ইমরান খান, ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনুস, শোয়েব আখতার থেকে শুরু করে হাল আমলের আমিররা পাকিস্তানকে বিশ্ব ক্রিকেটে শক্তিশালী পেস অ্যাটাকিং দল হিসেবে পরিচিতি এনে দিয়েছে। এই পরিচয়ের মধ্যে বাড়তি উন্মাদনাই যেন যোগ করতে চলেছেন এক সবজি বিক্রেতার ছেলে। ছেলেবেলা থেকেই ২১ বছরের ইয়াসিন জান স্বপ্ন দেখেছেন ওয়াসিম আকরাম আর ওয়াকার ইউনুসের মতো বোলার হতে। তবে এ জন্য তাকে দুই হাতেই বল করতে হতো। ওয়াসিম আকরামকে কপি করতেন বাম হাতে। ওয়াকারকে কপি করতেন ডান হাতে। এভাবেই একদিন তিনি সব্যসাচী বোলার হয়ে উঠেন। তার এই প্রতিভার প্রকাশ প্রথম ঘটে রাওয়ালপিন্ডি অনূর্ধ্ব-১৯ ম্যাচে। সেই ম্যাচে অধিনায়কের অনুরোধেই নাকি হাত বদলে বাম হাতে বোলিং করেন তিনি। প্রতিপক্ষকে হারিয়েছিলেন সেবার এ অদ্ভূত কৌশলে। এরপর পাকিস্তানের কিংবদন্তি বোলার আকিব জাভেদের তত্ত্বাবধানে লাহোরে কালান্দারস দলের জন্য ট্যালেন্ট হান্ট শুরু হলে ইয়াসির সেখানে আসেন। তার বোলিং সাড়া ফেলে দেয় তখন। এক সময় জাতীয় দলের জার্সি গায়ে জড়াতে চান এ বোলার। পারিবারিক দৈন্যতার মধ্যেও বাইশ গজ উইকেটকেই আঁকড়ে রেখেছেন। ডান হাতে তিনি ১৪৫ কিলোমিটার এবং বাম হাতে ১৩৫ কিলোমিটার গতিতে বোলিং করতে পারেন ইয়াসির। বর্তমানে তিনি পাকিস্তান সুপার লিগে লাহোর কালান্দারস দলের হয়ে খেলছেন। ‘পাকিস্তানের অলিগলিতে প্রতিভাবান বোলার জন্ম নেয়’ প্রবাদটা বুঝি আরও একবার সত্যি প্রমাণ করতে যাচ্ছেন ইয়াসির। অবশ্য এমন ‘সব্যসাচী’ বোলার যে আগে দেখা যায়নি তেমন নয়। হাসান তিলকরত্নে, গ্রাহাম গুচ, চামিন্ডা মেন্ডিসরাও কখনো কখনো দুহাতে বল করেছেন। এমন কী রবিচন্দ্রন অশ্বিন দাবি করেছেন, সমান পারদর্শিতায় দুই হাতে বল করতে পারেন তিনিও। তবে ইয়াসির জানের মতো এতটা দক্ষতায় আর কেউই কখনো সব্যসাচী বোলিং করেনি। পাকিস্তান দল সম্ভবত শিগগিরই এ সব্যসাচী বোলারকে দলে ডাকতে যাচ্ছে। এর মধ্য দিয়ে তারা ওয়াসিম-ওয়াকার দুজনের অভাবই পূরণ করতে পারবে!
শিরোনাম
- সাড়ে ৯ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক
- নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া
- সাদিয়া আয়মানের অভিনয়ে মুগ্ধ অনিরুদ্ধ রায়
- গাইবান্ধা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- আদাবরের শীর্ষ ছিনতাইকারী ‘চোরা রুবেল’ গ্রেপ্তার
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
- শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বিভাগীয় শহরে বাস দিল জবি
- ভূমিকম্প অনিশ্চিত তাই বিদ্যালয় বন্ধের সুযোগ নেই: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা
- ঢাকা মেডিকেলে একাডেমিক কার্যক্রম আগামী ২৯ নভেম্বর পর্যন্ত বন্ধ
- বাগেরহাটে ৩ বান্ধবীকে শ্লীলতাহানি ও একজনকে ধর্ষণের অভিযোগে মামলা
- হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
- ‘ফ্যামিলি ম্যান থ্রি’: মনোজ নয়, জয়দীপের সিজন?
- টিকটক ইউজারদের জন্য চালু হলো টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার
- পটুয়াখালীতে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
- বাংলাদেশের কাল ব্রুনাই চ্যালেঞ্জ