বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্ক, সিলেটে ৩২ একর জমিতে স্থাপিত কারখানায় উৎপাদন শুরু করার যাবতীয় প্রস্তুতি গ্রহণ করেছে র্যাংগ্স ইলেকট্রনিক্স। ২০২৪ সাল নাগাদ পূর্ণ উৎপাদন লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করে যাচ্ছে। এ পার্কে পণ্যের লাইনআপে রয়েছে রেফ্রিজারেটর, এসি ও টিভি। বছরে ৫ লাখ উৎপাদন লক্ষ্যমাত্রা নিয়ে এ প্রজেক্ট শুরু হয়েছে। র্যাংগ্স-এর নিজস্ব প্রোডাক্ট, রিসার্চ ও ডেভেলপমেন্ট, ট্রেনিং ও আফটার সেলস সার্ভিসের সহায়তায় যুগোপযোগী ও সেরা গুণগত মানসম্পন্ন পণ্য নিয়ে আসাই কোম্পানিটির মূল লক্ষ্য। দেশি ব্র্যান্ডের মধ্যে হাতে গোনা সাত-আটটি ব্র্যান্ডই উৎপাদনকারী হিসেবে স্বয়ংসম্পূর্ণ। বাকিরা সংযোজনকারী হিসেবে কাজ করছে। এখন বেসিক, স্মার্ট, অ্যান্ড্রয়েড ইত্যাদি টিভি; ফ্রস্ট-নন ফ্রস্ট ফ্রিজ; ইনভার্টার-নন ইনভার্টার এসি এবং হোম অ্যাপ্লায়েন্স উৎপাদন হচ্ছে। র্যাংগ্স নতুন প্রযুক্তিসম্পন্ন মডেলের সনি, এলজি ও র্যাংগ্স টিভি; কেলভিনেটর ও র্যাংগ্স ফ্রিজ ও এসি সংযোজন-বাজারজাতকরণের কাজ করছে। দুই দশক ধরে র্যাংগ্স সাফল্যের সঙ্গে সিলিং ফ্যান উৎপাদন করে আসছে। র্যাংগ্স ইলেকট্রনিক্স, সনি করপোরেশন জাপানের তত্ত্বাবধানে তেজগাঁওয়ে বাংলাদেশের প্রথম সনি টিভি অ্যাসেম্বল ফ্যাক্টরি স্থাপন করে এবং সংযোজনকারী হিসেবে ১৯৮৯ সালে সনি কালার টেলিভিশন ২১ ইঞ্চি ও ১৪ ইঞ্চি এবং ১৯৯১ সালে ২০ ইঞ্চি র্যাংগ্স কালার টিভির উৎপাদন শুরু হয়। বর্তমানে ৪০টির বেশি এলইডি টিভি মডেল আমরা উৎপাদন ও সংযোজন করছি। র্যাংগ্স পরিবারের সম্মানিত অভিভাবক, র্যাংগ্স ইলেকট্রনিক্স লিমিটেডের প্রয়াত চেয়ারম্যান আকতার হোসেন বাংলাদেশের জনগণের কাছে প্রযুক্তিকে সাশ্রয়ীমূল্যে ও সহজলভ্য করার লক্ষ্যে ৪০ বছর আগে এ প্রতিষ্ঠানটি শুরু করেন। এ গৌরবময় যাত্রায় র্যাংগ্স শুধু নিজস্ব ব্র্যান্ড র্যাংগ্সই প্রতিষ্ঠা করেনি, বরং বাংলাদেশে অফিশিয়াল ডিস্ট্রিবিউটর হিসেবে তারা বিভিন্ন বিশ্বমানের ব্র্যান্ডের বাজারও প্রতিষ্ঠা করেছে। গত চার দশক ধরে র্যাংগ্স ইলেকট্রনিক্স লিমিটেড সুনাম, সাফল্য ও বিশ্বস্ততার সঙ্গে বিশ্ববিখ্যাত সনি ব্র্যান্ডের ইলেকট্রনিক্স পণ্য বাংলাদেশের বাজারে বাজারজাত করে আসছে। দেশব্যাপী ৯৫টি নিজস্ব ও ৪৫০টিরও অধিক ডিলার শোরুম থেকে অফিশিয়াল পণ্য ও সেবা নিশ্চিত করে যাচ্ছে বাংলাদেশে অফিশিয়াল ‘সনি’ পণ্যের সবচেয়ে বড় সরবরাহকারী র্যাংগ্স। এখানেই পাওয়া যাচ্ছে সনির আধুনিক প্রযুক্তির ‘ব্রাভিয়া এক্সআর’ প্রসেসরসমৃদ্ধ ও এলইডি টিভি, ফোরকে গুগল টিভি; সনি আলফা ক্যামেরা, লেন্স ও এক্সেসরিজ; সনি হোম অডিও ও ভিডিও সিস্টেম। এ ছাড়া দুই বছর আগে ২০২০ সালের ২৮ মার্চ, কভিড-১৯-এর কারণে দেশব্যাপী লকডাউনের প্রাক্কালে, র্যাংগ্স তাদের নিজস্ব এবং প্রথম বাংলাদেশি অনলাইন shop.rangs.com.bd চালু করেছিল, যা গ্রাহকদের জরুরি ইলেকট্রনিক্স পণ্যের প্রয়োজনীয়তা মেটাতে নিবেদিত। ক্রেতার স্বাস্থ্য ও নিরাপত্তা বজায় রেখে বিনামূল্যে হোম ডেলিভারি, ইনস্টলেশন এবং বিক্রয়োত্তর আফটার সেলস সার্ভিস নিশ্চিত করেছে। দুই বছরের এ যাত্রায় ৫ লক্ষাধিক গ্রাহকের অনলাইন অর্ডার ডেলিভারি সম্পন্ন