শুক্রবার, ১৩ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা
কবিতা

রোহিঙ্গা

শেখ আতাউর রহমান

আর ক’টা মানবিক চাবুকের সপাং সপাং ঘা খেলে

উঠে দাঁড়াবেন অং সান সুচি? এ আমার প্রশ্ন সোজাসুজি

আপনার কাছে। লেডিম্যাকবেথ আপনার বোন? নাকি

রোমের নীরো সত্ভাই? সু চি কথা বলুন, উত্তর চাই।

আপনার চোখে এখন সুচারু তখেতর মোহ,

এ মোহের ছদ্মবেশে ঘাড়ে চেপেছে দুইশিংশয়তান!

তাই অবোধশিশুটিরও নাই ত্রাণ-স্পাইনালকর্ডে তার বুলেটের ঘ্রাণ!

অথচ সম্রাট অশোকও তো একদিন কেঁদেছিলেন যুদ্ধক্ষেত্রে

লাখ লাখ আহত সৈন্যের আহাজারি দেখে,

তারপর অহিংসাবাণী ছড়ালেন দিকে দিকে।

আপনিও বুদ্ধের শিষ্যা এক অশোকের মতো

তবে কেন এ হত্যাযজ্ঞ অবিরত?

হে ‘শান্তিনারী!’ বলুন এবার, আপনার ঘুমন্ত বিবেক কতদিনে

জাগ্রত হবে? বলুন কবে? তামামবিশ্ব কাঁদে আর্তরবে!

প্রার্থনা তাই জাগুক এবার আপনার মমতার জননীত্ব ‘বিপুল গৌরবে’!

নচেৎ বুদ্ধের অভিশাপে এ-সভ্যতা ক্ষতবিক্ষত হবে!-

এবং নাফ নদীতে উপুড় হয়ে পড়ে থাকা শিশুটির লাশ—

একদিন ভূত হয়ে এসে—প্রতিশোধ নেবে অবশেষে!

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর