হকির জাতীয় দলে পরিবর্তন আসছে। সেই আভাসই দিয়েছেন হেড কোচ মাহবুব হারুন। আগামী মাসে ওমানে অনুষ্ঠিত হবে এশিয়ান গেমস পুরুষ হকির বাছাইপর্ব। শীর্ষে থাকা পাঁচটি দল সেপ্টেম্বরে জার্কাতায় এশিয়ান গেমসে সুযোগ পাবে। আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে সুবিধাজনক অবস্থানে থাকায় দক্ষিণ কোরিয়া, ভারত, পাকিস্তান, মালয়েশিয়া, চীন ও জাপান সরাসরি চূড়ান্ত পর্বে খেলবে। বাছাই গেমসে যদি ব্যর্থ হয় তারপরও স্বাগতিক দেশ হিসেবে ইন্দোনেশিয়াও এশিয়ান গেমসে খেলবে। ৯ মার্চ ওমানের রাজধানী মাস্কাটে শুরু হবে বাছাইপর্ব। বাংলাদেশ খেলবে এ গ্রুপে। প্রতিপক্ষরা হচ্ছে ইন্দোনেশিয়া, আফগানিস্তান, হংকং ও থাইল্যান্ড। ‘বি’ গ্রুপে স্বাগতিক ওমান, শ্রীলঙ্কা, কাজাখস্তান ও চাইনিজ তাইপে। বড় কোনো অঘটন না ঘটলে ‘এ’ গ্রুপে বাংলাদেশের চ্যাম্পিয়ন নিশ্চিত বলা যায়। তবে কোচ হারুন সিলেকশন কমিটির সদস্য টুটুল নাগ দৃঢ় কণ্ঠেই বলেছেন আমরা চ্যাম্পিয়ন হয়েই এশিয়ান গেমসে খেলতে চাই। এক্ষেত্রে প্রধান প্রতিপক্ষ ওমানই। তারপরও আশা করি ওমানের মাটিতেই ওমানকে হারানো সম্ভব। প্রাথমিকভাবে ৩৫ জন খেলোয়াড়কে নিয়ে এশিয়ান গেমসে বাছাই পর্বের অনুশীলন শুরু হয়। পরবর্তীতে সংখ্যা কমিয়ে ২৮ জনে আনা হয়। টুর্নামেন্ট ফ্লাডলাইটে হবে বলে মওলানা ভাসানী স্টেডিয়ামেই ক্যাম্পের ব্যবস্থা করা হয়। বিকেএসপিতে আর দল নিয়ে যাওয়া প্রয়োজন পড়েনি। মূল লড়াইয়ে নামার আগে বাংলাদেশ দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে সেনাবাহিনী ও বিকেএসপির বিপক্ষে। ৯ মার্চ মাস্কাটে মাঠে নামার আগে কাজাখস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে। তাই আগামীকালই ১৮ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা হতে পারে বলে টুটুল জানান। তিনি বলেন, যে ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে তাতে চ্যাম্পিয়ন হতে সমস্যা হবে বলে মনে হয় না। কোচ হারুন জানালেন, অনুশীলনে পারফরম্যান্স যাচাই করে চূড়ান্ত দল ইতিমধ্যে ঠিক করে ফেলেছি। শুধু ঘোষণা মাত্র। দলে কোনো পরিবর্তন আসছে কি? হারুন বলেন, চ্যাম্পিয়নই আমাদের টার্গেট। বাছাইপর্ব থেকে ইন্দোনেশিয়াসহ ৬টি দল চূড়ান্ত পর্বে খেলবে। সুতরাং হকি দল যে এশিয়ান গেমসে খেলবে তা নিশ্চিতই বলতে পারি। দলে তাই তরুণদের সুযোগ দিয়ে টুর্নামেন্টে তাদের পারফরম্যান্স যাচাই করতে চাই। তারকা কোনো খেলোয়াড় বাদ পড়বে কি? প্রশ্নটি শুনে হারুন কিছুক্ষণ হাসলেন। বললেন, দল ঘোষণা হলেইতো দেখতে পারবেন। তবে এতটুকু বলতে পারি দল ঘোষণায় চমক থাকবে।
শিরোনাম
- বাংলাদেশকে গ্লোবাল গভর্ন্যান্স ইনিশিয়েটিভে যোগদানের আমন্ত্রণ চীনের
- অ্যাডিশনাল ডিআইজি জালাল উদ্দিন আহমেদের মৃত্যু
- খানসামায় ৬৮ কেজি গাঁজাসহ আটক ১
- হাসিনাসহ ৩৯ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
- সাত দফা দাবিতে লক্ষ্মীপুরে পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ
- সাতরাস্তা মোড়ে শিক্ষার্থীদের সড়ক অবরোধ প্রত্যাহার, যান চলাচল শুরু
- অস্ট্রেলীয় সাংবাদিকের যে প্রশ্নে চটে গেলেন ট্রাম্প (ভিডিও)
- ফেনীতে ডিপ্লোমা প্রকৌশলীদের এক ঘণ্টা সড়ক ও রেলপথ অবরোধ
- কুয়েত চেম্বারে বাংলাদেশের ব্যবসায়িক প্রতিনিধিদলের বিশেষ সভা
- শ্রীলঙ্কা জিতলে বাঁচবে স্বপ্ন, হারলে কঠিন সমীকরণ বাংলাদেশের
- দেশে অচলাবস্থার সৃষ্টি করতে পিআর পদ্ধতির দাবি তোলা হচ্ছে: দুদু
- জবি উপাচার্যসহ পুরো প্রশাসনের পদত্যাগের দাবিতে বিক্ষোভ শিক্ষার্থীদের
- সিদ্ধিরগঞ্জে অস্ত্রসহ তিনজন গ্রেফতার
- ফেনীতে যুবককে পিটিয়ে হত্যার শাস্তির দাবিতে বিক্ষোভ
- বিশ্ব র্যাঙ্কিংয়ে উন্নতির জন্য শাবিপ্রবির চার পদক্ষেপ
- যাত্রাবাড়ীতে আবাসিক হোটেল মিললো মাদ্রাসা শিক্ষার্থীর মরদেহ
- ঝিনাইদহে মাছ ধরা কেন্দ্র করে সংঘর্ষে আহত ১২
- জুলাই সনদ বাস্তবায়নে ২১ সেপ্টেম্বরের মধ্যে সিদ্ধান্তে পৌঁছাতে চায় কমিশন
- শ্রীবরদীতে বিজিবির অভিযানে ভারতীয় মদ উদ্ধার
- দোহায় হামলা চালানোয় নেতানিয়াহুকে শাস্তি পেতেই হবে, হুঁশিয়ারি কাতারের