বুধবার, ১ জুন, ২০১৬ ০০:০০ টা

আবাহনীতে ইউসুফ পাঠান

ক্রীড়া প্রতিবেদক

আবাহনীতে ইউসুফ পাঠান

প্রাইম দোলেশ্বরের বিপক্ষে শেষ বলের বাউন্ডারিতে রোমাঞ্চিত জয় তুলে নেয় আবাহনী। ওই জয়ে শিরোপা রেসে ওঠে আসে ধানমন্ডি পাড়ার দলটি। গত মৌসুমের চ্যাম্পিয়ন প্রাইম ব্যাংকের বিপক্ষে ম্যাচ আজ। বিকেএসপিতে ‘মহারণ’-এর জন্য আাাবাহনী ভারত থেকে উড়িয়ে এনেছে হার্ড হিটিং অলরাউন্ডার ইউসুফ পাঠানকে। ইউসুফ আইপিএলে খেলেছেন কলকাতা নাইট রাইডার্সের পক্ষে। কলকাতায় খেলেছেন সাকিব আল হাসানও। বিশ্বসেরা অলরাউন্ডার চলতি মৌসুমে খেলছেন আবাহনীর পক্ষে। ওয়ালটন প্রিমিয়ার ক্রিকেটে আজ আরও দুটি ম্যাচ। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে পয়েন্ট টেবিলের দ্বিতীয় দল প্রাইম দোলেশ্বরের প্রতিপক্ষ পাঁচ নম্বর দল গাজী ক্রিকেটার্স। ফতুল্লা খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে মুখোমুখি পয়েন্ট টেবিলের তলানির দুই দল সিসিএস ও কলাবাগান ক্রিকেট একাডেমি। ৯ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে রান রেটে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে মোহামেডান।

আজ জিততে মরিয়া ধানমন্ডি পাড়ার দলটি। এজন্য উড়িয়ে এনেছে ইউসুফ পাঠানকে। ৩৩ বছর বয়সী সিনিয়র পাঠান কলকাতার পক্ষে ১৫ ম্যাচে ১৪৫.৫৬ স্ট্রাইক রেটে ৩২১ রান করেন। ইউসুফ আসার আগে আবাহনীর প্রতিটি ম্যাচেই একজন করে ভারতীয় ক্রিকেটার খেলেছেন। দলটি শুরুতে বিদেশি কোটা পূরণ করে উদয় কাউলকে দিয়ে। এরপর মানবিন্দর সিং বিসলা, মনোজ তিওয়ারী ও রজত ভাটিয়াকে উড়িয়ে আনে। ৯ ম্যাচে আবাহনীর পয়েন্ট ১০। পাঁচ জয়ের বিপক্ষে হার চারটি। এরমধ্যে চির প্রতিদ্বন্দ্বী মোহামেডানের কাছেও পেয়েছে হারের স্বাদ। গত ম্যাচে দোলেশ্বরের বিপক্ষে অবিশ্বাস্য জয় পায় মোসাদ্দেক হোসেনের বাউন্ডারিতে। প্রতিপক্ষ প্রাইম ব্যাংকের পয়েন্ট সমান ১০। আজ দুই প্রতিপক্ষের যারাই জিতবে এগিয়ে যাবে শিরোপা লড়াইয়ে। পরাজিত দল পিছিয়ে পড়বে লড়াইয়ে। আজকের লড়াইয়ে আবাহনীর পক্ষে খেলবেন তামিম ইকবাল, সাকিব, ইউসুফ পাঠানরা। প্রাইম ব্যাংকের পক্ষে খেলবে  সাব্বির রহমান, নুরুল হাসান সোহানরা। আজকের ম্যাচে জয়ের বিষয়ে আশাবাদী আবাহনীর কোচ খালেদ মাহমুদ সুজন, ‘আমরা বেশ কয়েকটি ম্যাচ সামান্য ভুলে হেরেছি। শিরোপা রেসে থাকতে হলে এখন আর ভুল করা যাবে না। আমরা এখন ভালো খেলছি। এই ধারাবাহিকতা ধরে রাখতে হবে জিততে হলে। সাকিব ফেরায় দলের শক্তি বেড়েছে। ইউসুফ পাঠান খেললে আমরা বাড়তি সুবিধা পাব।’  

মিরপুরেও হেভিওয়েট ম্যাচ। প্রাইম দোলেশ্বরের পয়েন্ট ৯ ম্যাচে ১২। সমান পয়েন্ট নিয়েও রান রেটে মোহামেডান থেকে পিছিয়ে। দোলেশ্বরে খেলছেন নাসির হোসেন, রকিবুল হাসান, ফরহাদ রেজা, ইমতিয়াজ হোসেন তান্নারা। প্রতিপক্ষ গাজীর পয়েন্ট ৯ ম্যাচে ১০। আজ জিতলে গাজী বেশ ভালোভাবেই উঠে আসবে শিরোপা রেসে। তাই ম্যাচটির গুরুত্ব অনেক বেশি। গাজীতে খেলছেন এনামুল হক বিজয়, আল আমিন, শামসুর রহমান শুভরা। এরা সবাই রয়েছেন ফর্মে। ফতুল্লায় মুখোমুখি হচ্ছে পয়েন্ট টেবিলের দুই তলানির দল সিসিএস ও কলাবাগান ক্রিকেট একাডেমি। সিসিএসের জয় দুটি এবং কলাবাগানের জয় একটি। আজ সিসিএস জয় পেলে রেলিগেশনের লড়াইয়ে এড়িয়ে যাবে এক ধাপ। হেরে গেলে দুই দলের পয়েন্ট হবে সমান ৪। তাই ম্যাচটি দুদলের জন্যই মহাগুরুত্বপূর্ণ।

আজকের খেলা

খেলা                  ভেন্যু

দোলেশ্বর-গাজী         মিরপুর

আবাহনী-প্রাইম ব্যাংক  বিকেএসপি

একাডেমিক-সিসিএস      ফতুল্লা

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর