আমার এক ছোট ভাই বলল, বৃষ্টি জিনিসটা ভালো। কিন্তু ছাতা জিনিসটা ভালো না। খালি উল্টাপাল্টা কাণ্ড ঘটায়। আমি বললাম, কী সব কথা বলছিস? ছাতা হচ্ছে একটা জড় বস্তু। একটা জড় বস্তুর পক্ষে কীভাবে উল্টাপাল্টা কাণ্ড ঘটানো সম্ভব? ছোট ভাই বলল, আপনি ছাতা জিনিসটাকে যতটা গোবেচারা মনে করছেন, এই জিনিসটা কিন্তু ততটা গোবেচারা না। আসলেই এর পক্ষে উল্টাপাল্টা কাণ্ড ঘটানো সম্ভব। এই যে গতকাল আমি দোতলার বারান্দা থেকে নিচে ঝাঁপ দিতে চাইলাম, এটাও কিন্তু এই ছাতার কারণেই। আপনি চিন্তা করে দেখেন, সত্যিই যদি আমি ঝাঁপ দিতাম, তাহলে আমার হাত-পা আস্ত থাকত? আমি বললাম, ছাতার জন্য কাউকে দোতলার বারান্দা থেকে ঝাঁপ দিতে হয়, এমন ঘটনা তো জীবনে শুনিনি! কী হয়েছে, একটু ভেঙে বল তো শুনি! ছোট ভাই বলল, আসলে হয়েছে কী, হঠাৎ করে সেদিন বৃষ্টি নেমেছিল। বউ বাইরে বের হবে। কিন্তু ছাতা খুঁজে পাচ্ছিল না। অনেক খোঁজার পর পেল খাটের তলা থেকে। তারপর যেই ছাতাটা খুলল, অমনি এটার ভেতর থেকে গোটা চারেক তেলাপোকা হুড়মুড়িয়ে বের হয়ে লাফিয়ে পড়ল তার গায়ে। সে এমন এক চিৎকার মারল, যাকে বলে কানের পর্দাবিদারী চিৎকার। আমি তখন ছিলাম বারান্দায়। যেই শুনলাম স্ত্রী চিৎকার করে উঠেছে, আমি ধরেই নিলাম ভয়ংকর কিছু ঘটেছে। আর আমি যদি বারান্দা থেকে এখন ঘরে ঢুকি, তাহলে আমাকে সেই ভয়ংকর ঘটনার মুখোমুখি হতে হবে। কিন্তু তা তো হতে দেওয়া যাবে না! অতএব ঘরে না ঢুকে সোজা লাফিয়ে পড়তে হবে নিচে। তারপর যেই বারান্দা থেকে লাফ দিতে যাব, কীভাবে যেন জানতে পারলাম ঘটনা তেমন কিছু না। ব্যস, রক্ষা। আমি বললাম, ছোট ঘটনাকে তো ভালোই টেনে লম্বা করে ফেললি। তেলাপোকাসংশ্লিষ্ট দুর্ঘটনার পুরো দায় চাপিয়ে দিলি ছাতার ঘাড়ে। এটা হলো কিছু? ছোট ভাই বলল, শুধু তেলাপোকার দায় কেন, আরও অনেক কিছুর দায়ই চাপানো যায় ছাতার ঘাড়ে। এই যে কদিন আগে চোর উপাধিটা পেলাম এবং দৌড়ানিটা খেলাম, এর দায়ও কিন্তু ছাতার। আমি বললাম, মনে তো হচ্ছে আবারও লম্বা ঘটনা শুরু করবি। একটা সংক্ষেপে বল কী হয়েছে। ছোট ভাই বলল, ওইদিন বেশ বৃষ্টি ছিল। ছাতা নিয়ে অফিসে গেলাম। কিন্তু যখন অফিস ছুটি হলো, তখন ঠা-ঠা রোদ। এ জন্য ছাতাটা হাতে নেওয়ার কথা ভুলে গেলাম। তার মানে ছাতাটা অফিসে রেখে অর্থাৎ খালি হাতে ফিরে এলাম বাসায়। আর আমাকে খালি হাতে ফিরতে দেখে বউ তো রেগে আগুন। যাও, ছাতা নিয়ে আসো, বলেই সে আমাকে রীতিমতো দৌড়ানি দিয়ে পাঠিয়ে দিল অফিসে। আমি যখন অফিসে পৌঁছাই, তখন অফিসের দরজা জানালা খোলা থাকার কোনো কারণ নেই। আমি করলাম কী, যে বিল্ডিংয়ে আমার অফিসরুম, সেই বিল্ডিংয়ের পেছনে গেলাম। তারপর বাউন্ডারি ডিঙিয়ে সীমানার মধ্যে ঢুকে যেই রুমটার কাছে গেলাম এবং জানালা দিয়ে ভেতরে লাঠি ঢুকিয়ে ছাতাটা টেবিলের ওপর থেকে টেনে আনার চেষ্টা করলাম, অমনি পাশের বিল্ডিংয়ের দোতলার লোকজন দেখে ফেলল। তারা ধরেই নিল চোর অফিসের নথিপথ চুরির চেষ্টা করছে। তারপর ‘চোর’ ‘চোর’ বলে কী দৌড়ানিটাই না দিল! আমি বললাম, ছাতা জিনিসটার ওপর যদিও আমি কখনো দায় চাপাই না, তবে এটা ঠিক, একজীবনে ছাতা অনেক ভুগিয়েছে। কী রকম? মনে কর বাইরে ঝুম বৃষ্টি। কিন্তু ছাতা নিয়ে বের হলেই চান্দিফাটা রোদ। তো এটা কি মেনে নেওয়া যায়? আবার রোদ দেখে ছাতা ছাড়া বের হলাম, একটু পরেই ঝুম বৃষ্টি। ছোট ভাই বলল, এই পরিস্থিতিতে আমিও বহুবার পড়েছি। এ জন্য সিদ্ধান্ত নিয়েছি, ছাতা হাতে নিয়ে বের হব না। তাতে রোদ বা বৃষ্টি দেখে ফেলতে পারে। তখন উল্টা আচরণ করতে পারে। অতএব বুঝতেই পারছেন, ছাতাটা গোপন রাখা নিরাপদ।
শিরোনাম
- জনপ্রশাসনে সচিবের চেয়ারে বসতে চান না কেউ!
- মিয়ানমারে বৌদ্ধদের উৎসবে জান্তার বোমা হামলায় নিহত ৪০
- প্রধান উপদেষ্টার সঙ্গে তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
- আবরার ফাহাদের শাহাদত জুলাই গণঅভ্যুত্থানের বড়ো প্রেরণা : তথ্য উপদেষ্টা
- ভারী বৃষ্টি, দিল্লি বিমানবন্দরে নামতে পারল না ১৫ ফ্লাইট
- প্রয়োজনীয় ওষুধের তালিকায় যুক্ত হচ্ছে মেডিকেল অক্সিজেন
- গ্রিসে অভিবাসী বহনকারী নৌকা ডুবে চারজনের প্রাণহানি
- ইউনেস্কো সাধারণ সম্মেলনের সভাপতি নির্বাচিত বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচিতে পরিবর্তন
- চাকসু নির্বাচনে ছাত্রদলকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন দুই প্রার্থী
- রাইসা মনির ন্যায়বিচার নিশ্চিত করতে ‘রেসকিউ ল পরিবার’ আইনি সহায়তা প্রদান
- ম্যাক্রোঁকে পদত্যাগের আহ্বান জানালেন তার প্রথম প্রধানমন্ত্রী ফিলিপ
- মোটরসাইকেলে এসে গাড়িতে থাকা ব্যবসায়ীকে গুলি করে হত্যা
- চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে নাগরিকদের একত্রিত উদ্যোগ জরুরি: শাহাদাত
- স্ত্রী চিৎকারে জানলেন নোবেল জয়, প্রথমে ভেবেছিলেন ভালুক দেখেছেন
- যুদ্ধবিরতির জন্য যেসব প্রধান শর্ত দিল হামাস
- তিস্তার পানি কমেছে, নদীপাড়ে স্বস্তি
- হাসপাতালের সামনে কাপড়ে মোড়ানো কন্যা শিশু উদ্ধার, এলাকায় চাঞ্চল্য
- খাগড়াছড়িতে আন্তর্জাতিক তথ্য দিবস উদযাপন
- কলাপাড়ায় প্রবারণা পূর্ণিমা উদযাপিত
ছাতা নিয়ে যা-তা
ইকবাল খন্দকার
প্রিন্ট ভার্সন

সর্বশেষ খবর