আমার এক প্রতিবেশী বললেন, যানজটের সঙ্গে পারা যাচ্ছে না। যতই এড়িয়ে চলার চেষ্টা করি, ততই ঘাড়ে এসে পড়ে। আমি বললাম, যানজট কি ঘাড়ে পড়ার জিনিস? যানজট হচ্ছে রাস্তাঘাটের সমস্যা। প্রতিবেশী আমার কথায় খানিকটা বিরক্ত হলেন। বললেন, কথায় কথায় ভুল ধরার অভ্যাসটা আপনার গেল না। আপনার মতো লোকের শাস্তি হওয়া উচিত। শাস্তিটা কী জানেন? এক ঘণ্টা জ্যামে আটকে রাখতে হবে। এক ঘণ্টা জ্যামে আটকে রাখতে পারলে আশা করি এক বছর কারাগারে শাস্তি পেয়ে যাবেন। আমি বললাম, এই শাস্তি আমি রোজই পাচ্ছি। অতএব নতুন করে এ একই শাস্তি কার্যকরের কোনো প্রয়োজন আছে কি? প্রতিবেশী বললেন, যেহেতু জ্যামের শাস্তি কম বেশি আপনি অলরেডি ভোগ করে ফেলেছেন। এখন বলেন এই যে অসহনীয় যানজট, এই অসহনীয় যানজটকে সহনীয় পর্যায়ে আনা যায় কীভাবে। আমি বললাম, একজন বিখ্যাত কবি একটা কথা বলেছেন। যদি কবির কথাটা ঠিকঠাক মানতে পারেন, তাহলে যানজট সহনীয় পর্যায়ে আনা সম্ভব। এমনকি ঢাকা শহরেও বসবাস করা সম্ভব। প্রতিবেশী অতি উৎসাহী হয়ে বললেন, কবি কোন কথাটা বলেছেন? না, মানে কবির কথাটা মানলে যদি যানজট সহনীয় পর্যায়ে চলে আসে, তাহলে একবার কেন, কবির কথা আমি একশবার মানতে রাজি। আমি বললাম, কবি বলেছেন, যে সহে, সে রহে। আমার কথা শুনে প্রতিবেশী বিরক্ত হয়ে কিছু একটা বলতে চাইলে আমি তাকে থামিয়ে দিলাম এবং বললাম, কবির কথার মর্মার্থ হচ্ছে, যানজটটা আপনাকে সহ্য করতে হবে। যদি সহ্য করতে পারেন, মানে সহিতে পারেন, তাহলে রহিতে পারবেন। কোথায় রহিতে পারবেন? ঢাকা শহরে রহিতে পারবেন। নইলে শহর ছেড়ে গ্রামে চলে যেতে হবে। গ্রামে কোনো যানজট নেই। আমার কথায় প্রতিবেশীর বিরক্তি এবার বিপৎসীমায় উঠে গেল। অর্থাৎ তার চোখ-মুখের এক্সপ্রেশন দেখে মনে হলো ঘুসিটুসি মারবেন। তাই আমি একটু পেছনে সরে দাঁড়ালাম। যেহেতু সেফটি ফার্স্ট। তারপর বললাম, যানজটের বিষয়টা অনেকটা আপেক্ষিক। মানে যানজট মনে করলেই যানজট, মনে না করলে কিছু না। প্রতিবেশী বললেন, পুরো ঢাকা শহর অচল হয়ে যাচ্ছে যানজটে, আর আপনি বলছেন যানজট মনে না করলে কিছু না? আপনি কি ঢাকা শহরে থাকেন? নাকি আফ্রিকার জঙ্গলে থাকেন? ঢাকা শহরে থাকলে তো এসব উদ্ভট কথা বলার কথা না। আমি এবার হেসে বললাম, ভাইরে, উদ্ভট কথা না বলে উপায় আছে? রোজই অফিসে যাই ঘণ্টাখানেক দেরি করি। আর বস আমাকে ঝাড়ে আরও ঘণ্টাখানেক। এ দ্বিমুখী ঝড়ে কথাবার্তার ব্যালান্স থাকে? প্রতিবেশীর হাসি এবার দেখে কে! দীর্ঘক্ষণ পর যখন তার হাসি থামল, তখন আমি তার এ হাসির কারণ জিজ্ঞেস করলাম। তিনি বললেন, ওপরে ওপরে যতই ‘ব্যাপার না’ টাইপের ভাব ধরেন, ভিতরে ভিতরে ঠিকই যানজটের যন্ত্রণা সহ্য করে যাচ্ছেন। কেন ভাই, এত সহ্য কেন করতে হবে। চলেন পদক্ষেপ নিই। আমি