হকির জাতীয় দলে পরিবর্তন আসছে। সেই আভাসই দিয়েছেন হেড কোচ মাহবুব হারুন। আগামী মাসে ওমানে অনুষ্ঠিত হবে এশিয়ান গেমস পুরুষ হকির বাছাইপর্ব। শীর্ষে থাকা পাঁচটি দল সেপ্টেম্বরে জার্কাতায় এশিয়ান গেমসে সুযোগ পাবে। আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে সুবিধাজনক অবস্থানে থাকায় দক্ষিণ কোরিয়া, ভারত, পাকিস্তান, মালয়েশিয়া, চীন ও জাপান সরাসরি চূড়ান্ত পর্বে খেলবে। বাছাই গেমসে যদি ব্যর্থ হয় তারপরও স্বাগতিক দেশ হিসেবে ইন্দোনেশিয়াও এশিয়ান গেমসে খেলবে। ৯ মার্চ ওমানের রাজধানী মাস্কাটে শুরু হবে বাছাইপর্ব। বাংলাদেশ খেলবে এ গ্রুপে। প্রতিপক্ষরা হচ্ছে ইন্দোনেশিয়া, আফগানিস্তান, হংকং ও থাইল্যান্ড। ‘বি’ গ্রুপে স্বাগতিক ওমান, শ্রীলঙ্কা, কাজাখস্তান ও চাইনিজ তাইপে। বড় কোনো অঘটন না ঘটলে ‘এ’ গ্রুপে বাংলাদেশের চ্যাম্পিয়ন নিশ্চিত বলা যায়। তবে কোচ হারুন সিলেকশন কমিটির সদস্য টুটুল নাগ দৃঢ় কণ্ঠেই বলেছেন আমরা চ্যাম্পিয়ন হয়েই এশিয়ান গেমসে খেলতে চাই। এক্ষেত্রে প্রধান প্রতিপক্ষ ওমানই। তারপরও আশা করি ওমানের মাটিতেই ওমানকে হারানো সম্ভব। প্রাথমিকভাবে ৩৫ জন খেলোয়াড়কে নিয়ে এশিয়ান গেমসে বাছাই পর্বের অনুশীলন শুরু হয়। পরবর্তীতে সংখ্যা কমিয়ে ২৮ জনে আনা হয়। টুর্নামেন্ট ফ্লাডলাইটে হবে বলে মওলানা ভাসানী স্টেডিয়ামেই ক্যাম্পের ব্যবস্থা করা হয়। বিকেএসপিতে আর দল নিয়ে যাওয়া প্রয়োজন পড়েনি। মূল লড়াইয়ে নামার আগে বাংলাদেশ দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে সেনাবাহিনী ও বিকেএসপির বিপক্ষে। ৯ মার্চ মাস্কাটে মাঠে নামার আগে কাজাখস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে। তাই আগামীকালই ১৮ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা হতে পারে বলে টুটুল জানান। তিনি বলেন, যে ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে তাতে চ্যাম্পিয়ন হতে সমস্যা হবে বলে মনে হয় না। কোচ হারুন জানালেন, অনুশীলনে পারফরম্যান্স যাচাই করে চূড়ান্ত দল ইতিমধ্যে ঠিক করে ফেলেছি। শুধু ঘোষণা মাত্র। দলে কোনো পরিবর্তন আসছে কি? হারুন বলেন, চ্যাম্পিয়নই আমাদের টার্গেট। বাছাইপর্ব থেকে ইন্দোনেশিয়াসহ ৬টি দল চূড়ান্ত পর্বে খেলবে। সুতরাং হকি দল যে এশিয়ান গেমসে খেলবে তা নিশ্চিতই বলতে পারি। দলে তাই তরুণদের সুযোগ দিয়ে টুর্নামেন্টে তাদের পারফরম্যান্স যাচাই করতে চাই। তারকা কোনো খেলোয়াড় বাদ পড়বে কি? প্রশ্নটি শুনে হারুন কিছুক্ষণ হাসলেন। বললেন, দল ঘোষণা হলেইতো দেখতে পারবেন। তবে এতটুকু বলতে পারি দল ঘোষণায় চমক থাকবে।
শিরোনাম
- বাংলাদেশে চালু হলো অ্যাগ্রো-ইন্ডাস্ট্রি মিডিয়া অ্যাওয়ার্ড
- ধনী দেশগুলো ব্যর্থ প্যারিস চুক্তি বাস্তবায়নে: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
- ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৫০৩ মামলা
- রায়ের পর হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন হবে : প্রসিকিউটর
- ঢাকা-গোপালগঞ্জসহ চার জেলায় নিরাপত্তার দায়িত্বে বিজিবি
- মওলানা ভাসানী সবসময় আমাদের প্রেরণার উৎস হয়ে থাকবেন: তারেক রহমান
- ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে কুষ্টিয়ায় ট্রাকে আগুন
- বিএনপি এখনো ইউনূস সরকারের প্রতি আস্থাশীল : রিজভী
- ‘নতুন বাংলাদেশ বিনির্মাণে নারীদের অংশীদারিত্ব’ শীর্ষক গোলটেবিল অনুষ্ঠিত
- শাহরিয়ার আলমের আয়কর নথি জব্দের আদেশ
- পাইলট হওয়ার স্বপ্ন পূরণে পাশে ইউএস-বাংলা
- রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১২
- ‘ফ্যাসিস্ট হাসিনার গণহত্যার রায় ঘিরে একটি মহল নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা করছে’
- তারুণ্যনির্ভর নতুন বাংলাদেশ গঠনে ঠাকুরগাঁওয়ে আলোচনা সভা
- গভীররাতে কাশিয়ানীতে গাছ ফেলে মহাসড়ক অবরোধ
- চট্টগ্রামে শিক্ষা বোর্ড : খাতা চ্যালেঞ্জে ফেল থেকে পাস ৩৯৩ শিক্ষার্থী
- জুলাই শহীদদের পরিচয় শনাক্তে আন্তর্জাতিক ফরেনসিক টিম আসছে ৫ ডিসেম্বর
- শেখ হাসিনার রায় সরাসরি সম্প্রচার করবে বিটিভি
- রাজধানীতে নিষিদ্ধ আওয়ামী লীগের ১০ নেতাকর্মী গ্রেফতার
- পাঁচ ব্যাংক একীভূতকরণের বিকল্প ছিল না : গভর্নর