♦ গাড়ির মালিক : আপনার দোকান থেকে গাড়ি কেনার সময় আপনারা বলেছিলেন, এক বছরের মধ্যে যা কিছু ভেঙে যাবে কিংবা নষ্ট হয়ে যাবে, তা বদলে দেবেন।
গাড়ি বিক্রেতা : ঠিক বলেছেন।
গাড়ির মালিক : গাড়ি চালাতে গিয়ে আমার দুটা পাঁজরের হাড় ভেঙে গেছে।
বদলে দিন।
♦ এক ছাত্র বাসে সিট থাকতেও দাঁড়িয়ে আছে-
বাস কন্ডাক্টর : কী ভাই, বসুন না, খামাখা দাঁড়িয়ে আছেন ক্যান?
ছাত্র : না ভাই, আমার বসার সময় নেই, আমাকে ২০ মিনিটের মধ্যে কলেজে যেতে হবে।
♦ খুব সাহসী দুই বন্ধু সুন্দরবনে গেল বাঘ শিকার করতে। অনেক খোঁজাখুঁজি করে তারা বনের ভিতর বাঘের পায়ের ছাপ দেখতে পেল।
এক বন্ধু অন্য বন্ধুকে বলল, তুই এই পায়ের ছাপ ধরে সামনের দিকে গিয়ে দেখ বাঘটা কোথায় গেল, আর আমি উল্টো দিকে গিয়ে দেখি বাঘটা কোথা থেকে এলো!
♦ ছোট মেয়েটি এসে বাবাকে জিজ্ঞেস করল, ‘বাবা, আম্মু কি আমার যত্ন নেয়?’
চোখ বড় বড় করে বাবা খুব আদুরে গলায় বলল, ‘অবশ্যই! আম্মু তোমার অনেক যত্ন নেয়। তোমাকে খাইয়ে দেয়। অসুখ হলে তোমার সেবাযত্ন করে। তোমাকে গান শোনায়।’
‘দাদুভাই কি আমার যত্ন নেয়?’
‘অবশ্যই! দাদুভাই তোমাকে গল্প শোনায়। তোমার জন্য সুন্দর সুন্দর গিফট, চকলেট নিয়ে আসে।’
‘আর দাদুমণি?’
‘দাদুমণিও।’
‘আর ফুপি?’
‘ফুপি তো তোমার জন্য পাগল। ছুটি পেলেই তোমাকে দেখতে চলে আসে।’
‘আর রহিমার মা?’
‘ও, ও তোমার অনেক যত্ন নেয়। তোমার কাপড় ধুয়ে দেয়, বিছানা ঠিক করে দেয়, ঘুম পাড়িয়ে দেয়।’
সবকিছু শুনে ছোট্ট মেয়েটি সন্তুষ্ট হয়ে বলল, ‘তাহলে তো আম্মু ঠিকই বলেছে। এ বাসায় একমাত্র তুমিই কোনো কাজের না।’
♦ বল্টুু আর পল্টু গাড়ি করে যাচ্ছিল। চালকের আসনে ছিল বল্টুু।
পল্টু : কিরে, এত জোরে গাড়ি চালাচ্ছিস কেন?
বল্টু : দোস্ত, গাড়ির ব্রেক ফেইল হয়ে গেছে!
পল্টু : আরে গাধা, তাহলে গতি বাড়াচ্ছিস কেন? গতি কমা!
বল্টু : না, না! যে করেই হোক, অ্যাকসিডেন্ট হওয়ার আগে আগে বাড়ি পৌঁছতে হবে!
সংগ্রহ : সাইফুল ইসলাম, রমনা, ঢাকা