Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : বুধবার, ১৬ মে, ২০১৮ ০০:০০ টা
আপলোড : ১৫ মে, ২০১৮ ২৩:১৫

ফুটবলে ব্রিটিশ কোচ পাচ্ছে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

ফুটবলে ব্রিটিশ কোচ পাচ্ছে বাংলাদেশ

সেপ্টেম্বর থেকে শুরু হবে দক্ষিণ এশিয়ার ‘বিশ্বকাপ’ বলে খ্যাত সাফ চ্যাম্পিয়নশিপ। গত তিন আসরে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে বাংলাদেশ। গ্রুপপর্ব খেলেই বিদায় নিয়েছিলেন মামুনুলরা। এবার ঘরের মাঠে খেলা তাই প্রত্যাশাটাও বেশি। অতীতে যাই ঘটুক না কেন বাফুফে এবার বেশ সতর্ক। অনেক আগে থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছে। ইতিমধ্যে কাতার, থাইল্যান্ডে কন্ডিশনিং ক্যাম্প করেছে। প্রস্তুতি ম্যাচ খেলেও ফুটবলাররা নিজেদের ঝালাই করে নিচ্ছেন। এপ্রিলে লাওসের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলে ফুটবলাররা অলস সময় কাটাচ্ছেন। কোচ অ্যান্ড্রু ওড হঠাৎ দায়িত্ব ছেড়ে থাইল্যান্ডে চলে গেছেন। বাফুফে সহ-সভাপতি তাবিথ আউয়াল বলেছিল সহসা নতুন কোচের দেখা মিলবে। এখনো কোচ পাওয়া যায়নি। সময় গড়িয়ে যাচ্ছে এই অবস্থায় অনুশীলনে না নামলে ঘরের মাঠেও সুবিধা করতে পারবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে। রবিবার অবশ্য ন্যাশনাল টিমস কমিটির সভা হয়। সেখানে কমিটির চেয়ারম্যান ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ বলেছেন, নতুন কোচ চূড়ান্ত হয়ে গেছে। শনিবারই তার নাম জানানো হবে। নাম না বললেও একজন ব্রিটিশ কোচই সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের দায়িত্ব নিতে যাচ্ছেন। লন্ডনে থাকা অবস্থায় নাবিলের সঙ্গে এই কোচের কথা হয়েছে। সম্ভবত ১ জুন থেকেই বাংলাদেশের দায়িত্ব নিতে পারেন। তবে তার আগেই জাতীয় দলের ক্যাম্প শুরু হবে বলে নাবিল জানান। সাফ চ্যাম্পিয়নশিপের আগে জাতীয় দল ইন্দোনেশিয়ায় এশিয়ান গেমসে অংশ নেবে।


আপনার মন্তব্য