প্রেমিক : প্রিয়া, দারুণ একটা মুভি এসেছে। হাউসফুল যাচ্ছে। তিনটা অ্যাডভান্স টিকিট কেটে এনেছি।
প্রেমিকা : তিনটা টিকিট কেন? আমরা তো মাত্র দুজন!
প্রেমিকা : টিকিট তো আমাদের জন্য আনিনি। এনেছি তোমার মা, বাবা আর ভাইয়ের জন্য। তারা সিনেমা দেখতে গেলেই আমি চলে আসব।
►
এক গরিব ভদ্রলোকের ঘরে চোর এসে তন্নতন্ন করে খুঁজে নিয়ে যাওয়ার মতো কিছুই পেল না। হতাশ হয়ে চোর যখন চলে যাচ্ছে, ভদ্রলোক শুয়ে শুয়ে বললেন, দরজাটা বন্ধ করে যেও।
চোর দীর্ঘশ্বাস ফেলে বলল, দরজা খোলা থাকলেও আপনার ঘরে কেউ ঢুকবে না।
►
একজন শিল্পীকে পাঁচ মাইল লম্বা একটা রাস্তাজুড়ে বিশাল আল্পনা করার কাজ দেওয়া হলো। প্রথম দিন তিনি দুই মাইল পর্যন্ত আঁকলেন, দ্বিতীয় দিন আল্পনা করলেন আরও এক মাইলজুড়ে। তৃতীয় দিন আঁকলেন আধা মাইল।
কেউ একজন প্রশ্ন করল, ‘দিনে দিনে আপনার কাজের পরিধি কমছে কেন?’
শিল্পী বললেন, ‘কারণ দিনে দিনে আমি আমার রঙের বাক্সটা থেকে দূরে সরে যাচ্ছি!’
►
বাসে শফিকের পাশেই বসেছে এক মেয়ে। আহ্লাদে গদগদ হয়ে বলল শফিক, ‘আপনি দেখতে খুব সুন্দর।’
মেয়ে : ধন্যবাদ।
শফিক : ইশ্। আপনার আর আমার মাঝে যদি একটা কিছু থাকত...
মেয়ে : হু, আমিও তাই ভাবছি।
শফিক : (গদগদ হয়ে) কী থাকার কথা ভাবছেন, বলুন তো?
মেয়ে : একটা দেয়াল।
►
- আমি যদি শাহ্জাহান হতাম, তোমার জন্য তাজমহল বানাতাম, আমি যদি আর্মস্ট্রং হতাম শুধু তোমার জন্য চাঁদ জয় করতাম।
-আর রাখাল হলে?
-তোমার জন্য ঘাস কাটতাম।
-সংগ্রহ : মিনহাজুর ইসলাম, মিরপুর ১০, ঢাকা