সময় দ্রুত ঘনিয়ে আসছে। মার্চের প্রথম সপ্তাহে ঢাকায় বসবে ওয়ার্ল্ড হকি-২ রাউন্ড। স্বাগতিক বাংলাদেশ প্রতিদ্বন্দ্বিতা করবে। জার্মান কোচ অলিভার কার্টেজের অধীনে জিমি-চয়নদের প্রস্তুতি শুরু হয়ে গেছে আগে থেকেই। চূড়ান্ত দল ঘোষণার আগে হকি ফেডারেশন চেয়েছিল দক্ষিণ আফ্রিকা গিয়ে প্রস্তুতি ম্যাচ খেলতে। কিন্তু যাওয়া হচ্ছে না, দক্ষিণ আফ্রিকা ভিসা দিতে অপারগতা প্রকাশ করেছে। অলিভার নিজেই যান ভিসার ব্যবস্থা করতে। কিন্তু দক্ষিণ আফ্রিকা জানিয়ে দিয়েছে কোনো টুর্নামেন্ট বা আমন্ত্রণ ছাড়া তাদের পক্ষে ভিসা দেওয়া সম্ভব নয়। এখানে ব্যর্থ হওয়ায় অলিভার চেয়েছিলেন কেনিয়ার বিপক্ষে অন্তত একটি ম্যাচ খেলতে। তাও হচ্ছে না। কেনিয়াও নাকি ভিসা দিতে অপারগতা প্রকাশ করেছে। কথা হচ্ছে ভিসার জন্য কোচ কেন বিদেশে যাবেন। তার কাজ তো শুধু প্রশিক্ষণ দেওয়া। এক্ষেত্রে ফেডারেশনের কর্মকর্তারা চেষ্টা চালালেন না কেন? সহ-সভাপতি খাজা রহমত উল্লাহ বলেছেন কাজটি কর্মকর্তাদেরই। কিন্তু হংকংয়ে এইচআইএফে খেলার সময় অলিভারই বলেছিলেন তিনি দক্ষিণ আফ্রিকার সঙ্গে কথা বলেছেন। ভিসা কোনো ফ্যাক্টর হবে না। কোচ যেহেতু যোগাযোগ রাখছিলেন তাই তাকে পাঠানো হয়েছে। দক্ষিণ আফ্রিকা ও কেনিয়ার বিপক্ষে খেলা হচ্ছে না। তাহলে কি বাংলাদেশ প্রস্তুতি ম্যাচ ছাড়াই ওয়ার্ল্ড হকি লিগ খেলবে? রহমত উল্লাহ বলছেন, এখন দেশের বাইরে যাওয়া সম্ভব নয়। চেষ্টা চালাচ্ছি মিসর বা চীনের বিপক্ষে খেলবে। ওরা অন্য গ্রুপে লড়বে। আলোচনাও হয়েছে, দুই দেশকে এক সপ্তাহ আগে ঢাকা আসার অনুরোধ করা হয়েছে। এই বাড়তি খরচটা ফেডারেশনই বহন করবে। যদি তারা রাজি না হয় তাহলে বাংলাদেশের গ্রুপেই কোনো দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে। ৪ মার্চ ঢাকায় ওয়ার্ল্ড হকি লিগ শুরু হবে। সময় একেবারে নেই। তাছাড়া বাংলাদেশের গ্রুপটাও শক্তিশালী। এখনই যদি চূড়ান্ত দল গঠন না হয় তাহলে খেলোয়াড়দের পারফরম্যান্স যাচাই করা যাবে কি? সিলেকশন কমিটির এক কর্মকর্তা বললেন, ‘মোটামুটি আসরে কারা খেলবে তা ঠিক হয়ে গেছে। আগামী সপ্তাহেই চূড়ান্ত দল ঘোষণা হতে পারে।’
শিরোনাম
- চিড়িয়াখানায় ঠাঁই হলো সেই মুখপোড়া হনুমানের
- তত্ত্বাবধায়ক সরকার ফেরানোর বিষয়ে আপিলের চূড়ান্ত রায় আজ
- রাবি শিক্ষার্থীদের ওপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ
- বিপিএল নিলামের নতুন তারিখ ঘোষণা
- স্বর্ণের দাম বেড়েছে
- বগুড়ায় তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে পথসভা ও গণসংযোগ
- গাজায় ৩ হাজার পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দিতে চায় ইইউ
- অজিত দোভালকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানালেন খলিলুর রহমান
- শেখ হাসিনাকে বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে ফিরিয়ে রায় কার্যকর করতে হবে : দুলু
- সাইফের স্ট্যালিয়ন্সকে হারাল তাসকিনের নর্দান ওয়ারিয়র্স
- তা’মীরুল মিল্লাত মাদরাসার টঙ্গী শাখা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
- ৪২ বছর বয়সে বিশ্বকাপ খেলার সুযোগ পেলেন স্কটিশ গোলরক্ষক গর্ডন
- দেশে থেকেই কার্ড দিয়ে বিদেশি রুটের বিমানের টিকিট কেনা যাবে
- জিয়া পরিবার ফোবিয়ায় যারা ভোগেন, তাদের জনভিত্তি নেই : প্রিন্স
- বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত করলো ডেনমার্ক
- গণভোট নিয়ে অধ্যাদেশ জারির পর করণীয় বিষয়ে পদক্ষেপ : সিইসি
- শান্তি প্রচেষ্টা জোরদারে আলোচনার জন্য তুরস্কে জেলেনস্কি
- সাংবাদিক খাসোগি হত্যাকাণ্ড নিয়ে সৌদি যুবরাজের পক্ষ নিলেন ট্রাম্প
- কিবরিয়া হত্যায় ৩০ হাজার টাকার চুক্তি হয় : র্যাব
- লাশ পোড়ানোর মামলায় ক্ষমা চেয়ে জবানবন্দি দিলেন রাজসাক্ষী আবজালুল