হয়েছে। ইলেকট্রনিক্স সেক্টর বাংলাদেশের দ্রুতবর্ধনশীল একটি ক্ষেত্র। পরিসংখ্যানগতভাবে সারা দেশে ইলেকট্রনিক্স সম্পর্কিত ব্যবসায়গুলোয় নিযুক্ত ব্যক্তিদের সমন্বয় করে ৩ হাজারের বেশি ব্যবসায় চালু রয়েছে এবং প্রতি বছর এ খাতটি ১৫% হারে বৃদ্ধি পাচ্ছে। একই সঙ্গে যা ১ কোটিরও বেশি লোকের জন্য কর্মসংস্থান সৃষ্টি করেছে। বাংলাদেশের ইলেকট্রনিক্স বাজারের প্রায় ৬৫% অংশীদার দেশি ব্র্যান্ডের কোম্পানিগুলো। যেখানে টেলিভিশন শিল্প প্রায় ৪২% অংশীদার। একসময় আমদানির ওপর নির্ভরশীল হলেও বর্তমানে স্থানীয়ভাবে উৎপাদিত হচ্ছে এমন টেলিভিশন ব্র্যান্ডগুলো ধীরে ধীরে স্থানীয় বাজারের বড় অংশ অর্জন করছে। বর্তমানে দেশি ব্র্যান্ডের সময়োপযোগী ও প্রযুক্তিগত উৎকর্ষের কারণে বাজারে ক্রেতার কাছে জনপ্রিয়তা পাচ্ছে। এলইডি টেলিভিশনের বিভিন্ন সংস্করণ যেমন ফোরকে, স্মার্ট, অ্যান্ড্রয়েড, গুগল টিভি, ভয়েস কন্ট্রোল টিভি ইত্যাদি এখন বাজারের প্রধান ব্র্যান্ডগুলোর দ্বারা উৎপাদিত এবং সংযোজিত হয়। তাই আন্তর্জাতিক ব্র্যান্ডের পাশাপাশি স্থানীয় ব্র্যান্ডগুলো ধীরে ধীরে বাজারের উল্লেখযোগ্য অংশ দখল করে নিচ্ছে। বাজার প্রতিযোগিতামূলক থাকায় প্রাতিষ্ঠানিক ক্রেতারা দেশি ব্র্যান্ডের প্রতি ঝুঁকছেন।
শিরোনাম
- ২৫ মে পেট্রোল পাম্প ও ট্যাংকলরি মালিকদের কর্মবিরতি
- অভয়নগরে বসুন্ধরা শুভসংঘের ফ্রি মেডিক্যাল ক্যাম্প
- ‘আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়া দেশের জন্য যুগান্তকারী সিদ্ধান্ত’
- আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণায় জয়পুরহাটে আনন্দ মিছিল
- গরমে শরীরচর্চায় খেয়াল রাখবেন যেসব বিষয়
- শ্রীপুরে ছুরিকাঘাতে আহতে যুবকের মৃত্যু, তিন বাড়িতে আগুন
- বছরের সর্বোচ্চ তাপমাত্রায় পুড়ছে ঢাকা, জনজীবন দুর্বিষহ
- গরমে প্রাণ জুড়াবে আনারসের পানীয়
- কুষ্টিয়ায় চিকিৎসা ব্যয় কমানোর দাবিতে মানববন্ধন
- প্রধানমন্ত্রীর দুই মেয়াদ শুধু সমাধান না : আসিফ নজরুল
- গরমে দীর্ঘক্ষণ এসিতে থাকলে হতে পারে বিপদ
- প্রাথমিকে দেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক দবগুড়ার মোস্তফা কামাল
- জাবি শিক্ষার্থীদের হেপাটাইটিস 'বি' ভ্যাকসিন প্রদানের উদ্যোগ
- সামরিক সংঘাতে পাকিস্তানের চেয়ে ভারতের ক্ষতি ২২ গুণ বেশি, দাবি রিপোর্টে
- গরমে বেড়াতে বের হলে সঙ্গে রাখুন ৬ জরুরি জিনিস
- ‘আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বিএনপি’
- খাগড়াছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বুদ্ধ পূর্ণিমা পালিত
- কানাডায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উদযাপিত
- ঢাকার প্রতিটি থানা হবে জনগণের: ডিআইজি রেজাউল
- তিন দাবিতে জুলাই গণ-অভ্যুত্থানের আহতরা শাহবাগে
আগামী বছর পূর্ণ উৎপাদনে যাচ্ছে র্যাংগ্স ইলেকট্রনিক্স
একরাম হোসেন, ব্যবস্থাপনা পরিচালক, র্যাংগ্স ইলেকট্রনিক্স লিমিটেড
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

১ কোটির বেশি লোকের জন্য কর্মসংস্থান সৃষ্টি করেছে। বাংলাদেশের ইলেকট্রনিক্স বাজারের প্রায় ৬৫% অংশীদার দেশি ব্র্যান্ডের কোম্পানিগুলো। যেখানে টেলিভিশন শিল্প প্রায় ৪২% অংশীদার।
এই বিভাগের আরও খবর