কেঁচোর ওপর নির্ভর করে পটুয়াখালীর কলাপাড়ায় কলেজপড়ুয়া চিন্ময় রায় নামের এক তরুণ উদ্যোক্তার মাসিক আয় ৪০ হাজার টাকা। শুধু ভালো রোজগার করছেন এমনটাই নয়, এই তরুণ উদ্যোক্তার উৎপাদিত কেঁচো সার ব্যবহার করে কৃষিতেও লাভবান হচ্ছেন প্রান্তিক চাষি। এতে রাসায়নিক সারের ব্যবহারের প্রবণতা যেমন কমছে সেই সঙ্গে সাশ্রয় হচ্ছে ফসলের উৎপাদন খরচ। আবাদকৃত জমির উর্বরতা শক্তি বৃদ্ধির পাশাপাশি ফসল উৎপাদন বাড়ছে কয়েকগুণ। দিন দিন জনপ্রিয় হচ্ছে তার পরিবেশবান্ধব ও সাশ্রয়ী ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার। এদিকে খরচ কম আর লোকসানের ঝুঁকি না থাকায় অনেকেই ঝুঁকছেন ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার উৎপাদনে। উপজেলার টিয়াখালী ইউনিয়নের নাচনাপাড়া এলাকায় থাকেন এই তরুণ উদ্যোক্তা। কৃষি বিভাগ থেকে এসএসিপির প্রশিক্ষণ পেয়ে শুরুতে স্বল্প পরিসরে শেড তৈরি করেন তিনি। পরে নিজ গোয়ালঘর থেকেই গরুর কাঁচা গোবর সংগ্রহ করে পদ্ধতিগত মিশ্রণের পর সেখানে ছেড়ে দেন রেড উইগলার প্রজাতির কেঁচো। আর তা থেকেই শুরু হয় এই তরুণের ঘুরে দাঁড়ানোর স্বপ্ন। প্রথমে পরিবারের সহযোগিতায় উৎপাদন শুরু হলেও এখন তার কেঁচো সার উৎপাদন খামারে কাজ করেন বেশ কয়েকজন শ্রমিক। অন্তত অর্ধশতাধিক শেডেই প্রতিদিন উৎপাদন হচ্ছে বিষমুক্ত ভার্মি কম্পোস্ট সার। এ ছাড়াও ট্রে পদ্ধতিতে দ্রুত সময়ের মধ্যে মানসম্পন্ন উন্নতমানের সার উৎপাদন করেন তিনি। যা রাসায়নিক সারের চেয়ে কয়েকগুণ ক্ষমতাসম্পন্ন। আর তা কৃষিতে ব্যবহার করে স্বাস্থ্যসম্পন্ন ফসল উৎপাদন করছেন চাষি। একাধিক কৃষক জানান, এক সময় কীটনাশক ছাড়া কোনো ফসল চাষ তারা চিন্তা করতে পারতেন না। অতিরিক্ত কীটনাশক ব্যবহারের ফলে কাক্সিক্ষত ফসল ঘরে তোলা নিয়ে তারা রীতিমতো দুশ্চিন্তায় থাকতেন। তবে বর্তমানে কৃষি অফিসের পরামর্শে নানা রকম জৈবসার ব্যবহারে সেই চিত্র অনেকটাই যেন পাল্টে গেছে। ভার্মি কম্পোস্ট খামার তরুণ উদ্যোক্তা চিন্ময় রায় জানান, কৃষি বিভাগ নিয়ে লেখাপড়ার পাশাপাশি সার উৎপাদনে আরও বিপ্লব ঘটাতে চান। বর্তমানে তার লক্ষ্য রাসায়নিক সার ব্যবহার থেকে কৃষককে সরিয়ে নেওয়া। তিনি বলেন, ‘বেকার লোকজন বাড়িতে অলস সময় পার না করে কৃষি অফিসের পরামর্শে এই সার উৎপাদন করলে তারাও মাস শেষে ভালো টাকা আয় করতে পারবে। অবদান রাখতে পারবে আধুনিক কৃষি ব্যবস্থায়।’ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আরাফাত হোসেন বলেন, তার এই সফলতার পিছনে ভূমিকা রেখেছে কৃষি বিভাগে। মানবদেহে ক্ষতিকর বিষযুক্ত রাসায়নিক সারের ব্যবহার কমাতে কেঁচো সার উৎপাদন বৃদ্ধির কথা জানিয়েছেন এই কর্মকর্তা।
শিরোনাম
- কঙ্গোতে ইবোলার নতুন প্রাদুর্ভাব, আতঙ্কে সাধারণ মানুষ
- পুঁজিবাজার: সূচকের ওঠানামায় চলছে লেনদেন
- ট্র্যাপিস্ট-ওয়ানই গ্রহ নিয়ে নতুন আশা জ্যোতির্বিজ্ঞানীদের
- ২০ কোটি বছরের পুরনো কোয়েলাক্যন্থ জীবাশ্ম শনাক্ত
- আয়ারল্যান্ডের বিপক্ষে ৪ উইকেটের জয় ইংল্যান্ডের
- ওষুধের আগ্রাসী বিপণনে ভোক্তা অধিকার লঙ্ঘন
- রোনালদোকে ছাড়াই আল-নাসরের গোল উৎসব
- আজ ঢাকার বাতাসের মান কেমন?
- অস্ট্রেলিয়া সিরিজে নেই স্যান্টনার, দায়িত্বে ব্রেসওয়েল
- নতুন অ্যালবামে প্রকাশ করে যুক্তরাষ্ট্রে যাবে অর্থহীন
- শেষ মুহূর্তের নাটকীয় গোলে অ্যাতলেটিকোকে হারাল লিভারপুল
- কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন
- রাজধানীতে বহুতল ভবনের ছাদ থেকে পড়ে বৃদ্ধ নিহত
- রাজধানী ঢাকায় আজ যেসব কর্মসূচি
- যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে ৩ পুলিশ কর্মকর্তা নিহত
- আমিরাতকে হারিয়ে শেষ চারে ভারতের সঙ্গী পাকিস্তান
- গাজা নগরীতে দুই দিনে দেড় শতাধিক হামলা ইসরায়েলের
- গাজাবাসীকে ফের জোরপূর্বক উচ্ছেদের নিন্দায় পোপ
- স্বর্ণের দাম কমেছে
- ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞার প্রস্তাব ইউরোপিয়ান ইউনিয়নের
কেঁচো সারে শিক্ষার্থীর ভাগ্যবদল
উত্তম কুমার হাওলাদার, কলাপাড়া (পটুয়াখালী)
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর