ধোঁয়াশায় আছি কুয়াশায় আছি ধূলিঝড়ে আছি
কিছু বোঝা যায় কিছু যায় না
কিছু দেখা যায় কিছু যায় না
আলোহীন এক একটি পথ এক একটি প্রান্তর
অন্ধকারের বিভাজন আলোর বিভাজন কালোর বিভাজন
যুক্তিবিহীন শক্তির গোলক ধাঁধায় আছি
এক একটি নির্ণীত পথ হারায় কেবল
পথহীনের পথে।
পথের ভেতর পথ
পথের মধ্যে গ্রন্থি, গ্রন্থির ভেতর গ্রন্থি ঘোরপ্যাঁচে বারবার পিছিয়ে যাই
পেছনের দিকেই যাই
পেছাতে পেছাতে...পেছাতে...পেছাতে...
ধোঁয়াশায় কুয়াশায় চেনা যায় না চেনারা অচেনা হয়
পথের গ্রন্থি মনের গ্রন্থি আলোর গ্রন্থি কালোর গ্রন্থি
শুধু গ্রন্থি, গ্রন্থির অন্তর্জাল গ্রন্থি থেকে গ্রন্থি
মুক্তিহীন চিৎকার শব্দহীন প্রলয়-প্রদীপ্ত
এক একটি নতুন কিংবা পুরাতন অট্টালিকা
ধসে পড়ে অবলীলায়।
এক একটি উদ্যান ফুলহীন হয় নিবীর্য হয়
এক একটি সকাল ভোরহীন হয়
এক একটি সময় লজ্জাহীন হয়
এক একটি অসুর সুরের ধ্বনি তোলে
চারদিকে আমার অক্ষমতার গ্লানি
ভালোবাসার নিষ্ফল ধ্বনি।
আমি নতজানু হই পথের জন্যে আলোর জন্যে ভালোর জন্য
অপেক্ষায় থাকি
অপেক্ষায় থাকি।