সময় দ্রুত ঘনিয়ে আসছে। মার্চের প্রথম সপ্তাহে ঢাকায় বসবে ওয়ার্ল্ড হকি-২ রাউন্ড। স্বাগতিক বাংলাদেশ প্রতিদ্বন্দ্বিতা করবে। জার্মান কোচ অলিভার কার্টেজের অধীনে জিমি-চয়নদের প্রস্তুতি শুরু হয়ে গেছে আগে থেকেই। চূড়ান্ত দল ঘোষণার আগে হকি ফেডারেশন চেয়েছিল দক্ষিণ আফ্রিকা গিয়ে প্রস্তুতি ম্যাচ খেলতে। কিন্তু যাওয়া হচ্ছে না, দক্ষিণ আফ্রিকা ভিসা দিতে অপারগতা প্রকাশ করেছে। অলিভার নিজেই যান ভিসার ব্যবস্থা করতে। কিন্তু দক্ষিণ আফ্রিকা জানিয়ে দিয়েছে কোনো টুর্নামেন্ট বা আমন্ত্রণ ছাড়া তাদের পক্ষে ভিসা দেওয়া সম্ভব নয়। এখানে ব্যর্থ হওয়ায় অলিভার চেয়েছিলেন কেনিয়ার বিপক্ষে অন্তত একটি ম্যাচ খেলতে। তাও হচ্ছে না। কেনিয়াও নাকি ভিসা দিতে অপারগতা প্রকাশ করেছে। কথা হচ্ছে ভিসার জন্য কোচ কেন বিদেশে যাবেন। তার কাজ তো শুধু প্রশিক্ষণ দেওয়া। এক্ষেত্রে ফেডারেশনের কর্মকর্তারা চেষ্টা চালালেন না কেন? সহ-সভাপতি খাজা রহমত উল্লাহ বলেছেন কাজটি কর্মকর্তাদেরই। কিন্তু হংকংয়ে এইচআইএফে খেলার সময় অলিভারই বলেছিলেন তিনি দক্ষিণ আফ্রিকার সঙ্গে কথা বলেছেন। ভিসা কোনো ফ্যাক্টর হবে না। কোচ যেহেতু যোগাযোগ রাখছিলেন তাই তাকে পাঠানো হয়েছে। দক্ষিণ আফ্রিকা ও কেনিয়ার বিপক্ষে খেলা হচ্ছে না। তাহলে কি বাংলাদেশ প্রস্তুতি ম্যাচ ছাড়াই ওয়ার্ল্ড হকি লিগ খেলবে? রহমত উল্লাহ বলছেন, এখন দেশের বাইরে যাওয়া সম্ভব নয়। চেষ্টা চালাচ্ছি মিসর বা চীনের বিপক্ষে খেলবে। ওরা অন্য গ্রুপে লড়বে। আলোচনাও হয়েছে, দুই দেশকে এক সপ্তাহ আগে ঢাকা আসার অনুরোধ করা হয়েছে। এই বাড়তি খরচটা ফেডারেশনই বহন করবে। যদি তারা রাজি না হয় তাহলে বাংলাদেশের গ্রুপেই কোনো দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে। ৪ মার্চ ঢাকায় ওয়ার্ল্ড হকি লিগ শুরু হবে। সময় একেবারে নেই। তাছাড়া বাংলাদেশের গ্রুপটাও শক্তিশালী। এখনই যদি চূড়ান্ত দল গঠন না হয় তাহলে খেলোয়াড়দের পারফরম্যান্স যাচাই করা যাবে কি? সিলেকশন কমিটির এক কর্মকর্তা বললেন, ‘মোটামুটি আসরে কারা খেলবে তা ঠিক হয়ে গেছে। আগামী সপ্তাহেই চূড়ান্ত দল ঘোষণা হতে পারে।’
শিরোনাম
- লক্ষ্মীপুরে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা
- স্বর্ণের দাম কমেছে
- সেই নবজাতক পরিবারের পাশে পুলিশ
- নাতবউকে ধর্ষণের অভিযোগে জুতাপেটা, পুলিশে সোপর্দ
- ভাড়া নিয়ে শ্রমিক ও শিক্ষার্থীদের সংঘর্ষ, দুই শতাধিক বাস ভাঙচুর
- সিংড়ায় শীতের আগমনে লেপ–তোষকের দোকানে ভিড়
- মিরপুরে বিআরটিএ এলাকায় ককটেল বিস্ফোরণ
- ‘আগামী নির্বাচনে নোয়াখালীর ৬টি আসন বিএনপিকে উপহার দেওয়া হবে’
- হাতিরঝিলে ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেলে আগুন
- সোনারগাঁয়ে তাঁতী দলের আহ্বায়ক কমিটি ঘোষণা
- ‘নিরাপত্তার স্বার্থে’ জাবিতে রাত ১০টার পর যেকোনো অনুষ্ঠান নিষিদ্ধ
- ‘ধানের শীষে ভোট দিয়ে দেশকে রক্ষা করুন’
- মোংলায় জামায়াতে ইসলামীর ওলামা সম্মেলন অনুষ্ঠিত
- কাতারের মধ্যস্থতায় শান্তিচুক্তির পথে কঙ্গো ও এম২৩ বিদ্রোহীরা
- বিশ্বনাথে বিনামূল্যে চিকিৎসাসেবা পেলেন দুই সহস্রাধিক মানুষ
- বারী সিদ্দিকীর জন্মদিনে কেক কাটলেন হিমু পাঠক আড্ডার সদস্যরা
- তফসিলের আগে লটারির মাধ্যমে মাঠ প্রশাসনকে আবারও ঢেলে সাজাবে সরকার
- দিনাজপুরে জামায়াত প্রার্থীর মোটরসাইকেল র্যালি
- সিডরে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধগুলো আজও পুনর্নির্মাণ হয়নি
- যুক্তরাষ্ট্র থেকে গম নিয়ে মোংলা বন্দরে জাহাজ