আকাশপ্রেমীদের জন্য এবার এক বিশেষ সুযোগ দিল জুলাই মাসের এক রাত। গত ২৯ ও ৩০ তারিখে একসঙ্গে দেখা গেছে দুইটি উল্কাবৃষ্টি—ডেল্টা অ্যাকোয়ারিডস ও আলফা ক্যাপ্রিকরনিডস। এই সময় প্রতি ঘণ্টায় আকাশে দেখা যায় ২৫টি উল্কা।
খবর অনুসারে, ডেল্টা অ্যাকোয়ারিডস উল্কাবৃষ্টি আগামী ১২ আগস্ট পর্যন্ত সক্রিয় থাকবে। এটি প্রতি ঘণ্টায় প্রায় ১৫ থেকে ২০টি উল্কা তৈরি করে। এই উল্কাগুলো হালকা হলেও দ্রুতগতির। এগুলোর উৎস হল ধূমকেতু ৯৬পি/মাকহলৎস।
অন্যদিকে, আলফা ক্যাপ্রিকরনিডস ১২ আগস্ট পর্যন্ত সক্রিয় থাকবে এবং প্রতি ঘণ্টায় ৩ থেকে ৫টি উল্কা দেখা যেতে পারে। এই উল্কাগুলো তুলনামূলকভাবে ধীরগতির হলেও উজ্জ্বল এবং রঙিন। এগুলোর উৎস ধূমকেতু ১৬৯পি/নিট।
এই দুই উল্কাবৃষ্টির মধ্যে ডেল্টা অ্যাকোয়ারিডস মূলত দক্ষিণ গোলার্ধ থেকে ভালোভাবে দেখা যায়। তবে উত্তর গোলার্ধের অনেক জায়গা থেকেও এই দৃশ্য উপভোগ করা যাবে। বিশেষ করে ৩০ জুলাই ভোররাতে দক্ষিণ দিকের আকাশের দিকে তাকিয়ে থাকলে উল্কাবৃষ্টি চোখে পড়বে।
সেরা সময় ও দেখার কৌশল:
মধ্যরাত থেকে ভোর পর্যন্ত, বিশেষ করে রাত ২টা থেকে ৪টার মধ্যে দেখার উপযুক্ত সময়।
শহরের আলো থেকে দূরে, গ্রামাঞ্চলে বা স্বীকৃত ‘ডার্ক স্কাই পার্কে’ (আকাশে কৃত্রিম আলো কম থাকে এমন এলাকা) থেকে দেখা সবচেয়ে ভালো।
২৭ শতাংশ পূর্ণ চাঁদ ওই রাতে আগেভাগেই অস্ত যাবে, তাই আকাশ থাকবে তুলনামূলক অন্ধকার—যা উল্কা দেখার জন্য সহায়ক।
খালি চোখে আকাশ দেখাই সবচেয়ে ভালো, কারণ উল্কা যেকোনো দিকে ভেসে যেতে পারে। দূরবীন বা টেলিস্কোপ ব্যবহার না করাই ভালো।
লোয়েল অবজারভেটরির জ্যোতির্বিজ্ঞানী নিকোলাস মোস্কোভিটজ বলেন, "এটি একটি দারুণ সমাপতন। আর উল্কাবৃষ্টি দেখতে চাইলে রাত ৩টার দিকে জেগে থাকাই সবচেয়ে ভালো সিদ্ধান্ত।"
উল্কাবৃষ্টি পর্যবেক্ষণের এমন বিরল সুযোগ হাতছাড়া না করতে আগ্রহীরা রাত জেগে আকাশের দিকে তাকিয়ে থাকতে পারেন।
বিডিপ্রতিদিন/কবিরুল