শুক্রবার, ৭ অক্টোবর, ২০২২ ০০:০০ টা
কবিতা

বৃষ্টি তুমি অভিমান ভুলে যাও

মঈন মুরসালিন

বৃষ্টি শোনায় গান রোদের উঠোনে

বাঁকগুলো খুলে যায় সময়ের স্রোতে

ময়লা মেঘগুলো পায়ে পায়ে হোঁচট খায়

ওতপেতে বসে আছে ছদ্মবেশী অবসাদ

বুকের খাঁচায় ডানা ঝাপটায় বিষণ্ন দুপুর

বৃষ্টির খুনসুটিতে অভিমানে গাল ভিজে

পাপের শেষ ধাপে নেমে দেখতে চাই

ঘৃণার ভালোবাসা কতটা প্রখর

আমার ছায়া আমাকে ঢেকে রাখে

পা ভাগ হয়ে যায় পথের দুপাশে

স্তনহীন বেদনায় মেঘের গর্জন

ভেসে যায় কাক্সিক্ষত জীবন যৌবন

হে আকাশ মাটির দিকে তাকাও

তোমার প্রার্থনায় ভিজে যাক হৃদয়।

সর্বশেষ খবর