সোমবার, ১২ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা
ডিএসইসি ক্রিকেট টুর্নামেন্ট

বাংলাদেশ প্রতিদিনের কাছে ধরাশায়ী যুগান্তর

ক্রীড়া প্রতিবেদক

ঢাকা সাব এডিটরস কাউন্সিলের (ডিএসইসি) সদস্যদের নিয়ে আয়োজিত ক্রিকেট টুনার্মেন্টে দ্বিতীয় দিনের প্রথম খেলায় দৈনিক যুগান্তরকে হারিয়েছে বাংলাদেশ প্রতিদিন।  মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে গতকাল টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় যুগান্তর। নির্ধারিত ৬ ওভারে ৮৮ রানে গুটিয়ে যায় তারা। জবাবে ৩ উইকেট হারিয়ে ৯০ রান করে জয় ছিনিয়ে নেয় বাংলাদেশ প্রতিদিন। তীব্র প্রতিন্দ্বন্দ্ব্বিতার এ ম্যাচে উইনিং ছক্কা হাঁকান বাংলাদেশ প্রতিদিনের রেজাউল কবির। এর আগে, ৮৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে বাংলাদেশ প্রতিদিনকে দুর্দান্ত সূচনা এনে দেন ওপেনার মাহবুবুল আলম। তিন চার ও তিন ছক্কায় সর্বোচ্চ ৩২ রান করেন তিনি। এর আগে বল হাতে এক উইকেটের সুবাদে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কারটি উঠে তার হাতে। খেলা শেষে আনুষ্ঠানিকভাবে সেরা খেলোয়াড়ের হাতে ক্রেস্ট ও দুই দলকে ম্যাচ ফি প্রদান করা হয়।

এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন- দৈনিক নওরোজের সম্পাদক শামসুল হক দুররানি, জাগো নিউজের প্রধান বার্তা সম্পাদক মহিউদ্দিন সরকার, প্রধান প্রতিবেদক মনিরুজ্জামান উজ্জ্বল, বিশেষ প্রতিবেদক রফিকুল ইসলাম, ডিএসইসির কোষাধ্যক্ষ একেএম ওবায়দুর রহমান প্রমুখ।

বাংলাদেশ প্রতিদিনের খেলোয়াড় : শামছুল হক রাসেল (অধিনায়ক), মেহেদী হাসান রাহাত, রেজাউল কবির, নজরুল ইসলাম, মাহবুবুল আলম, সাইফ ইমন, নাহিদুর রহমান হিমেল ও ম্যানেজার মো. মাসুদুর রহমান।

সর্বশেষ খবর