শনিবার, ১৭ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

স্পেনকে হারিয়ে ক্রোয়েশিয়ার প্রতিশোধ

ক্রীড়া ডেস্ক

ক্রোয়েশিয়া তবে যোগ্য দল হিসেবেই বিশ্বকাপের ফাইনাল খেলেছিল! বিশ্বকাপের পর পর স্পেনের কাছে ৬-০ গোলের বড় পরাজয় এবং পর্তুগাল ও ইংল্যান্ডের সঙ্গে ড্র করে বিশ্বকাপের ফাইনালিস্ট দলটা বেশ বড় প্রশ্নেরই সম্মুখীন হয়ে পড়েছিল। তবে সেই অবস্থা কাটিয়ে উঠেছে তারা। গত বৃহস্পতিবার উয়েফা নেশন্স লিগের ম্যাচে ক্রোয়েশিয়ার রাজধানী জাগরেবের মাকসিমির স্টেডিয়ামে বার বার রং বদলানো ম্যাচে ৩-২ গোলে স্পেনকে হারিয়েছেন লুকা মডরিচরা। প্রথম লেগে পরাজয়ের মোক্ষম একটা প্রতিশোধ নিয়ে নিল তারা!

এই জয়ে প্রতিশোধ নেওয়ার পাশাপাশি উয়েফা নেশন্স লিগে ‘এ’ লিগের চার নম্বর গ্রুপ থেকে ফাইনাল পর্ব খেলার আশাও বাঁচিয়ে রাখলেন লুকা মডরিচরা। পরের ম্যাচে ইংল্যান্ডকে হারালেই চার নম্বর গ্রুপ থেকে স্পেনকে টপকে ফাইনাল পর্বে খেলার সুযোগ পাবে ক্রোটরা। অবশ্য সুযোগ থাকছে ইংল্যান্ডেরও। ক্রোয়েশিয়া ও ইংল্যান্ড দুই দলেরই সংগ্রহ ৪ পয়েন্ট করে।

গত বৃহস্পতিবার মাঠের লড়াইয়ে দুই দলই ছিল দুরন্ত। কেউ কাউকে ছাড় দেয়নি। তবে বার বার ভুল করছিল দুই দলই। এ কারণেই গোল পেতে দেরি হয়েছে। প্রথমার্ধটা গোলশূন্য থেকেই বিরতিতে যায় দুই দল। দ্বিতীয়ার্ধের ৫৪তম মিনিটে প্রথমে এগিয়ে যায় ক্রোয়েশিয়া। গোল করেন জার্মান ক্লাব হফেনহাইমের স্ট্রাইকার আনদ্রেই ক্রামারিচ। দুই মিনিট পরই সমতায় ফেরে স্পেন। রিয়াল মাদ্রিদ মিডফিল্ডার দানি স্যাবায়োস গোল করেন সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের পক্ষে। ