সময় দ্রুত ঘনিয়ে আসছে। মার্চের প্রথম সপ্তাহে ঢাকায় বসবে ওয়ার্ল্ড হকি-২ রাউন্ড। স্বাগতিক বাংলাদেশ প্রতিদ্বন্দ্বিতা করবে। জার্মান কোচ অলিভার কার্টেজের অধীনে জিমি-চয়নদের প্রস্তুতি শুরু হয়ে গেছে আগে থেকেই। চূড়ান্ত দল ঘোষণার আগে হকি ফেডারেশন চেয়েছিল দক্ষিণ আফ্রিকা গিয়ে প্রস্তুতি ম্যাচ খেলতে। কিন্তু যাওয়া হচ্ছে না, দক্ষিণ আফ্রিকা ভিসা দিতে অপারগতা প্রকাশ করেছে। অলিভার নিজেই যান ভিসার ব্যবস্থা করতে। কিন্তু দক্ষিণ আফ্রিকা জানিয়ে দিয়েছে কোনো টুর্নামেন্ট বা আমন্ত্রণ ছাড়া তাদের পক্ষে ভিসা দেওয়া সম্ভব নয়। এখানে ব্যর্থ হওয়ায় অলিভার চেয়েছিলেন কেনিয়ার বিপক্ষে অন্তত একটি ম্যাচ খেলতে। তাও হচ্ছে না। কেনিয়াও নাকি ভিসা দিতে অপারগতা প্রকাশ করেছে। কথা হচ্ছে ভিসার জন্য কোচ কেন বিদেশে যাবেন। তার কাজ তো শুধু প্রশিক্ষণ দেওয়া। এক্ষেত্রে ফেডারেশনের কর্মকর্তারা চেষ্টা চালালেন না কেন? সহ-সভাপতি খাজা রহমত উল্লাহ বলেছেন কাজটি কর্মকর্তাদেরই। কিন্তু হংকংয়ে এইচআইএফে খেলার সময় অলিভারই বলেছিলেন তিনি দক্ষিণ আফ্রিকার সঙ্গে কথা বলেছেন। ভিসা কোনো ফ্যাক্টর হবে না। কোচ যেহেতু যোগাযোগ রাখছিলেন তাই তাকে পাঠানো হয়েছে। দক্ষিণ আফ্রিকা ও কেনিয়ার বিপক্ষে খেলা হচ্ছে না। তাহলে কি বাংলাদেশ প্রস্তুতি ম্যাচ ছাড়াই ওয়ার্ল্ড হকি লিগ খেলবে? রহমত উল্লাহ বলছেন, এখন দেশের বাইরে যাওয়া সম্ভব নয়। চেষ্টা চালাচ্ছি মিসর বা চীনের বিপক্ষে খেলবে। ওরা অন্য গ্রুপে লড়বে। আলোচনাও হয়েছে, দুই দেশকে এক সপ্তাহ আগে ঢাকা আসার অনুরোধ করা হয়েছে। এই বাড়তি খরচটা ফেডারেশনই বহন করবে। যদি তারা রাজি না হয় তাহলে বাংলাদেশের গ্রুপেই কোনো দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে। ৪ মার্চ ঢাকায় ওয়ার্ল্ড হকি লিগ শুরু হবে। সময় একেবারে নেই। তাছাড়া বাংলাদেশের গ্রুপটাও শক্তিশালী। এখনই যদি চূড়ান্ত দল গঠন না হয় তাহলে খেলোয়াড়দের পারফরম্যান্স যাচাই করা যাবে কি? সিলেকশন কমিটির এক কর্মকর্তা বললেন, ‘মোটামুটি আসরে কারা খেলবে তা ঠিক হয়ে গেছে। আগামী সপ্তাহেই চূড়ান্ত দল ঘোষণা হতে পারে।’
শিরোনাম
- শিশুদের মাঝে বেঁচে থাকতে চান নাসির
- রাজনৈতিক শক্তির মধ্যে বিভাজনে সুযোগ পাবে ফ্যাসিস্ট শক্তি : আমান
- শনিবার মধ্যরাত থেকে উঠছে নিষেধাজ্ঞা, ইলিশ শিকারে নামবেন জেলেরা
- রিজওয়ানের বিশ্ব রেকর্ড ভাঙলেন অস্ট্রিয়ার করণবীর
- কিছু উপদেষ্টার আচরণ মানুষকে আশ্বস্ত করছে না: হুমায়ূন কবির
- ষষ্ঠ ও নবম শ্রেণির শিক্ষার্থীদের ফের রেজিস্ট্রেশনের সুযোগ
- চলতি মাসেই বিএনপির ২০০ আসনে প্রার্থীকে গ্রিন সিগন্যাল, আরপিও সংশোধনের বিষয়ে আপত্তি
- জেমিনি থেকে প্রম্পটিং, বিনামূল্যে ৫ কোর্সে এআই শেখার সুযোগ
- অ্যালগরিদম বদলে গেছে, তাই পথও বদলাচ্ছেন ইউটিউবাররা
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ৪৬৮
- সুরমা নদীর ভাঙন ঠেকাতে সুনামগঞ্জে গ্রামবাসীর মানববন্ধন
- ‘দেশ পুনর্গঠনে তারেক রহমানের ৩১ দফার বিকল্প নেই’
- দুবলার চরে শুরু শুটকি মৌসুম, সাগরে নামছেন ১০ হাজার জেলে
- বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত–আহতদের পরিবারে ক্ষতিপূরণের চেক বিতরণ
- সারাদেশে পুলিশের বিশেষ অভিযান, গ্রেফতার ১৭২৬
- ইউক্রেনকে তহবিল দিতে ইইউ’র রুশ সম্পদ ব্যবহারের পদক্ষেপ ব্যর্থ
- বাংলাদেশ থেকে প্রশিক্ষিত তিন হাজার কর্মী নেবে জাপান
- দক্ষিণ কোরিয়ায় মুখোমুখি হচ্ছেন ট্রাম্প ও শি জিন পিং
- ইসরায়েলি পার্লামেন্টে পশ্চিম তীর দখলের বিল পাসের তীব্র নিন্দা বাংলাদেশের
- এক মাস আগেও ডন আমাকে হুমকি দিয়েছে : নীলা চৌধুরী
ঢাকায় প্রস্তুতি ম্যাচ খেলবে জিমিরা
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর