বৃহস্পতিবার, ২ জুন, ২০১৬ ০০:০০ টা

ফ্রান্সের ইউরো দল থেকে বাদ দিয়ারা

ক্রীড়া ডেস্ক

হাঁটুতে চোট পেয়ে ফ্রান্সের ইউরো দল থেকে ছিটকে পড়েছেন লাসানা দিয়ারা। তার জায়গায় ডাক পেয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের মর্গান শ্নিদেলাঁ। ঊরুর চোটের কারণে দেশের মাটিতে হতে যাওয়া এবারের ইউরোয় খেলার স্বপ্ন আগেই শেষ হয়ে গেছে ডিফেন্ডার রাফায়েল ভারানের। রিয়ালের এই ডিফেন্ডার তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে পড়েছেন।

দেশের হয়ে ২৯ ম্যাচ খেলা ভারানের জায়গায় দলে ঢুকেছেন সেভিয়ার ডিফেন্ডার ৩০ বছর বয়সী আদিল রামি। আগামী ১০ জুন শুরু হতে যাওয়া এই ইউরোপীয় প্রতিযোগিতায় উদ্বোধনী দিনে রোমানিয়ার বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে ফ্রান্স। ‘এ’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ আলবেনিয়া ও সুইজারল্যান্ড।

গোলরক্ষক : উগো লরিস, স্টিভ মাঁদাঁদা, বেনোয়া কস্তিল।

ডিফেন্ডার : আদিল রামি, লরাঁ কোসিয়েলনি, এলিয়াকিম মানগালা, জেরেমি মাথিউ, পাট্রিস এভরা, বাকারি সানিয়া, ক্রিস্তভ জালে, লুকাস দিনিয়ে।

মিডফিল্ডার : পল পগবা, ব্লেইস মাতুইদি, মর্গান শ্নিদেলাঁ, এনগোলো কান্তে, ইয়োহান কাবায়ে, মুসা সিসোকে।

ফরোয়ার্ড : অঁতোয়ান গ্রিজমান, দিমিত্রি পায়েত, অন্তনি মার্সিয়াল, কিংসলে কোমান, অলিভিয়ে জিরুদ, অঁদ্রে পিয়ার জিনিয়াক।

সর্বশেষ খবর