বুধবার, ১ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

কানাডার আসতে আপত্তি

ঢাকায় ওয়ার্ল্ড হকি লিগ

ক্রীড়া প্রতিবেদক

নিরাপত্তার অজুহাত দেখিয়ে ২০১৫ সালে অস্ট্রেলিয়া ক্রিকেট দল ঢাকায় আসেনি। এবার কানাডা একই অজুহাত দাঁড় করিয়ে ঢাকায় ওয়ার্ল্ড হকি লিগ খেলতে চাচ্ছে না। বিষয়টি তারা ইতিমধ্যে বাংলাদেশ হকি ফেডারেশনকে জানিয়ে দিয়েছে। ঢাকায় ৪ মার্চ এ আসর শুরু হবে। বাংলাদেশ হকি ফেডারেশনের সহসভাপতি খাজা রহমতউল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘হঠাৎ বরে কানাডা আপত্তি জানাবে তা ভাবতেই পারিনি। আমরা পূর্ণ নিরাপত্তার আশ্বাস দিয়ে শুধু কানাডা নয়, আন্তর্জাতিক হকি ফেডারেশনকে চিঠি দিয়েছি। আমরা বলেছি ক্রিকেটে বিদেশি দলগুলো এসে নিরাপত্তার প্রশংসা করেছে। তা ছাড়া গত বছর ঢাকায় শান্তিপূর্ণভাবে অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকির আসর হয়েছে। ভলিবল ও আরচারিতে অনেক দেশই খেলে গেছে। তারা নিরাপত্তা নিয়ে কোনো প্রশ্ন তোলেনি।

সেখানে হকিতে কানাডা কেন আসতে চাচ্ছে না আমার বোধগম্য নয়। তবে চূড়ান্তভাবে এখনই কিছু বলা যাচ্ছে না। কানাডা আমাদের আশ্বাস পেয়ে হয়তো সিদ্ধান্ত পাল্টাতে পারে। না এলে নতুন কোনো দেশ টুর্নামেন্টে খেলবে। এখন অপেক্ষা ছাড়া হকি ফেডারেশনের করার কিছু নেই।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর