সময় দ্রুত ঘনিয়ে আসছে। মার্চের প্রথম সপ্তাহে ঢাকায় বসবে ওয়ার্ল্ড হকি-২ রাউন্ড। স্বাগতিক বাংলাদেশ প্রতিদ্বন্দ্বিতা করবে। জার্মান কোচ অলিভার কার্টেজের অধীনে জিমি-চয়নদের প্রস্তুতি শুরু হয়ে গেছে আগে থেকেই। চূড়ান্ত দল ঘোষণার আগে হকি ফেডারেশন চেয়েছিল দক্ষিণ আফ্রিকা গিয়ে প্রস্তুতি ম্যাচ খেলতে। কিন্তু যাওয়া হচ্ছে না, দক্ষিণ আফ্রিকা ভিসা দিতে অপারগতা প্রকাশ করেছে। অলিভার নিজেই যান ভিসার ব্যবস্থা করতে। কিন্তু দক্ষিণ আফ্রিকা জানিয়ে দিয়েছে কোনো টুর্নামেন্ট বা আমন্ত্রণ ছাড়া তাদের পক্ষে ভিসা দেওয়া সম্ভব নয়। এখানে ব্যর্থ হওয়ায় অলিভার চেয়েছিলেন কেনিয়ার বিপক্ষে অন্তত একটি ম্যাচ খেলতে। তাও হচ্ছে না। কেনিয়াও নাকি ভিসা দিতে অপারগতা প্রকাশ করেছে। কথা হচ্ছে ভিসার জন্য কোচ কেন বিদেশে যাবেন। তার কাজ তো শুধু প্রশিক্ষণ দেওয়া। এক্ষেত্রে ফেডারেশনের কর্মকর্তারা চেষ্টা চালালেন না কেন? সহ-সভাপতি খাজা রহমত উল্লাহ বলেছেন কাজটি কর্মকর্তাদেরই। কিন্তু হংকংয়ে এইচআইএফে খেলার সময় অলিভারই বলেছিলেন তিনি দক্ষিণ আফ্রিকার সঙ্গে কথা বলেছেন। ভিসা কোনো ফ্যাক্টর হবে না। কোচ যেহেতু যোগাযোগ রাখছিলেন তাই তাকে পাঠানো হয়েছে। দক্ষিণ আফ্রিকা ও কেনিয়ার বিপক্ষে খেলা হচ্ছে না। তাহলে কি বাংলাদেশ প্রস্তুতি ম্যাচ ছাড়াই ওয়ার্ল্ড হকি লিগ খেলবে? রহমত উল্লাহ বলছেন, এখন দেশের বাইরে যাওয়া সম্ভব নয়। চেষ্টা চালাচ্ছি মিসর বা চীনের বিপক্ষে খেলবে। ওরা অন্য গ্রুপে লড়বে। আলোচনাও হয়েছে, দুই দেশকে এক সপ্তাহ আগে ঢাকা আসার অনুরোধ করা হয়েছে। এই বাড়তি খরচটা ফেডারেশনই বহন করবে। যদি তারা রাজি না হয় তাহলে বাংলাদেশের গ্রুপেই কোনো দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে। ৪ মার্চ ঢাকায় ওয়ার্ল্ড হকি লিগ শুরু হবে। সময় একেবারে নেই। তাছাড়া বাংলাদেশের গ্রুপটাও শক্তিশালী। এখনই যদি চূড়ান্ত দল গঠন না হয় তাহলে খেলোয়াড়দের পারফরম্যান্স যাচাই করা যাবে কি? সিলেকশন কমিটির এক কর্মকর্তা বললেন, ‘মোটামুটি আসরে কারা খেলবে তা ঠিক হয়ে গেছে। আগামী সপ্তাহেই চূড়ান্ত দল ঘোষণা হতে পারে।’
শিরোনাম
- টিভিতে আজকের কোন খেলা কোথায় দেখবেন
- আশুলিয়ায় মরদেহ পোড়ানোসহ সাত হত্যায় আজ সাক্ষ্যগ্রহণের ১৮তম দিন
- গুলিস্তানে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের পাশের মার্কেটে আগুন
- রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি
- পরিচয় গোপন করে চ্যাটের সুবিধা আনছে হোয়াটসঅ্যাপে
- ঢাকার বাতাস আজ কতটা বিষাক্ত?
- ট্রুডো–কেটি পেরি'র প্রেম নিয়ে সাবেক স্ত্রী সোফির খোলামেলা মন্তব্য
- মুশফিকের শততম টেস্ট উদযাপনে যেসব আয়োজন করেছে বিসিবি
- হামজাদের জন্য দুই কোটি টাকা বোনাস ঘোষণা করলেন ক্রীড়া উপদেষ্টা
- ১৩০০ কোটি আয়, বক্স অফিসে রাশমিকার রাজত্ব
- যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থী ভর্তি কমেছে ১৭ শতাংশ, বেশি ক্ষতি ভারতের
- দক্ষিণ আফ্রিকা নিতে ফিলিস্তিনিদের কাছে ২ হাজার ডলার করে নিয়েছে রহস্যময় সংস্থা
- ট্রাম্পের আমন্ত্রণে রোনালদো, একই দিনে আসছেন সৌদি যুবরাজ
- ভারতকে হারিয়ে ২২ বছরের আক্ষেপ ঘোচালো বাংলাদেশ
- বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয়ে সঞ্চয়পত্র বিক্রি ও ছেঁড়া নোট বদল বন্ধ
- হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় তার কৃতকর্মের ফল : প্রিন্স
- ‘ফ্যাসিস্ট হাসিনার পতন দেখে যেতে পারেননি মওদুদ, এটা দুঃখজনক’
- ফেব্রুয়ারির প্রথমার্ধে সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধান উপদেষ্টা
- রাজধানীর কুড়াতলীতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
- হাসিনার পক্ষে অবস্থানকারী শিক্ষকদের চাকরিচ্যুতের দাবি চার বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের
ঢাকায় প্রস্তুতি ম্যাচ খেলবে জিমিরা
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর