শুক্রবার, ১৩ আগস্ট, ২০২১ ০০:০০ টা

তালাকনামা

নিলয় রফিক

কয়লা আগুন দ্বীপে, ভূঁইফোঁড় মুখোশে আয়না

দলবেঁধে জোরেশোরে লেজুড়বৃত্তির ব্যাঙ ডাকে

শেকড়েশূন্যতা দেখে বেপরোয়া সুন্দর আড়াল

সাম্প্রদায়িক চেতনা, আবার হুঙ্কার চোখে-মুখে।

 

ধর্মান্ধেগুহায় বিত্তে, মেধার শাণিত লিখে রোজ

নামপাগল নির্সগে, মূর্খহাতে কাঠের সোনালি

মূল্যহীন আবর্জনা বিষাক্ত সাপের বিষে-নীল

কালের কাঠগড়ায় সত্যের বিজয় শব্দ-গুলি।

 

লোভিগর্তে সূর্যগ্রাস হৈচৈরব ষাটের গোলাপ

আদিবাসী রোদশিল্প অপমানে পাহাড় আঁধার

কবিকুলে সিক্তজল পারস্যে শহরে ক্ষত-দাগ

বোধের তালাকনামা মনোঘরে বিকৃত অন্তর।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর