আমার এক ছোটভাই বললো, আমাদের গাছে একটা কাঁঠাল হয়েছে। বারোমাসি কাঁঠাল। অফ সিজনের কাঁঠাল আর কি। তো মা বললো কাঁঠালটা যাতে আমাদের এক আত্মীয়বাড়িতে দিয়ে আসি। আমি তখন কী বলেছি জানেন? বলেছি খরচা আছে। বেশ খরচা। যদি হাজার পাঁচেক টাকা খরচা করতে পারেন, তবেই কাঁঠালটা দিয়ে আসতে পারি। যাতায়াত খরচা। আমি বললাম, এটা কী ধরনের কথা? আমি তো জানি তোদের সব আত্মীয় কাছাকাছিই থাকে। তাহলে যাতায়াত খরচা ৫ হাজার টাকা লাগবে কেন? ছোটভাই বললো, বাস ভাড়া ১০০ টাকা, এসি প্রাইভেটকার ভাড়া প্রায় ৫ হাজার টাকা। আমি বললাম, তোর কথা ঠিক বুঝলাম না। তুই আমাকে হঠাৎ গাড়ি ভাড়ার রেট শোনাচ্ছিস কেন? ছোটভাই বললো, এই জন্য শোনাচ্ছি, যেহেতু কাঁঠালটা এসি প্রাইভেটকারে করে নিতে হবে। আমি এবার আকাশ থেকে পড়ে বললাম, কাঁঠাল প্রাইভেটকারে করে নিতে হবে? কিন্তু কেন? ছোটভাই বললো, গত কয়েক দিনে কী পরিমাণ গরম পড়েছে, আপনার আইডিয়া আছে? যদি আইডিয়া থেকে থাকে, ভালো। আর যদি না থাকে, তাহলে আমি কী বলি শোনেন। আমি এক জায়গায় গিয়েছিলাম পাবলিক বাস যোগে। আমার কাছে মনে হয়েছে আমার শরীরের মাংস সিদ্ধ হয়ে গেছে গরমে। এ ছাড়া গায়ে ঘামাচি তো উঠেছেই। তো আমার অবস্থা এমন হলে, কাঁঠালের ভিতরের অংশ সিদ্ধ হতে পারে কি না? আমার গায়ে যদি ঘামাচি উঠতে পারে, কাঁঠালের গায়ে তো জন্ম থেকেই ঘামাচি। আমি চোখ কপালে তুলে বললাম, কাঁঠালের গায়ে জন্ম থেকেই ঘামাচি মানে? ছোটভাই বললো- না, মানে কাঁঠালের গায়ের কাঁটার কথা বলছিলাম আর কি। কাঁটাকে ‘কাঁটা’ না বলে ঘামাচি বললাম। তো এই যখন অবস্থা, এই অবস্থায় তো কাঁঠাল বেচারাকে নিয়ে পাবলিক বাসে যাতায়াত করা যাবে না। নিতে হবে এসি গাড়িতে। এসি গাড়ির খরচার বিষয়টা মাথায় রাখতে হবে না? আমি এবার ধমক দিলাম। বললাম, ছোটখাটো একটা বিষয়কে টেনে এত লম্বা করার কোনো মানে হয়? ভীষণ গরম পড়েছে, এটা ঠিক। তাই বলে এত অস্থির হয়ে যেতে হবে? ছোটভাই বললো, অস্থির না হয়ে করবেন কি? পাবলিক বাসের অবস্থা যেমন তেমন, রাজপথের অবস্থা তো আরও গরম। আমি বললাম, রাজপথের অবস্থা তো গরম হবেই। পিচ আছে না? পিচ রোদে খুব গরম হয়। পা ফেলা যায় না। ছোটভাই বলল, আপনি সারা জীবন বোকাই থেকে গেলেন ভাই। রাজপথের গরম বলতে আমি কি পিচ গরমের কথা বলেছি? আমি বলেছি এই যে রাজপথে যখন তখন মিছিল হচ্ছে, সেই বিষয়ে। আমি বললাম, এসব নিয়ে আলাদা করে বলার কিছু নেই। কারণ আমি