এশিয়ান কাপ প্রাক বাছাই পর্বে ঘরের মাঠেও ভুটানকে হারাতে পারেনি বাংলাদেশ। গোল শূন্য ড্র হয়। মাঠে মামুনুলের অনুপস্থিতি টের পাওয়া যায়। ১০ অক্টোবর থিম্পুতে অ্যাওয়ে ম্যাচ। ভুটানকে হারাতে না পারলে বাছাইপর্বে ওঠা হবে না। বাফুফে ম্যাচটিকে গুরুত্ব দিচ্ছে। এমনিতেই ফুটবলে করুণ অবস্থা। এরপর আবার ভুটানের মতো দুর্বল দলের কাছে হারা মানে সমালোচনার ঝড় বয়ে যাওয়া। থিম্পুতে জয় ছাড়া কিছুই ভাবছে না বাফুফে। দলের শক্তি বাড়াতে ক্যাম্পে ডাকা হয়েছে মামুনুল ও জাহিদকে। বলা হচ্ছে কোচ তাদের ডেকেছেন। বাস্তবে নাকি এখানে মূল ভূমিকা রেখেছেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। ঢাকা ম্যাচে মামুনুল না থাকায় বাফুফে সভাপতি বিরক্ত প্রকাশ করেন। এবার নিজেই কোচকে দুই অভিজ্ঞ খেলোয়াড়কে ক্যাম্পে ঢাকার পরামর্শ দেন। শুধু ক্যাম্পে ফেরা নয়, মামুনুল ও জাহিদ চূড়ান্ত দলে থাকছেন তা এখনই নিশ্চিত বলা যায়। গতকাল টেলিফোনে আলাপ করা হলে মামুনুল বলেন, ‘কোচ আমাকে জাতীয় দলে প্রয়োজন মনে করছেন। তাই অবসরের সিদ্ধান্ত বদল করে সোমবারই (আজ) ক্যাম্পে যোগ দিচ্ছি। জাতীয় দলে খেলে পরিচিত লাভ করেছি। জাতীয় দলকে নেতৃত্বও দিয়েছি। একজন ফুটবলার ক্যারিয়ারে এর চেয়ে বড় প্রাপ্তি আর কি হতে পারে। সুতরাং দেশের টানেই ক্যাম্পে যোগ দিচ্ছি। জাতীয় দলকে কতটুকু দিতে পেরেছি তার বিচার করবেন ক্রীড়ামোদীরা। আমি মনে করি জাতীয় দলকে এখনো আমার অনেক কিছু দেওয়ার আছে। মাঠেই প্রমাণ দিতে চাই জাতীয় দলে খেলার জন্য আমি ফিট কি -না।’
শিরোনাম
- প্রথম মরক্কান হিসেবে আফ্রিকার বর্ষসেরা হাকিমি
- ভারতকে হারিয়ে র্যাঙ্কিংয়ে তিন ধাপ এগুলো বাংলাদেশে
- ভারতের সঙ্গে পূর্ণমাত্রায় যুদ্ধ শুরুর আশঙ্কা পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
- জাতীয় পুনর্জাগরণের নেতা
- চিড়িয়াখানায় ঠাঁই হলো সেই মুখপোড়া হনুমানের
- তত্ত্বাবধায়ক ফেরা প্রশ্নে আপিলের রায় আজ
- রাবি শিক্ষার্থীদের ওপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ
- বিপিএল নিলামের নতুন তারিখ ঘোষণা
- স্বর্ণের দাম বেড়েছে
- বগুড়ায় তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে পথসভা ও গণসংযোগ
- গাজায় ৩ হাজার পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দিতে চায় ইইউ
- অজিত দোভালকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানালেন খলিলুর রহমান
- শেখ হাসিনাকে বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে ফিরিয়ে রায় কার্যকর করতে হবে : দুলু
- সাইফের স্ট্যালিয়ন্সকে হারাল তাসকিনের নর্দান ওয়ারিয়র্স
- তা’মীরুল মিল্লাত মাদরাসার টঙ্গী শাখা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
- ৪২ বছর বয়সে বিশ্বকাপ খেলার সুযোগ পেলেন স্কটিশ গোলরক্ষক গর্ডন
- দেশে থেকেই কার্ড দিয়ে বিদেশি রুটের বিমানের টিকিট কেনা যাবে
- জিয়া পরিবার ফোবিয়ায় যারা ভোগেন, তাদের জনভিত্তি নেই : প্রিন্স
- বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত করলো ডেনমার্ক
- গণভোট নিয়ে অধ্যাদেশ জারির পর করণীয় বিষয়ে পদক্ষেপ : সিইসি
দেশের টানে ফিরছেন মামুনুল
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর