বৃহস্পতিবার, ১৭ মে, ২০১৮ ০০:০০ টা

জাতীয় নির্বাচনের জন্য পেছাচ্ছে বিপিএল

ক্রীড়া প্রতিবেদক


জাতীয় নির্বাচনের জন্য পেছাচ্ছে বিপিএল

আনুষ্ঠানিকভাবে বিপিএলের ষষ্ঠ আসরের তারিখ চূড়ান্ত করেছিল বিসিবি। দেশের সবচেয়ে জমজমাট ক্রিকেট টুর্নামেন্টটির শুরুর তারিখ ১ অক্টোবর। তারিখ চূড়ান্ত হলেও এ বছর বিপিএল না হওয়ার সম্ভাবনাই বেশি। জাতীয় সাধারণ নির্বাচনের জন্য আসর পিছিয়ে জানুয়ারিতে হতে পারে, এমন আভাস দিয়েছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ডা. ইসমাইল হায়দার মল্লিক। জাতীয় নির্বাচনের জন্য বিপিএল পিছিয়ে যাবে, তবে সেটা এখনো আলোচনাপর্বেই রয়েছে। জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য তারিখ ২৭ ডিসেম্বর। অক্টোবরে খেলা হলেও সেটা চলবে নভেম্বরে দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত। তখন গোটা দেশ থাকবে নির্বাচনমুখী। এজন্য পরিবর্তন আসতে পারে বলে বিপিএল গভর্নিং কমিটির সদস্য সচিব বলেছেন, ‘এটুকু বলতে পারি, পরিবেশ-পরিস্থিতির আলোকে বিপিএলের সময়সূচিতে পরিবর্তন আসতে পারে। আমরা অক্টোবরের বদলে বিপিএল আগামী বছর জানুয়ারিতে আয়োজনের কথা ভাবছি। আগামী ডিসেম্বরে জাতীয় সংসদ নির্বাচন। তার দুই বা এক মাস আগে বিপিএল আয়োজন করা কঠিন।’

সর্বশেষ খবর