মিনমিনিয়ে বললাম, যানজট নিরসনে আপনি আমাকে পদক্ষেপ নিতে বলছেন? প্রতিবেশী বললেন, জি, বলছি। তো কী হয়েছে? আমি এবার অট্টহাসি দিয়ে বললাম, না, কিছু হয়নি। আমার পদোন্নতি হয়েছে বলতে পারেন। প্রতিবেশী অবাক হলেন, আপনার প্রমোশন হয়েছে মানে? কীভাবে? কখন? আমি বললাম, এই যে, এখন। আর সেটা আপনার কথার সুবাদে। প্রতিবেশী বললেন, আমি এমন কী বললাম, যার কারণে আপনার প্রমোশন হয়ে গেল? আমি বললাম, আপনি আমাকে বললেন না যানজট নিরসনে পদক্ষেপ নেওয়ার জন্য? এতেই আমার প্রমোশন হয়ে গেছে। আমি আমজনতা থেকে হয়ে গেছি ‘কর্তৃপক্ষ’। জানেন তো, যানজট নিরসনে পদক্ষেপ নিতে পারে কেবল কর্তৃপক্ষই।
শিরোনাম
- ইসরায়েলকে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা দিতে সৌদিকে অনুরোধ করেছিল যুক্তরাষ্ট্র
- ব্যাংক-আর্থিক প্রতিষ্ঠানে সাইবার হামলার হুমকি, কেন্দ্রীয় ব্যাংকের সতর্কতা
- ধোঁকা দেয়ার চিন্তা মনে হয় না কোনো দলের আছে : সালাহউদ্দিন
- শিশুদের সর্বাঙ্গীণ বিকাশে পাঠাভ্যাস গড়ে তুলতে হবে : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
- এমন অবস্থা তৈরি করবেন না যাতে ফ্যাসিস্ট হাসিনা ফেরার সুযোগ পায় : ফখরুল
- দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্টকে জিজ্ঞাসাবাদে নতুন ওয়ারেন্ট চায় প্রসিকিউশন
- সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১,৩১৬
- এয়ার ইন্ডিয়ার বিরুদ্ধে নিরাপত্তা বিধিভঙ্গের ৫১ অভিযোগ
- হাসিনাকে রাতের ভোটের আইডিয়া দেন জাবেদ পাটোয়ারী
- সরকার পরিচালনা করতে চাইলে নাগরিকদের কথা শুনতে হবে: তারেক রহমান
- থাইল্যান্ডে আতশবাজির কারখানায় বিস্ফোরণ, নিহত ৯
- বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া ‘টাইগার লাইটনিং’ সম্পন্ন
- কনস্টেবলের স্ত্রীকে অনৈতিক প্রস্তাব, বরখাস্ত এএসপি
- ৩০ অক্টোবরের মধ্যে বাড়তি সিম ডি-রেজিস্ট্রার করতে হবে
- জীববৈচিত্র্য রক্ষায় ঝাজর বড় বিল পরিদর্শন
- যেভাবে একদিনে সাড়ে ৫ বিলিয়ন ডলার খোয়ালেন মেক্সিকান ধনকুবের!
- আগস্ট ঘিরে সবাইকে সতর্ক থাকতে হবে : রিজভী
- ভারতের ওপর ২৫ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
- দাবি আদায়ে ৭২ ঘণ্টা পরিবহন ধর্মঘটের হুঁশিয়ারি
- ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার আহ্বান ফ্রান্সসহ ১৫ দেশের
যানজটের আলাপ
ইকবাল খন্দকার
প্রিন্ট ভার্সন

টপিক
সর্বশেষ খবর

জলাবদ্ধতা নিরসনে নালা-খাল-সড়ক সংস্কার কার্যক্রম চলমান থাকবে : মেয়র শাহাদাত
৭ ঘণ্টা আগে | চট্টগ্রাম প্রতিদিন

বাউবিতে দল ব্যবস্থাপনা এবং কর্মস্থলে বিরোধ নিষ্পত্তির কার্যকারিতা শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত
৭ ঘণ্টা আগে | দেশগ্রাম