আমার এক ছোটভাই বললো, আমাদের গাছে একটা কাঁঠাল হয়েছে। বারোমাসি কাঁঠাল। অফ সিজনের কাঁঠাল আর কি। তো মা বললো কাঁঠালটা যাতে আমাদের এক আত্মীয়বাড়িতে দিয়ে আসি। আমি তখন কী বলেছি জানেন? বলেছি খরচা আছে। বেশ খরচা। যদি হাজার পাঁচেক টাকা খরচা করতে পারেন, তবেই কাঁঠালটা দিয়ে আসতে পারি। যাতায়াত খরচা। আমি বললাম, এটা কী ধরনের কথা? আমি তো জানি তোদের সব আত্মীয় কাছাকাছিই থাকে। তাহলে যাতায়াত খরচা ৫ হাজার টাকা লাগবে কেন? ছোটভাই বললো, বাস ভাড়া ১০০ টাকা, এসি প্রাইভেটকার ভাড়া প্রায় ৫ হাজার টাকা। আমি বললাম, তোর কথা ঠিক বুঝলাম না। তুই আমাকে হঠাৎ গাড়ি ভাড়ার রেট শোনাচ্ছিস কেন? ছোটভাই বললো, এই জন্য শোনাচ্ছি, যেহেতু কাঁঠালটা এসি প্রাইভেটকারে করে নিতে হবে। আমি এবার আকাশ থেকে পড়ে বললাম, কাঁঠাল প্রাইভেটকারে করে নিতে হবে? কিন্তু কেন? ছোটভাই বললো, গত কয়েক দিনে কী পরিমাণ গরম পড়েছে, আপনার আইডিয়া আছে? যদি আইডিয়া থেকে থাকে, ভালো। আর যদি না থাকে, তাহলে আমি কী বলি শোনেন। আমি এক জায়গায় গিয়েছিলাম পাবলিক বাস যোগে। আমার কাছে মনে হয়েছে আমার শরীরের মাংস সিদ্ধ হয়ে গেছে গরমে। এ ছাড়া গায়ে ঘামাচি তো উঠেছেই। তো আমার অবস্থা এমন হলে, কাঁঠালের ভিতরের অংশ সিদ্ধ হতে পারে কি না? আমার গায়ে যদি ঘামাচি উঠতে পারে, কাঁঠালের গায়ে তো জন্ম থেকেই ঘামাচি। আমি চোখ কপালে তুলে বললাম, কাঁঠালের গায়ে জন্ম থেকেই ঘামাচি মানে? ছোটভাই বললো- না, মানে কাঁঠালের গায়ের কাঁটার কথা বলছিলাম আর কি। কাঁটাকে ‘কাঁটা’ না বলে ঘামাচি বললাম। তো এই যখন অবস্থা, এই অবস্থায় তো কাঁঠাল বেচারাকে নিয়ে পাবলিক বাসে যাতায়াত করা যাবে না। নিতে হবে এসি গাড়িতে। এসি গাড়ির খরচার বিষয়টা মাথায় রাখতে হবে না? আমি এবার ধমক দিলাম। বললাম, ছোটখাটো একটা বিষয়কে টেনে এত লম্বা করার কোনো মানে হয়? ভীষণ গরম পড়েছে, এটা ঠিক। তাই বলে এত অস্থির হয়ে যেতে হবে? ছোটভাই বললো, অস্থির না হয়ে করবেন কি? পাবলিক বাসের অবস্থা যেমন তেমন, রাজপথের অবস্থা তো আরও গরম। আমি বললাম, রাজপথের অবস্থা তো গরম হবেই। পিচ আছে না? পিচ রোদে খুব গরম হয়। পা ফেলা যায় না। ছোটভাই বলল, আপনি সারা জীবন বোকাই থেকে গেলেন ভাই। রাজপথের গরম বলতে আমি কি পিচ গরমের কথা বলেছি? আমি বলেছি এই যে রাজপথে যখন তখন মিছিল হচ্ছে, সেই বিষয়ে। আমি বললাম, এসব নিয়ে আলাদা করে বলার কিছু