হকির জাতীয় দলে পরিবর্তন আসছে। সেই আভাসই দিয়েছেন হেড কোচ মাহবুব হারুন। আগামী মাসে ওমানে অনুষ্ঠিত হবে এশিয়ান গেমস পুরুষ হকির বাছাইপর্ব। শীর্ষে থাকা পাঁচটি দল সেপ্টেম্বরে জার্কাতায় এশিয়ান গেমসে সুযোগ পাবে। আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে সুবিধাজনক অবস্থানে থাকায় দক্ষিণ কোরিয়া, ভারত, পাকিস্তান, মালয়েশিয়া, চীন ও জাপান সরাসরি চূড়ান্ত পর্বে খেলবে। বাছাই গেমসে যদি ব্যর্থ হয় তারপরও স্বাগতিক দেশ হিসেবে ইন্দোনেশিয়াও এশিয়ান গেমসে খেলবে। ৯ মার্চ ওমানের রাজধানী মাস্কাটে শুরু হবে বাছাইপর্ব। বাংলাদেশ খেলবে এ গ্রুপে। প্রতিপক্ষরা হচ্ছে ইন্দোনেশিয়া, আফগানিস্তান, হংকং ও থাইল্যান্ড। ‘বি’ গ্রুপে স্বাগতিক ওমান, শ্রীলঙ্কা, কাজাখস্তান ও চাইনিজ তাইপে। বড় কোনো অঘটন না ঘটলে ‘এ’ গ্রুপে বাংলাদেশের চ্যাম্পিয়ন নিশ্চিত বলা যায়। তবে কোচ হারুন সিলেকশন কমিটির সদস্য টুটুল নাগ দৃঢ় কণ্ঠেই বলেছেন আমরা চ্যাম্পিয়ন হয়েই এশিয়ান গেমসে খেলতে চাই। এক্ষেত্রে প্রধান প্রতিপক্ষ ওমানই। তারপরও আশা করি ওমানের মাটিতেই ওমানকে হারানো সম্ভব। প্রাথমিকভাবে ৩৫ জন খেলোয়াড়কে নিয়ে এশিয়ান গেমসে বাছাই পর্বের অনুশীলন শুরু হয়। পরবর্তীতে সংখ্যা কমিয়ে ২৮ জনে আনা হয়। টুর্নামেন্ট ফ্লাডলাইটে হবে বলে মওলানা ভাসানী স্টেডিয়ামেই ক্যাম্পের ব্যবস্থা করা হয়। বিকেএসপিতে আর দল নিয়ে যাওয়া প্রয়োজন পড়েনি। মূল লড়াইয়ে নামার আগে বাংলাদেশ দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে সেনাবাহিনী ও বিকেএসপির বিপক্ষে। ৯ মার্চ মাস্কাটে মাঠে নামার আগে কাজাখস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে। তাই আগামীকালই ১৮ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা হতে পারে বলে টুটুল জানান। তিনি বলেন, যে ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে তাতে চ্যাম্পিয়ন হতে সমস্যা হবে বলে মনে হয় না। কোচ হারুন জানালেন, অনুশীলনে পারফরম্যান্স যাচাই করে চূড়ান্ত দল ইতিমধ্যে ঠিক করে ফেলেছি। শুধু ঘোষণা মাত্র। দলে কোনো পরিবর্তন আসছে কি? হারুন বলেন, চ্যাম্পিয়নই আমাদের টার্গেট। বাছাইপর্ব থেকে ইন্দোনেশিয়াসহ ৬টি দল চূড়ান্ত পর্বে খেলবে। সুতরাং হকি দল যে এশিয়ান গেমসে খেলবে তা নিশ্চিতই বলতে পারি। দলে তাই তরুণদের সুযোগ দিয়ে টুর্নামেন্টে তাদের পারফরম্যান্স যাচাই করতে চাই। তারকা কোনো খেলোয়াড় বাদ পড়বে কি? প্রশ্নটি শুনে হারুন কিছুক্ষণ হাসলেন। বললেন, দল ঘোষণা হলেইতো দেখতে পারবেন। তবে এতটুকু বলতে পারি দল ঘোষণায় চমক থাকবে।
শিরোনাম
- ট্রুডো–কেটি পেরি'র প্রেম নিয়ে সাবেক স্ত্রী সোফির খোলামেলা মন্তব্য
- মুশফিকের শততম টেস্ট উদযাপনে যেসব আয়োজন করেছে বিসিবি
- হামজাদের জন্য দুই কোটি টাকা বোনাস ঘোষণা করলেন ক্রীড়া উপদেষ্টা
- ১৩০০ কোটি আয়, বক্স অফিসে রাশমিকার রাজত্ব
- যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থী ভর্তি কমেছে ১৭ শতাংশ, বেশি ক্ষতি ভারতের
- দক্ষিণ আফ্রিকা নিতে ফিলিস্তিনিদের কাছে ২ হাজার ডলার করে নিয়েছে রহস্যময় সংস্থা
- ট্রাম্পের আমন্ত্রণে রোনালদো, একই দিনে আসছেন সৌদি যুবরাজ
- ভারতকে হারিয়ে ২২ বছরের আক্ষেপ ঘোচালো বাংলাদেশ
- বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয়ে সঞ্চয়পত্র বিক্রি ও ছেঁড়া নোট বদল বন্ধ
- হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় তার কৃতকর্মের ফল : প্রিন্স
- ‘ফ্যাসিস্ট হাসিনার পতন দেখে যেতে পারেননি মওদুদ, এটা দুঃখজনক’
- ফেব্রুয়ারির প্রথমার্ধে সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধান উপদেষ্টা
- রাজধানীর কুড়াতলীতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
- হাসিনার পক্ষে অবস্থানকারী শিক্ষকদের চাকরিচ্যুতের দাবি চার বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের
- জার্মানিকে উড়িয়ে টানা দ্বিতীয় জয় বাংলাদেশের
- যুক্তরাষ্ট্রের স্বার্থের পরিপন্থি তৎপরতায় লিপ্ত ৮০ হাজার বিদেশীর ভিসা বাতিল
- ট্রাম্পের শুল্ক সত্ত্বেও যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানি বেড়েছে ১৪ শতাংশ
- ঢাবির সেই ডেপুটি রেজিস্ট্রার কারাগারে
- রংপুর সদর আসনে বিএনপির সামু’র নির্বাচনী প্রচারণা
- বগুড়ার সাবেক ডিসির বিরুদ্ধে চাকরিপ্রার্থীর মামলা
হকি দলে পরিবর্তন আসছে
এশিয়ান গেমস বাছাই পর্ব
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর