জিততেই হবে। জিতলেই সুপার সিক্স। সুপার সিক্সে খেলতে পারলেই বিশ্বকাপ ক্রিকেট খেলার হাতছানি। বাংলাদেশ মহিলা ক্রিকেট দলের সামনে হাতছানি এমনই। আজ মহিলা বিশ্বকাপ ক্রিকেটের বাছাইপর্বে নিজেদের তৃতীয় ম্যাচ খেলতে নামছেন রুমানা আহমেদরা। প্রতিপক্ষ স্কটল্যান্ড। কলম্বোর ক্রিকেট ক্লাব মাঠের ম্যাচটি জিতলেই বিশ্বকাপের চূড়ান্তপর্বে খেলার স্বপ্ন পূরণে এগিয়ে যাবে এক ধাপ। ঢাকা ছাড়ার আগে সুপার সিক্সে খেলার টার্গেটের কথা বলেছিলেন মহিলা দলের অধিনায়ক রুমানা আহমেদ। সেই অর্থে টার্গেট করেছিলেন পাপুয়া নিউগিনি ও স্কটল্যান্ডকে। বাছাইপর্বে নিজেদের প্রথম ম্যাচে পাপুয়া নিউগিনিকে ১১৮ রানে হারিয়ে শুভ সূচনা করে। ম্যাচটিতে প্রথম ব্যাট করে রুমানাবাহিনী ৫০ ওভারে ৬ উইকেটে ২১৫ রান করে। দলের পক্ষে দুটি হাফসেঞ্চুরি হয়েছিল। ওপেনার শারমিন আক্তার সর্বোচ্চ ৫৬ ও ফারজানা হক ৫১ রান করেছিলেন। ২১৬ রানের টার্গেটে খেলতে নেমে পাপুয়া নিউগিনি অল আউট হয়েছিল মাত্র ৯২ রানে। দ্বিতীয় ম্যাচে অবশ্য গ্রুপের ফেভারিট পাকিস্তানের কাছে হেরে যায় ৬৭ রানে। পাকিস্তান প্রথমে ব্যাট করে ২২৭ রান করে। জবাবে বাংলাদেশের স্কোর থেমে যায় ১৬০ রানে। ম্যাচটিতে রুমানা ৪০ রানের খরচে নিয়েছিলেন ৩ উইকেট। সুপার সিক্সে খেলতে হলে আজ স্কটল্যান্ডকে হারালেই হবে। স্কটিশ মহিলা দল নিজেদের প্রথম ম্যাচে ৬ উইকেটে হেরেছে গ্রুপের আরেক ফেবারিট দক্ষিণ আফ্রিকার কাছে। স্কটল্যান্ড একেবারেই অপরিচিত নয় বাংলাদেশের কাছে। দলটির বিপক্ষে জয়ের আশাবাদ ব্যক্ত করেছিলেন অধিনায়ক রুমানা কলম্বো যাওয়ার আগেই, ‘আমাদের গ্রুপটি শক্তিশালী। দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তানের মতো দল রয়েছে। সুপার সিক্সে খেলতে হলে পাপুয়া নিউগিনি ও স্কটল্যান্ডকে হারাতে হবে। আমাদের দলের যে শক্তি, তাতে মনে করি পাপুয়া নিউগিনি ও স্কটল্যান্ডের বিপক্ষে জেতা সম্ভব।’ পাপুয়া নিউগিনির বিপক্ষে জিতেছে দল। আজ স্কটিশ মহিলা দলকে হারালেই নিশ্চিত হবে সুপার সিক্স। আগামীকাল গ্রুপের শেষ ম্যাচের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা মহিলা দল।
শিরোনাম
- মুখে বলিরেখা সমস্যার প্রাকৃতিক সমাধান
- বিশ্বকাপ : বাংলাদেশের সামনে পড়তে পারে ইতালি
- শুল্কের হুমকি দিয়ে আট যুদ্ধের পাঁচটিই থামিয়েছি: ট্রাম্প
- নির্বাচনী হলফনামায় বিদেশি সম্পদের বিবরণীও বাধ্যতামূলক: দুদক চেয়ারম্যান
- হল ছাড়তে শুরু করেছেন ঢাবি শিক্ষার্থীরা
- ভারতীয় খাসিয়াদের গুলিতে প্রাণ গেল সিলেটের যুবকের
- বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
- টেস্টে নতুন উচ্চতায় তাইজুল
- ঢাকা উত্তরে প্রথম কেন্দ্রীয় গ্রন্থাগারের যাত্রা শুরু
- সার উৎপাদনে ব্যবহৃত গ্যাসের নতুন দাম ঘোষণা আজ
- শিক্ষার্থীদের বাড়ি ফিরতে বিভাগীয় শহরে বাস সার্ভিস দেবে ডাকসু
- হল ছেড়ে মধ্যরাতে খোলা আকাশের নিচে ইডেন ছাত্রীরা, বিক্ষোভ
- ভিকারুননিসায় রবিবারের সব পরীক্ষা স্থগিত
- ভেনেজুয়েলাকে ঘিরে নতুন অভিযান শুরু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র
- টিভিতে আজকের কোন খেলা কোথায় দেখবেন
- ছাত্রাবাসে ফাটল : চাদর-বালিশ নিয়ে সড়কে শিক্ষার্থীরা
- আজ ঢাকার বাতাসের মান কেমন?
- পেরুর সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
- ভূমিকম্পের উৎপত্তিস্থল এলাকার মাটিতে ফাটল থেকে নমুনা সংগ্রহ
- ২৩ নভেম্বর : আজকের নামাজের সময়সূচি
স্কটল্যান্ডকে হারালেই সুপার সিক্সে বাংলাদেশ
বাছাই পর্ব
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর