বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

আত্মবিশ্বাসী থারাঙ্গা

ক্রীড়া প্রতিবেদক

আত্মবিশ্বাসী থারাঙ্গা

বাংলাদেশ সফরের প্রথম দুই ম্যাচেই হেরে গিয়েছিল শ্রীলঙ্কা। প্রথম ম্যাচে জিম্বাবুয়ের বিরুদ্ধে, দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে। সেই শ্রীলঙ্কাই কিনা পরে ত্রিদেশীয় সিরিজের ফাইনাল জিতেছে। তারপর টেস্ট সিরিজ নিজের করে নিয়েছে। আর ওয়ানডে-টেস্ট সিরিজ জেতায় লঙ্কানদের আত্মবিশ্বাস অনেক বেড়ে গেছে। এবার বাংলাদেশের বিরুদ্ধে টি-২০ সিরিজও জিততে চায় লঙ্কানরা। গতকাল সংবাদ সম্মেলন লঙ্কান ব্যাটসম্যান উপুল থারাঙ্গা বলেন, ‘এখন পর্যন্ত আমরা ভালো করেছি। ওয়ানডে টুর্নামেন্ট ও টেস্ট সিরিজ জিতেছি। আমাদের তাই যথেষ্ট আত্মবিশ্বাস আছে। আমরা ভালো ছন্দে আছি।’

ঘরের মাঠে যে কোনো দলই বাড়তি সুবিধা পেয়ে থাকে। কিন্তু বাংলাদেশে টাইগাররা উইকেট থেকে সেভাবে সুবিধা আদায় করে নিতে পারছে না। অন্যদিকে উইকেট থেকে ভালোই সুবিধা পাচ্ছে লঙ্কানরা। তাই এ ম্যাচেও মনের মতো উইকেট হবে বলেই আশা করছেন থারাঙ্গা, ‘আশা করছি খুব ভালো উইকেট হবে। ওয়ানডে টুর্নামেন্টে আমরা ভিন্ন উইকেট পেয়েছিলাম। প্রথম দুই ম্যাচে উইকেট খুব ভালো ছিল, এরপর পরবর্তী অংশে উইকেট খুব ধীর হয়ে গিয়েছিল। টেস্ট ম্যাচে আমরা আবার বোলিং উইকেট দেখেছি। আমরা আগামীকাল (আজ) অনেক ভালো উইকেট প্রত্যাশা করছি।’

বাংলাদেশ দলে নেই সেরা তারকা সাকিব আল হাসান। গতকাল চোট পেয়েছেন তামিম ইকবাল ও মুশফিকুর রহিমও। তাই আজ একসঙ্গে ৪-৫ জন ক্রিকেটারের অভিষেক হতে পারে। বাংলাদেশ দল এখন অনেকটাই ছন্নছাড়া। তাই ওয়ানডে ও টেস্টের মতো টি-২০তেও টাইগারদের হারাতে চায় লঙ্কানরা।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর