* ভদ্রলোক : আমার স্ত্রী হারিয়ে গেছেন।
ইন্সপেক্টর : কবে?
ভদ্রলোক : এক মাস আগে!
ইন্সপেক্টর : তাহলে এত দিন পর বলছেন কেন?
ভদ্রলোক : গতকাল পর্যন্ত মনে হচ্ছিল, আমি স্বপ্ন দেখছি!
* বিমানটা ছাড়ার কিছুক্ষণের মধ্যেই পাইলট অনুভব করলেন, তার মাথার পেছনে কেউ একজন পিস্তল ঠেকিয়েছে। কর্কশ গলায় পিস্তলধারী বলল, ‘চিৎকার করবে না। আমি যা বলছি তাই কর। সোজা আমেরিকার দিকে যাও।’
পাইলট : আমরা তো আমেরিকাতেই যাচ্ছি।
পিস্তলধারী জানি। গত দুবারও আমি আমেরিকার প্লেনেই উঠেছিলাম। হাইজ্যাকারদের জ্বালায় একবার যেতে হলো আফ্রিকা, আরেকবার আলাস্কা। তাই এবার নিজেই...
* টেক সাপোর্ট : আপনার স্ক্রিনের বাঁ দিকে নিচের দিকে দেখুন ‘OK’ লেখা। এটাতে ক্লিক করুন।
কাস্টমার : (অবাক) ওয়াও! আপনি ওখান থেকে আমার স্ক্রিন কীভাবে দেখছেন?
* কয়েক দিন থেকেই পল্টুর শরীরটা বেশ খারাপ। এ কারণে তাঁর চিকিৎসকের কাছে যাওয়ার কথা।
দুই দিন পর পল্টুর এক বন্ধু তাঁকে জিজ্ঞেস করলেন, ‘তোর না শরীর খারাপ। ডাক্তারের কাছে না গিয়ে বসে আছিস কেন? চল, আজকেই তোকে ডাক্তারের কাছে নিয়ে যাব।’
‘না রে, আজ শরীরটা খুবই খারাপ। আমি উঠতেই পারব না। ভাবছি শরীরটা একটু সুস্থ হলে কাল একবার যাব।’
* বুড়িগঙ্গার ময়লা পানিতে এক লোককে নামতে দেখে সাংবাদিক প্রশ্ন করলেন, ‘ভাই, নদীতে কী করছেন?’
‘গোসল করছি।’
‘কিন্তু নদীর পানি তো খুবই ময়লা।’
‘সমস্যা নেই। সাবান দিয়ে গোসল করছি।’
* জলি বলছে মলিকে, জানিস, সেদিন দেখি আমার বয়ফ্রেন্ড পাশের বাড়ির মেয়েটার সঙ্গে সিনেমা হলের দিকে যাচ্ছে!
মলি : বলিস কী? তুই পিছু নিলি না?
জলি : না।
মলি : কেন?
জলি : এখন হলে যে সিনেমাটা চলছে, ওটা আমি আগেও দেখেছি।
সংগ্রহ : রিয়াজুল হক বাগমারা, রাজশাহী।