আতঙ্কে জড়তা গ্রাস করত অজানা শঙ্কায়!
একটি চুম্বনের লক্ষ্মী খরিদ্দার হতে গিয়ে
তৎক্ষণাৎ পড়েছি অনিশ্চয়তায়।
উষ্ণ শরীর তবু দ্বিধান্বিত হয়ে
দুটি দেহ-মনের কামনা জলাঞ্জলি দিয়ে
মুহূর্তেই নিজেকে করেছি পরিবর্তন।
মৃত্যুর পর না হয় বকুল গাছটি
দিয়েই হোক মরণোত্তর চুম্বন।