হকির জাতীয় দলে পরিবর্তন আসছে। সেই আভাসই দিয়েছেন হেড কোচ মাহবুব হারুন। আগামী মাসে ওমানে অনুষ্ঠিত হবে এশিয়ান গেমস পুরুষ হকির বাছাইপর্ব। শীর্ষে থাকা পাঁচটি দল সেপ্টেম্বরে জার্কাতায় এশিয়ান গেমসে সুযোগ পাবে। আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে সুবিধাজনক অবস্থানে থাকায় দক্ষিণ কোরিয়া, ভারত, পাকিস্তান, মালয়েশিয়া, চীন ও জাপান সরাসরি চূড়ান্ত পর্বে খেলবে। বাছাই গেমসে যদি ব্যর্থ হয় তারপরও স্বাগতিক দেশ হিসেবে ইন্দোনেশিয়াও এশিয়ান গেমসে খেলবে। ৯ মার্চ ওমানের রাজধানী মাস্কাটে শুরু হবে বাছাইপর্ব। বাংলাদেশ খেলবে এ গ্রুপে। প্রতিপক্ষরা হচ্ছে ইন্দোনেশিয়া, আফগানিস্তান, হংকং ও থাইল্যান্ড। ‘বি’ গ্রুপে স্বাগতিক ওমান, শ্রীলঙ্কা, কাজাখস্তান ও চাইনিজ তাইপে। বড় কোনো অঘটন না ঘটলে ‘এ’ গ্রুপে বাংলাদেশের চ্যাম্পিয়ন নিশ্চিত বলা যায়। তবে কোচ হারুন সিলেকশন কমিটির সদস্য টুটুল নাগ দৃঢ় কণ্ঠেই বলেছেন আমরা চ্যাম্পিয়ন হয়েই এশিয়ান গেমসে খেলতে চাই। এক্ষেত্রে প্রধান প্রতিপক্ষ ওমানই। তারপরও আশা করি ওমানের মাটিতেই ওমানকে হারানো সম্ভব। প্রাথমিকভাবে ৩৫ জন খেলোয়াড়কে নিয়ে এশিয়ান গেমসে বাছাই পর্বের অনুশীলন শুরু হয়। পরবর্তীতে সংখ্যা কমিয়ে ২৮ জনে আনা হয়। টুর্নামেন্ট ফ্লাডলাইটে হবে বলে মওলানা ভাসানী স্টেডিয়ামেই ক্যাম্পের ব্যবস্থা করা হয়। বিকেএসপিতে আর দল নিয়ে যাওয়া প্রয়োজন পড়েনি। মূল লড়াইয়ে নামার আগে বাংলাদেশ দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে সেনাবাহিনী ও বিকেএসপির বিপক্ষে। ৯ মার্চ মাস্কাটে মাঠে নামার আগে কাজাখস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে। তাই আগামীকালই ১৮ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা হতে পারে বলে টুটুল জানান। তিনি বলেন, যে ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে তাতে চ্যাম্পিয়ন হতে সমস্যা হবে বলে মনে হয় না। কোচ হারুন জানালেন, অনুশীলনে পারফরম্যান্স যাচাই করে চূড়ান্ত দল ইতিমধ্যে ঠিক করে ফেলেছি। শুধু ঘোষণা মাত্র। দলে কোনো পরিবর্তন আসছে কি? হারুন বলেন, চ্যাম্পিয়নই আমাদের টার্গেট। বাছাইপর্ব থেকে ইন্দোনেশিয়াসহ ৬টি দল চূড়ান্ত পর্বে খেলবে। সুতরাং হকি দল যে এশিয়ান গেমসে খেলবে তা নিশ্চিতই বলতে পারি। দলে তাই তরুণদের সুযোগ দিয়ে টুর্নামেন্টে তাদের পারফরম্যান্স যাচাই করতে চাই। তারকা কোনো খেলোয়াড় বাদ পড়বে কি? প্রশ্নটি শুনে হারুন কিছুক্ষণ হাসলেন। বললেন, দল ঘোষণা হলেইতো দেখতে পারবেন। তবে এতটুকু বলতে পারি দল ঘোষণায় চমক থাকবে।
শিরোনাম
- ঢাবির সেই ডেপুটি রেজিস্ট্রার কারাগারে
- রংপুর সদর আসনে বিএনপির সামু’র নির্বাচনী প্রচারণা
- বগুড়ার সাবেক ডিসির বিরুদ্ধে চাকরিপ্রার্থীর মামলা
- নারায়ণগঞ্জে যৌথ অভিযানে ৩ কোটি টাকার চায়না দুয়ারি জাল জব্দ
- চট্টগ্রামে শিশু ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
- কোটালীপাড়া উপজেলা পরিষদ ও থানায় ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ
- হাসিনার মৃত্যুদণ্ডের রায় দেশবাসীকে স্বস্তি দিয়েছে : আমানউল্লাহ
- আখাউড়ায় ‘অপারেশন ডেভিল হান্টে’ আটক ২
- ‘হাসিনার রায়ের মাধ্যমে ফ্যাসিবাদের কবর রচিত হয়েছে’
- শেকৃবিতে পুনর্জন্ম কৃষি নিয়ে গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত
- মাটিরাঙ্গায় ইমাম–ওলামাদের নিয়ে বিএনপির মতবিনিময় সভা
- বগুড়ায় গ্রামীণ ব্যাংকের শাখা থেকে ৩ ককটেল উদ্ধার
- তারুণ্যের উৎসবে বারি’র প্রযুক্তি প্রদর্শনী ও কর্মশালা
- রংপুর বিভাগের ৫৩ ‘জুলাই যোদ্ধার’ গেজেট বাতিল
- সাগরপথে মানবপাচারের প্রস্তুতিকালে আটক ৪
- হাসিনা-রেহানা ও টিউলিপের বিরুদ্ধে মামলার সাক্ষ্যগ্রহণ সমাপ্ত
- উত্তর কুয়েতে ৭,৭০০ বছরের প্রাচীন ভাটির সন্ধান
- দুই লাখ ২০ হাজার টন সার কিনবে সরকার
- তরুণ প্রজন্ম দেশকে উদ্যোক্তা বান্ধব রাষ্ট্রে পরিণত করবে : প্রাথমিক উপদেষ্টা
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে চার জনের মৃত্যু, হাসপাতালে ৯২০