নারায়ণগঞ্জ ফতুল্লা খান সাহেব ওসমান আলী ক্রিকেট স্টেডিয়ামের আউটার ও ইনডোর ফিল্ড থেকে এখনো জলাবদ্ধতার পানি সরেনি। আউটারের থৈ থৈ পানি। ইনডোর মাঠের মধ্যভাগ শুধু শুকনো আর গ্যালারির লাগোয়া মাঠের চারপাশে ৩-৪ ফুট ময়লা পানিতে তলিয়ে আছে। স্টেডিয়ামের দক্ষিণপাশের পূর্ব পাশের প্রবেশদ্বারগুলো পুরো তলিয়ে আছে। শুধু উত্তর পাশে দুটি প্রবেশদ্বার রয়েছে শুকনো। গতকাল বিকালে সরেজমিন পরিদর্শনে গিয়ে দেখা যায় স্টেডিয়ামটির এই বেহাল দশা। অথচ আগস্ট মাসে ফতুল্লা স্টেডিয়ামে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ায় একটি প্রস্তুতি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে মাঠের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে এখানে প্রস্তুতি ম্যাচটি অনুষ্ঠিত হওয়া অনেকটা অনিশ্চিত বলা চলে। মাঠে গিয়ে দেখা যায়, দীর্ঘদিন ধরে মাঠের ভিতর চারপাশ ডুবে থাকা পানিতে সবুজ কচুরিপানা জন্ম নিয়েছে। মাছ, ব্যাঙ ও সাপের আনাগোনাও রয়েছে সেখানে। মাঠের এক পাশে বেশ কয়েকটি বক পানিতে থাকা মাছ খেতে বসে থাকতে দেখা গেছে। দুর্গন্ধ কালো ময়লা পানিতে ভন ভন করছে মশা ও পোকা। শুধু সবুজ ঘাস নিয়ে মাঠের মধ্যভাগটি শুকনো রয়েছে। পরিচর্যা বা পানি নিষ্কাশনের কোনো লোককে সেখানে কাজ করতে দেখা যায়নি। অথচ এখানেই কী না আগামী ২২ ও ২৩ আগস্ট আসন্ন অস্ট্রেলিয়া সিরিজের দুই দিনের একমাত্র প্রস্তুতি ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। মাঠের কিউরেটর নাম বেলাল। তাকে গিয়ে খুঁজে পাওয়া যায়নি। তবে মূল প্রবেশদ্বারে থাকা প্রহরীরাও জানালেন কোনো কর্মকর্তা মাঠে নেই। মাঠের বিষয়ে কোনো রকম কথা বলা নিষেধ রয়েছে। তাই এই পানির উৎস বা এর সমাধান নিয়ে দায়িত্বশীল কারও সঙ্গে কথা বলাও যাচ্ছে না। তবে বেশ কয়েক জন স্থানীয়রা জানান ‘ফতুল্লা স্টেডিয়ামটি মূলত ডিএনডি এলাকার মধ্যে পড়েছে। গত কয়েক মাস যাবত বৃষ্টিতে বিভিন্ন এলাকার জলাবদ্ধতার পানি এসে জমেছে মাঠে। এর মধ্যে স্টেডিয়ামের পানি নিষ্কাশনের ড্রেন দিয়েই উল্টো মাঠের ভিতর পানি প্রবেশ করেছে। স্টেডিয়াম যখন করা হয় তখন আশেপাশে মানুষের বসতি ছিল খুব সামান্যই। এখন যারা এখানে বসবাস করছে তাদের অবস্থান মাঠ থেকে উঁচুতে হওয়ায় স্বাভাবিক প্রক্রিয়ায় পানি সরার কোনো পথ নেই। উল্টো তাদের ব্যবহারের পানি এসে নিচু এলাকায় থাকা মাঠে প্রবাহিত হচ্ছে। স্টেডিয়ামের সঙ্গে ঢাকা-নারায়ণগঞ্জ সড়কে একটি কালভার্ট আছে। কিন্তু টানা বৃষ্টিতে সড়কের ওপাশের মাঠ এবং খাল পানিতে ভরপুর হয়ে রয়েছে। এ বিষয়ে এর আগেও বিসিবির গ্রাউন্ড কমিটির চেয়ারম্যান হানিফ ভুঁইয়ার জানিয়েছিলেন, প্রস্তুতি ম্যাচের ভেন্যু নিয়ে আমরা চিন্তিত নই। বিকল্প হিসেবে আমাদের বিকেএসপি ও মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়াম রয়েছে।
শিরোনাম
- মোবাইল দিয়েই প্রফেশনাল ছবি তুলবেন যেভাবে
- জয়পুরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
- বাড়িতে ঢুকে পড়ছে ভালুক, সেনা মোতায়েন
- বন্যায় ডুবতে পারে এশিয়ার যে দেশ, জারি সতর্কতা
- ডিজিটালেই ভবিষ্যৎ: নতুন উচ্চতায় নিউইয়র্ক টাইমসের আয়
- সরকার না পারলেও বিএনপি নির্বাচনের আবহ তৈরি করতে পেরেছে : জিল্লুর রহমান
- যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে গিয়ে বিপদে অ্যাঞ্জেলিনা
- সংগীতের ইতিহাসে নতুন অধ্যায়, পর্দায় ফিরছেন মাইকেল জ্যাকসন
- ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে যাচ্ছে মুসলিম সংখ্যাগরিষ্ঠ কাজাখস্তান
- কীভাবে চালু করবেন ফোনে ভিওএলটিই ফিচার
- ধ্বংসস্তূপে পরিণত ফিলিপাইন, এবার বিপর্যয়ের মুখে ভিয়েতনাম
- ইরানে ইসরায়েলি হামলায় জড়িত থাকার কথা স্বীকার করলেন ট্রাম্প
- এবার ভিয়েতনামে তাণ্ডব চালাচ্ছে কালমেগি
- দুই বছরের লড়াই শেষে যুদ্ধবিরতিতে সম্মত আরএসএফ
- চকরিয়ায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত
- সিরিয়ার প্রেসিডেন্ট শারার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল জাতিসংঘ
- জুলাই সনদের ঐকমত্যের আইনানুগ বাস্তবায়নের আহ্বান বিএনপির
- আর্থিক খাতে জলবায়ু ঝুঁকি ব্যবস্থাপনায় নির্দেশিকা জারি
- দুই ভাইয়ের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, অগ্নিসংযোগ
- জরুরি প্রয়োজন ছাড়া চিকিৎসকদের বদলি-পদায়ন আপাতত বন্ধ