কথা শেষ করতে পারলাম না। এর আগেই ছোটভাই বলে উঠলো, এসব নিয়ে আলাদা করে বলার কিছু না থাকলেও বাজারের গরম নিয়ে নিশ্চয়ই বলার আছে। আমি বললাম, বাজারের গরম সহ্য করতে না পারলে এসি আছে এমন দোকান থেকে জিনিসপত্র কিনলেই হলো। ছোটভাই বললো, আপনি শুধু বাইরের গরমটাই দেখলেন। ভিতরের গরমটা, মানে অতিখরচ বা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বিষয়টা দেখলেন না। আমি বললাম, কীভাবে দেখি, বল! চোখে আজকাল কম দেখি। ছোটভাই এবার বিরক্ত হয়ে বললো, কী সব কথা বলেন! এসব কি চর্মচক্ষে দেখার জিনিস? থাক, বাদ দেন। আপনার সঙ্গে কথা বলা আর কলাগাছের সঙ্গে কথা বলার একই বিষয়। তো বউয়ের মেজাজ যে অলটাইম গরম থাকে, শীত নাই, গ্রীষ্ম নাই; এই বিষয়ে আপনার বক্তব্য কী? আমি কিছু না বলে চারদিকে বার কয়েক তাকালাম। ছোটভাই জিজ্ঞাসা করলো, কী দেখছেন? আমি বললাম, এ বিষয়ে কথা শুরু করার আগে দেখে নিলাম তোর ভাবি আশপাশে আছে কি না। কবি বলেছেন, সেফটি ফার্স্ট।
শিরোনাম
- রেস্টুরেন্ট নয়, এ যেন মরণফাঁদ!
- বিদ্যুৎ বিভ্রাটে অচল লন্ডনের পাতাল রেল ব্যবস্থা
- সর্বশেষ জীবিত মার্কিন-ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিল হামাস
- ইউপিডিএফকে নিষিদ্ধের দাবিতে রাঙামাটিতে মহাসমাবেশ
- ময়মনসিংহে ঝড়ে ক্ষতিগ্রস্ত তিন পরিবারের পাশে তারেক রহমান
- স্বর্ণের দাম আরও কমেছে
- আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত: ইসি সচিব
- মিয়ানমার জান্তার বিমান হামলায় ১৭ শিক্ষার্থী নিহত: রিপোর্ট
- ফেনীতে বৈষম্যবিরোধী মামলায় আওয়ামী লীগ নেতা কারাগারে
- বাগেরহাটে খালের পাড়ে পড়ে ছিল বৃদ্ধের মরদেহ
- গাজা যুদ্ধ নিয়ে নেতানিয়াহুকে এক হাত নিলেন ইসরায়েলের সাবেক সেনাপ্রধান
- ফেনীতে বৈষম্যবিরোধী মামলায় আওয়ামী লীগ নেতা কারাগারে
- ভুটানের লিগে ম্যাচসেরা বাংলাদেশের কৃষ্ণা, দল জিতেছে ৮-০ গোলে
- অধিনায়ক লিটনের লক্ষ্য সিরিজ জয়
- যুদ্ধ কোনও বলিউড মুভি নয়, কেন বললেন ভারতের সাবেক সেনাপ্রধান
- নাসিকের যানজট নিরসন কর্মীদের উপর অটোচালকদের হামলা, আহত ১০
- পুলিশের হাতে কোনো মারণাস্ত্র থাকবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা
- রাকিবুল-আকবরের ঝড়ে বাংলাদেশের রোমাঞ্চকর জয়
- বাকেরগঞ্জ ও পৌর বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ
- বিদেশে চিকিৎসা খরচে সুবিধা বাড়ল, নেওয়া যাবে ১৫ হাজার ডলার