শনিবার, ১৮ মার্চ, ২০১৭ ০০:০০ টা

বার্সার প্রতিপক্ষ জুভেন্টাস রিয়ালের বায়ার্ন

ক্রীড়া ডেস্ক

বার্সার প্রতিপক্ষ জুভেন্টাস রিয়ালের বায়ার্ন

শুধু চ্যাম্পিয়ন্স লিগ নয়, ফুটবল ইতিহাসেই এমন প্রত্যাবর্তনের গল্প আর দেখা যায়নি। প্যারিস সেন্ট জার্মেইনের (পিএসজি) বিপক্ষে দ্বিতীয় লেগে বার্সেলোনা যে ফুটবল খেলেছে, রূপকথার গল্পকেও হার মানায় তা! প্রথম লেগে ০-৪ গোলে হেরে বিদায়ের পথে এক পা দিয়েই রেখেছিল বার্সেলোনা। ঘরের মাঠে পিএসজিকে উড়িয়ে দেয় ৬-১ গোলে। অবিশ্বাস্য ওই জয়েই টানা ১০ বারের মতো চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয় কাতালানরা। গতকাল সুইজারল্যান্ডে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত হয়েছে। সেখানে লুইস এনরিকের বার্সেলোনার প্রতিপক্ষ ইতালিয়ান ফুটবল জায়ান্ট জুভেন্টাস। চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে খেলছে স্পেনের তিন ক্লাব। সবচেয়ে সফল দল রিয়াল মাদ্রিদ ছাড়াও রয়েছে অ্যাথলেটিকো মাদ্রিদ। জার্মানির দুটি ক্লাব বায়ার্ন মিউনিখ ও বুরুশিয়া ডর্টমুন্ড, ফ্রান্সের প্রতিনিধি এফ সি মোনাকো  এবং ইংল্যান্ডের একমাত্র প্রতিনিধি লিস্টার সিটি। কোয়ার্টার ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ জার্মানির বায়ার্ন মিউনিখ। অ্যাথলেটিকো মাদ্রিদ-লিস্টার সিটি এবং বুরুশিয়া ডর্টমুন্ড-এফসি মোনাকো ম্যাচ খেলবে।

সর্বশেষ খবর