বুধবার, ২২ জুন, ২০১৬ ০০:০০ টা

নাটকীয়তায় ভরা ফেডারেশন কাপ

ক্রীড়া প্রতিবেদক

নাটকীয়তায় ভরা ফেডারেশন কাপ

ফাইল ফটো

কোয়ার্টার ফাইনালের পালা শেষ। আগামী কাল থেকে ফাইনালে ওঠার লড়াই। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে কাল প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে আরামবাগ ক্রীড়া সংঘ ও টিম বিজেএমসি। পরের দিন লড়বে শেখ রাসেল ক্রীড়াচক্র ও ঢাকা আবাহনী। গ্যালারীতে দর্শক না হলেও আসরকে ঘিরে ক্রীড়ামোদীদের আগ্রহ ঠিকই আছে। হেসব-নিকেশ চলছে কারা ফাইনাল খেলবে বা ট্রফি জিতবে কে? এবারে ফেডারেশন কাপে নাটকীয়তা কম ছিল না। ফেবারিট চট্টগ্রাম আবাহনী গ্রুপ পর্ব খেলেই বিদায় নিয়েছে। এই পথে হেঁটেছে ঐতিহ্যবাহী ঢাকা মোহামেডান ও। শেখ জামাল গ্রুপ চ্যাম্পিয়ন না হলেও কোয়ার্টার ফাইনালে উঠেছে। এখানেই শেষ, আরামবাগের কাছে টাইব্রেকারে হেরে বিদায়। ফেবারিট বলতে টুর্ণামেন্টে টিকে আছে শেখ রাসেল ও আবাহনী। তাও আবার দুই দল সেমিতে লড়বে বলেকাুকে বিদায় নিতে হবে। অন্যদিকে আরামবাগ বা বিজেএমসি ফাইনাল খেলবে। চার দলেরই ফেডারেশন কাপে ফাইনাল খেলার কৃতিত্ব রয়েছে। তবে ট্রফি জিতেছে আবাহনী ও শেখ রাসেলই। অর্থাৎ নতুন চ্যাম্পিয়নের সম্ভাবনা রয়েছে।

মোহামেডান সর্বোচ্চ ১০ বার, মুক্তিযোদ্ধা, ব্রাদার্স ইউনিয়ন ও শেষ জামাল তিনবার করে শিরোপা জিতেছে। পরিসংখ্যানে দেখা যাচ্ছে এ পর্যন্ত সাত দল ফেডারেশন কাপ ট্রফি ঘরে তুলেছে। এরমধ্যে মোহামেডানের টানা চারবার চ্যাম্পিয়নের রেকর্ড রয়েছে। তাহলে অষ্টম অর্থাৎ শিরোপার খাতায় নতুন দল নাম লেখাচ্ছে কি? ফুটবরে অসম্ভবকে সম্ভব করা যায়। তা না হলে শক্তিশালী দলগুলোকে পেছনে ফেলে আরামবাগ-বিজেএমসি সেমিতে খেলবে কেন? যোগ্যতা দুই দলকে এত দূর নিয়ে এসেছে। বিশেষ করে আরামবাগ গ্রুপ পর্ব ম্যাচে আবাহনী আর কোয়ার্টার ফাইনালে শক্তিশালী শেখ জামালকে পরাজিত করে। বিজেএমসিও কম যায় না, মোহামেডানকে হারিয়ে তারা গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে। কোয়ার্টার ফাইনালে হারায় ডেঞ্জারেন্স মুক্তিযোদ্ধাকে। যারা গ্রুপ ম্যাচে চট্টগ্রাম আবাহনীকে পরাজিত করে। নাটকীয়তায় ভরা টুর্নামেন্টে যদি নতুন চ্যাম্পিয়নের দেখা মিলে তাহরে বিস্ময়ের কিছু হবে না। ঢাকা আবাহনী ও যথেষ্ট্য শক্তিশালী দল। গ্রুপ পর্বে তাদের খেলা সমর্থকদের হতাশ করলেও ঠিকই সেমিতে জায়গা করে নিয়েছে। ব্রাদার্সের বিপক্ষে পিছিয়েও তারা ২-১ গোলে জয়ী হয়েছে। বেশ গোছালো ফুটবল খেলেছে তারা। সেইক্ষেত্রে তাদেরও শিরোপা জেতার সম্ভাবনা রয়েছে। তবে পারফরম্যান্স ও শক্তি বিচার করলে চার দলের মধ্যে শেখ রাসেলকেই ফেবারিট বলা যায়।

সর্বশেষ খবর