সময় দ্রুত ঘনিয়ে আসছে। মার্চের প্রথম সপ্তাহে ঢাকায় বসবে ওয়ার্ল্ড হকি-২ রাউন্ড। স্বাগতিক বাংলাদেশ প্রতিদ্বন্দ্বিতা করবে। জার্মান কোচ অলিভার কার্টেজের অধীনে জিমি-চয়নদের প্রস্তুতি শুরু হয়ে গেছে আগে থেকেই। চূড়ান্ত দল ঘোষণার আগে হকি ফেডারেশন চেয়েছিল দক্ষিণ আফ্রিকা গিয়ে প্রস্তুতি ম্যাচ খেলতে। কিন্তু যাওয়া হচ্ছে না, দক্ষিণ আফ্রিকা ভিসা দিতে অপারগতা প্রকাশ করেছে। অলিভার নিজেই যান ভিসার ব্যবস্থা করতে। কিন্তু দক্ষিণ আফ্রিকা জানিয়ে দিয়েছে কোনো টুর্নামেন্ট বা আমন্ত্রণ ছাড়া তাদের পক্ষে ভিসা দেওয়া সম্ভব নয়। এখানে ব্যর্থ হওয়ায় অলিভার চেয়েছিলেন কেনিয়ার বিপক্ষে অন্তত একটি ম্যাচ খেলতে। তাও হচ্ছে না। কেনিয়াও নাকি ভিসা দিতে অপারগতা প্রকাশ করেছে। কথা হচ্ছে ভিসার জন্য কোচ কেন বিদেশে যাবেন। তার কাজ তো শুধু প্রশিক্ষণ দেওয়া। এক্ষেত্রে ফেডারেশনের কর্মকর্তারা চেষ্টা চালালেন না কেন? সহ-সভাপতি খাজা রহমত উল্লাহ বলেছেন কাজটি কর্মকর্তাদেরই। কিন্তু হংকংয়ে এইচআইএফে খেলার সময় অলিভারই বলেছিলেন তিনি দক্ষিণ আফ্রিকার সঙ্গে কথা বলেছেন। ভিসা কোনো ফ্যাক্টর হবে না। কোচ যেহেতু যোগাযোগ রাখছিলেন তাই তাকে পাঠানো হয়েছে। দক্ষিণ আফ্রিকা ও কেনিয়ার বিপক্ষে খেলা হচ্ছে না। তাহলে কি বাংলাদেশ প্রস্তুতি ম্যাচ ছাড়াই ওয়ার্ল্ড হকি লিগ খেলবে? রহমত উল্লাহ বলছেন, এখন দেশের বাইরে যাওয়া সম্ভব নয়। চেষ্টা চালাচ্ছি মিসর বা চীনের বিপক্ষে খেলবে। ওরা অন্য গ্রুপে লড়বে। আলোচনাও হয়েছে, দুই দেশকে এক সপ্তাহ আগে ঢাকা আসার অনুরোধ করা হয়েছে। এই বাড়তি খরচটা ফেডারেশনই বহন করবে। যদি তারা রাজি না হয় তাহলে বাংলাদেশের গ্রুপেই কোনো দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে। ৪ মার্চ ঢাকায় ওয়ার্ল্ড হকি লিগ শুরু হবে। সময় একেবারে নেই। তাছাড়া বাংলাদেশের গ্রুপটাও শক্তিশালী। এখনই যদি চূড়ান্ত দল গঠন না হয় তাহলে খেলোয়াড়দের পারফরম্যান্স যাচাই করা যাবে কি? সিলেকশন কমিটির এক কর্মকর্তা বললেন, ‘মোটামুটি আসরে কারা খেলবে তা ঠিক হয়ে গেছে। আগামী সপ্তাহেই চূড়ান্ত দল ঘোষণা হতে পারে।’
শিরোনাম
- চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ২
- আবুধাবিতে সাড়ে ৮৩ কোটি টাকার লটারি জিতলেন প্রবাসী বাংলাদেশি
- দৈনিক কোটি টাকার চাঁদাবাজি
- আর্থিক প্রতিষ্ঠানের খেলাপি বেড়েছে ২১০০ কোটি টাকা
- এবার নির্বাচনে সেনাবাহিনীই ভরসা
- পিআর : দেশ কতটা প্রস্তুত
- বাবার হাত ছেড়ে রাস্তা পার হতে গিয়ে গাড়িচাপায় সন্তানের মৃত্যু
- বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় এসিড নিক্ষেপ, দুই নারী ও শিশু দগ্ধ
- এনএসডিএ'র নির্বাহী চেয়ারম্যান হলেন রেহানা পারভীন
- নারী পাচারে টোপ ‘ভালো চাকরি’
- মুগদায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনি, হাসপাতালে তরুণের মৃত্যু
- মাতুয়াইলে ১০ তলার ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু
- জুলাইয়ের বিপ্লবী ছাত্র-জনতা মব নয় : মাহফুজ আলম
- জাপানে ভূমিকম্পের মধ্যে সমুদ্রে ‘অদ্ভুত গর্জন’ শোনার দাবি
- ফ্যাসিস্টদের পুশইন করুন, বিচার করতে প্রস্তুত আমরা : নাহিদ
- শাকিবের আগামী ঈদের সিনেমা চূড়ান্ত
- এবার ‘ট্রাম্প সুগন্ধি’ বাজারে, বিতর্ক
- মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে ৮ ডাকাত গ্রেফতার
- পারমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তিতে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত ইরানের
- তিতাসে পাওনা টাকা নিয়ে রাজমিস্ত্রিকে রড দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেফতার ২
ঢাকায় প্রস্তুতি ম্যাচ খেলবে জিমিরা
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর