নতুন এক বুলেট ট্রেনের 'প্রোটোটাইপ' প্রকাশ্যে এনেছে চীন। নতুন এই বুলেট ট্রেনের পোশাকি নাম দেওয়া হয়েছে সিআর-৪৫০। জানা গেছে, এই ট্রেনের সর্বাধিক গতিবেগ ঘণ্টায় ৪৫০ কিলোমিটার। যদি এই দাবি সত্যি হয় তাহলে এটাই হতে পারে বিশ্বের দ্রুততম বুলেট ট্রেন।
এই বুলেট ট্রেনের প্রযুক্তি নির্মাণ করেছে 'চায়না স্টেট রেলওয়ে গ্রুপ কোম্পানি'। সংক্ষেপে যাকে বলা হয় চায়না রেলওয়ে। তারা এই ট্রেন তৈরি করে ইতিমধ্যে তার একাধিক পরীক্ষাও সেরে ফেলেছে। সিআর-৪০০ ট্রেনের 'আপডেট ভার্সান' এই ট্রেন। এখন পর্যন্ত এই ট্রেন সর্বোচ্চ ৩৫০ কিলোমিটার প্রতি ঘণ্টায় চালানো হত। তবে এই নয়া ট্রেন প্রতি ঘণ্টায় ৪৫০ কিলোমিটার পর্যন্ত গতি তুলতে পারে বলেই দাবি করা হয়েছে।
সিআর৪৫০ যত তাড়াতাড়ি সম্ভব বাণিজ্যিক পরিষেবাতে প্রবেশ করে তা নিশ্চিত করার জন্য প্রযুক্তিগত সূচকগুলি খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সর্বশেষ সরকারী পরিসংখ্যান অনুসারে, চীনের অপারেশনাল এইচএসআর ট্র্যাকগুলি প্রায় ৪৭ হাজার কিলোমিটারে পৌঁছেছে যা দেশের প্রধান শহরগুলিকে সংযুক্ত করেছে। চীন বলেছে ইচএসআর নেটওয়ার্ক সম্প্রসারণ দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, যাতায়াতের সময় কমিয়েছে এবং রেলপথে শিল্প বিকাশকে বাড়িয়েছে।
অভ্যন্তরীণ সমীক্ষা অনুসারে- বেইজিং-সাংহাই ট্রেন পরিষেবাটি সবচেয়ে লাভজনক ছিল, যখন অন্যান্য শহরের নেটওয়ার্কগুলি এখনও লাভজনক হতে পারেনি। সাম্প্রতিক বছরগুলিতে, চীনের এইচএসআর থাইল্যান্ড এবং ইন্দোনেশিয়াতে তার নেটওয়ার্ক রপ্তানি করেছে এবং সার্বিয়াতে বেলগ্রেড-নোভি স্যাড এইচএসআর তৈরি করেছে।
সূত্র- চ্যানেল নিউজ এশিয়া।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