আর কাকে বলে। আমি বললাম, এক কাজ কর, তোর বাসা থেকে ছাতা জিনিসটা হাওয়া করে দে। মানে বাসায় কোনো ছাতাই থাকবে না। তাহলে দেখবি এই জিনিসকে কেন্দ্র করে তোর বউ আর খোঁটা দিতে পারবে না। ছোটভাই বললো, আপনি আমার বউকে চেনেন না ভাই। বাসায় যদি ছাতা না থাকে, তাহলে সে ইন্টারনেট থেকে ছাতার ছবি আপলোড করবে। তবু আমার সঙ্গে ঝগড়া করেই ছাড়বে। আমাকে খোঁটা দিয়েই ছাড়বে। তবে কারণও আছে। মানে ছাতা নিয়ে আরও আবেগঘন ঘটনাও আছে। আমি অতি আগ্রহের সঙ্গে জানতে চাইলাম, কী ধরনের ঘটনা? ছোটভাই বললো, এই যে বললাম, আবেগঘন ঘটনা। না, মানে হুটহাট বৃষ্টি নামতেই আমি একবার আমার এক কলিগকে ছাতা দিয়ে দিয়েছিলাম। নারী কলিগ। তার নাম ছিল বৃষ্টি। এ খবরও কীভাবে জানি আমার বউয়ের কানে এসেছে। হায় বৃষ্টি!
শিরোনাম
- মুহুর্মুহু রকেট হামলায় বিপর্যস্ত মার্কিন রণতরী, বাধ্য হলো পিছু হটতে
- ছাত্রলীগের নির্যাতনের সহযোগী শিক্ষক-কর্মকর্তার বিচারের দাবিতে ঢাবি ছাত্রদলের বিক্ষোভ
- মিরাজের ঘূর্ণিতে তিনদিনেই জিতল বাংলাদেশ
- চিন্ময় দাসের জামিন স্থগিত
- প্রিপেইড গ্যাস মিটার নিয়ে প্রতারণা এড়াতে তিতাসের সতর্কবার্তা
- শিল্পীদের মেধাসম্পদ সংরক্ষণে কাজ করছে সরকার : শিল্প উপদেষ্টা
- সাবেক প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমেদের বিরুদ্ধে দুদকের মামলা
- ১১৯তম প্রাইজ বন্ডের ড্র, প্রথম বিজয়ী নম্বর ০২৬৪২৫৫
- রাজধানীর উত্তরায় ঢাবির বাসে হামলা, গ্রেফতার ৫
- প্রথম আলোর বিরুদ্ধে মামলার আবেদনকারীকে হুমকির অভিযোগ
- এক ঠিকানায় মিলবে সব ‘নাগরিক সেবা’
- এনসিপি কোনো নির্বাচনি জোটে যাবে না : নাহিদ
- দেশে শ্রমিক সমাজ সবচেয়ে অবহেলিত : রিজভী
- কালকিনিতে হাতকড়াসহ পালানো আসামি গ্রেপ্তার
- চট্টগ্রামে দুই বন্ধুর ‘ইয়্যামেজিং’
- ১৪ পুলিশ সুপারকে বদলি
- শিশু আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় সাক্ষ্য দিলেন তিন চিকিৎসক
- ‘২২৭ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি’, অডিওটি শেখ হাসিনার
- তরুণ প্রজন্মকে প্রকৃত রাজনীতি ও সমাজ ব্যবস্থায় ফিরতে হবে: এ্যানি
- আইন মন্ত্রণালয় দ্রুত সময়ে মতামত না দেওয়ায় ইশরাকের গেজেট প্রকাশ ইসির
হুটহাট বৃষ্টিতে
ইকবাল খন্দকার
প্রিন্ট ভার্সন