নেই। কারণ আমি কথা শেষ করতে পারলাম না। এর আগেই ছোটভাই বলে উঠলো, এসব নিয়ে আলাদা করে বলার কিছু না থাকলেও বাজারের গরম নিয়ে নিশ্চয়ই বলার আছে। আমি বললাম, বাজারের গরম সহ্য করতে না পারলে এসি আছে এমন দোকান থেকে জিনিসপত্র কিনলেই হলো। ছোটভাই বললো, আপনি শুধু বাইরের গরমটাই দেখলেন। ভিতরের গরমটা, মানে অতিখরচ বা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বিষয়টা দেখলেন না। আমি বললাম, কীভাবে দেখি, বল! চোখে আজকাল কম দেখি। ছোটভাই এবার বিরক্ত হয়ে বললো, কী সব কথা বলেন! এসব কি চর্মচক্ষে দেখার জিনিস? থাক, বাদ দেন। আপনার সঙ্গে কথা বলা আর কলাগাছের সঙ্গে কথা বলার একই বিষয়। তো বউয়ের মেজাজ যে অলটাইম গরম থাকে, শীত নাই, গ্রীষ্ম নাই; এই বিষয়ে আপনার বক্তব্য কী? আমি কিছু না বলে চারদিকে বার কয়েক তাকালাম। ছোটভাই জিজ্ঞাসা করলো, কী দেখছেন? আমি বললাম, এ বিষয়ে কথা শুরু করার আগে দেখে নিলাম তোর ভাবি আশপাশে আছে কি না। কবি বলেছেন, সেফটি ফার্স্ট।
শিরোনাম
- ভরপেট খেলেও মোটা হবেন না, জানুন কোন খাবারগুলো নিরাপদ
- দাম কমলো ব্রডব্যান্ড ইন্টারনেটের, আজ থেকেই কার্যকর নতুন প্যাকেজ
- টিএসসিতে রিকশার ভেতরেই মিলল চালকের মরদেহ
- চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনার জাকির হোসেন বরখাস্ত
- ১৯৭৩ সালের পর ডলারের সবচেয়ে বড় পতন: সংকটে যুক্তরাষ্ট্র
- প্রেমে ব্যর্থ হলে বাথরুম পরিষ্কার করেন যে অভিনেতা
- কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে জাতীয় রাজস্ব বোর্ডের নতুন নির্দেশনা
- ব্যাংক একীভূতকরণ প্রক্রিয়া শুরু
- মুস্তাফিজকে নিয়ে আলাদা পরিকল্পনা সাজাচ্ছে শ্রীলঙ্কা
- ইনসাফভিত্তিক মানবিক দেশ প্রতিষ্ঠার এখনই সময়: তারেক রহমান
- রেকর্ড রেমিট্যান্স প্রবাহে রিজার্ভ বেড়ে ৩১.৬৮ বিলিয়ন ডলার
- জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সভাপতির দায়িত্ব পেল পাকিস্তান
- কনটেইনার হ্যান্ডলিংয়ে ৪৮ বছরের রেকর্ড ভাঙল চট্টগ্রাম বন্দর
- সিলেটে পাথর শ্রমিকদের বিক্ষোভে গাড়ি ভাঙচুর
- টাইগারদের সামনে দশম থেকে নবম স্থানে ওঠার সুযোগ
- পর্তুগাল-স্পেনে ৪৬ ডিগ্রি তাপমাত্রা, জনজীবনে অস্বস্তি
- জুলাই শহীদের তালিকায় আরও ১০ শহীদের নাম
- ফরিদপুরের নগরকান্দায় আওয়ামী লীগ নেতাকে পিটুনি
- আগামী সপ্তাহের যেকোনও সময় গাজায় যুদ্ধবিরতি: ট্রাম্প
- গাজায় ২৪ ঘণ্টায় নিহত ৫১