জিততেই হবে। জিতলেই সুপার সিক্স। সুপার সিক্সে খেলতে পারলেই বিশ্বকাপ ক্রিকেট খেলার হাতছানি। বাংলাদেশ মহিলা ক্রিকেট দলের সামনে হাতছানি এমনই। আজ মহিলা বিশ্বকাপ ক্রিকেটের বাছাইপর্বে নিজেদের তৃতীয় ম্যাচ খেলতে নামছেন রুমানা আহমেদরা। প্রতিপক্ষ স্কটল্যান্ড। কলম্বোর ক্রিকেট ক্লাব মাঠের ম্যাচটি জিতলেই বিশ্বকাপের চূড়ান্তপর্বে খেলার স্বপ্ন পূরণে এগিয়ে যাবে এক ধাপ। ঢাকা ছাড়ার আগে সুপার সিক্সে খেলার টার্গেটের কথা বলেছিলেন মহিলা দলের অধিনায়ক রুমানা আহমেদ। সেই অর্থে টার্গেট করেছিলেন পাপুয়া নিউগিনি ও স্কটল্যান্ডকে। বাছাইপর্বে নিজেদের প্রথম ম্যাচে পাপুয়া নিউগিনিকে ১১৮ রানে হারিয়ে শুভ সূচনা করে। ম্যাচটিতে প্রথম ব্যাট করে রুমানাবাহিনী ৫০ ওভারে ৬ উইকেটে ২১৫ রান করে। দলের পক্ষে দুটি হাফসেঞ্চুরি হয়েছিল। ওপেনার শারমিন আক্তার সর্বোচ্চ ৫৬ ও ফারজানা হক ৫১ রান করেছিলেন। ২১৬ রানের টার্গেটে খেলতে নেমে পাপুয়া নিউগিনি অল আউট হয়েছিল মাত্র ৯২ রানে। দ্বিতীয় ম্যাচে অবশ্য গ্রুপের ফেভারিট পাকিস্তানের কাছে হেরে যায় ৬৭ রানে। পাকিস্তান প্রথমে ব্যাট করে ২২৭ রান করে। জবাবে বাংলাদেশের স্কোর থেমে যায় ১৬০ রানে। ম্যাচটিতে রুমানা ৪০ রানের খরচে নিয়েছিলেন ৩ উইকেট। সুপার সিক্সে খেলতে হলে আজ স্কটল্যান্ডকে হারালেই হবে। স্কটিশ মহিলা দল নিজেদের প্রথম ম্যাচে ৬ উইকেটে হেরেছে গ্রুপের আরেক ফেবারিট দক্ষিণ আফ্রিকার কাছে। স্কটল্যান্ড একেবারেই অপরিচিত নয় বাংলাদেশের কাছে। দলটির বিপক্ষে জয়ের আশাবাদ ব্যক্ত করেছিলেন অধিনায়ক রুমানা কলম্বো যাওয়ার আগেই, ‘আমাদের গ্রুপটি শক্তিশালী। দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তানের মতো দল রয়েছে। সুপার সিক্সে খেলতে হলে পাপুয়া নিউগিনি ও স্কটল্যান্ডকে হারাতে হবে। আমাদের দলের যে শক্তি, তাতে মনে করি পাপুয়া নিউগিনি ও স্কটল্যান্ডের বিপক্ষে জেতা সম্ভব।’ পাপুয়া নিউগিনির বিপক্ষে জিতেছে দল। আজ স্কটিশ মহিলা দলকে হারালেই নিশ্চিত হবে সুপার সিক্স। আগামীকাল গ্রুপের শেষ ম্যাচের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা মহিলা দল।
শিরোনাম
- অ্যাশেজে মাত্র দুই দিনেই ইংল্যান্ডকে গুঁড়িয়ে দিল অস্ট্রেলিয়া
- ‘আমার বিজয় এমনভাবে হবে, ধারে কাছেও কেউ আসতে পারবে না’
- ফেব্রুয়ারিতে সর্বমহলে গ্রহণযোগ্য একটি নির্বাচন হবে: ধর্ম উপদেষ্টা
- মোহাম্মদপুরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৩
- বিশ্বে ভূ-রাজনৈতিক পুনর্গঠনে ‘সঠিক পথ’ বেছে নেবে বাংলাদেশ : পররাষ্ট্র উপদেষ্টা
- রংপুরে সাংবাদিকদের সঙ্গে বিএনপি প্রার্থীর মতবিনিময়
- ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে বাণিজ্য উপদেষ্টার সাক্ষাৎ
- দিনাজপুরে বাসচাপায় অটোরিকশার ৪ যাত্রী নিহত
- বোলিং পিচে হেডের ঝড়, ইতিহাস গড়ে সেঞ্চুরি
- বরগুনায় ৪ ভুয়া চিকিৎসক আটক
- সাকিবকে টপকে দেশের সর্বোচ্চ উইকেট শিকারি তাইজুল
- সিরাজগঞ্জে অসুস্থ দলীয় কর্মীর পাশে দাঁড়ালেন বিএনপি নেতা
- মৎস্য রপ্তানির নীতিমালা ও প্রস্তুতিতে সরকার কাজ করবে : মৎস্য উপদেষ্টা
- ফের ভূমিকম্পের উৎপত্তিস্থল বাইপালে নয়, নরসিংদীতে: আবহাওয়া অফিস
- আ.লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না : ইশরাক
- রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২২
- নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে সাবেক ছাত্রদল সভাপতির মৃত্যু
- শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ : সালাউদ্দিন
- দক্ষিণ আফ্রিকায় জি-২০ শীর্ষ সম্মেলন: বয়কট যুক্তরাষ্ট্রের, তবে থাকছে চমক
- যশোরে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু