হকির জাতীয় দলে পরিবর্তন আসছে। সেই আভাসই দিয়েছেন হেড কোচ মাহবুব হারুন। আগামী মাসে ওমানে অনুষ্ঠিত হবে এশিয়ান গেমস পুরুষ হকির বাছাইপর্ব। শীর্ষে থাকা পাঁচটি দল সেপ্টেম্বরে জার্কাতায় এশিয়ান গেমসে সুযোগ পাবে। আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে সুবিধাজনক অবস্থানে থাকায় দক্ষিণ কোরিয়া, ভারত, পাকিস্তান, মালয়েশিয়া, চীন ও জাপান সরাসরি চূড়ান্ত পর্বে খেলবে। বাছাই গেমসে যদি ব্যর্থ হয় তারপরও স্বাগতিক দেশ হিসেবে ইন্দোনেশিয়াও এশিয়ান গেমসে খেলবে। ৯ মার্চ ওমানের রাজধানী মাস্কাটে শুরু হবে বাছাইপর্ব। বাংলাদেশ খেলবে এ গ্রুপে। প্রতিপক্ষরা হচ্ছে ইন্দোনেশিয়া, আফগানিস্তান, হংকং ও থাইল্যান্ড। ‘বি’ গ্রুপে স্বাগতিক ওমান, শ্রীলঙ্কা, কাজাখস্তান ও চাইনিজ তাইপে। বড় কোনো অঘটন না ঘটলে ‘এ’ গ্রুপে বাংলাদেশের চ্যাম্পিয়ন নিশ্চিত বলা যায়। তবে কোচ হারুন সিলেকশন কমিটির সদস্য টুটুল নাগ দৃঢ় কণ্ঠেই বলেছেন আমরা চ্যাম্পিয়ন হয়েই এশিয়ান গেমসে খেলতে চাই। এক্ষেত্রে প্রধান প্রতিপক্ষ ওমানই। তারপরও আশা করি ওমানের মাটিতেই ওমানকে হারানো সম্ভব। প্রাথমিকভাবে ৩৫ জন খেলোয়াড়কে নিয়ে এশিয়ান গেমসে বাছাই পর্বের অনুশীলন শুরু হয়। পরবর্তীতে সংখ্যা কমিয়ে ২৮ জনে আনা হয়। টুর্নামেন্ট ফ্লাডলাইটে হবে বলে মওলানা ভাসানী স্টেডিয়ামেই ক্যাম্পের ব্যবস্থা করা হয়। বিকেএসপিতে আর দল নিয়ে যাওয়া প্রয়োজন পড়েনি। মূল লড়াইয়ে নামার আগে বাংলাদেশ দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে সেনাবাহিনী ও বিকেএসপির বিপক্ষে। ৯ মার্চ মাস্কাটে মাঠে নামার আগে কাজাখস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে। তাই আগামীকালই ১৮ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা হতে পারে বলে টুটুল জানান। তিনি বলেন, যে ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে তাতে চ্যাম্পিয়ন হতে সমস্যা হবে বলে মনে হয় না। কোচ হারুন জানালেন, অনুশীলনে পারফরম্যান্স যাচাই করে চূড়ান্ত দল ইতিমধ্যে ঠিক করে ফেলেছি। শুধু ঘোষণা মাত্র। দলে কোনো পরিবর্তন আসছে কি? হারুন বলেন, চ্যাম্পিয়নই আমাদের টার্গেট। বাছাইপর্ব থেকে ইন্দোনেশিয়াসহ ৬টি দল চূড়ান্ত পর্বে খেলবে। সুতরাং হকি দল যে এশিয়ান গেমসে খেলবে তা নিশ্চিতই বলতে পারি। দলে তাই তরুণদের সুযোগ দিয়ে টুর্নামেন্টে তাদের পারফরম্যান্স যাচাই করতে চাই। তারকা কোনো খেলোয়াড় বাদ পড়বে কি? প্রশ্নটি শুনে হারুন কিছুক্ষণ হাসলেন। বললেন, দল ঘোষণা হলেইতো দেখতে পারবেন। তবে এতটুকু বলতে পারি দল ঘোষণায় চমক থাকবে।
শিরোনাম
- সাড়ে ৯ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক
- নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া
- সাদিয়া আয়মানের অভিনয়ে মুগ্ধ অনিরুদ্ধ রায়
- গাইবান্ধা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- আদাবরের শীর্ষ ছিনতাইকারী ‘চোরা রুবেল’ গ্রেপ্তার
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
- শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বিভাগীয় শহরে বাস দিল জবি
- ভূমিকম্প অনিশ্চিত তাই বিদ্যালয় বন্ধের সুযোগ নেই: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা
- ঢাকা মেডিকেলে একাডেমিক কার্যক্রম আগামী ২৯ নভেম্বর পর্যন্ত বন্ধ
- বাগেরহাটে ৩ বান্ধবীকে শ্লীলতাহানি ও একজনকে ধর্ষণের অভিযোগে মামলা
- হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
- ‘ফ্যামিলি ম্যান থ্রি’: মনোজ নয়, জয়দীপের সিজন?
- টিকটক ইউজারদের জন্য চালু হলো টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার
- পটুয়াখালীতে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
- বাংলাদেশের কাল ব্রুনাই চ্যালেঞ্জ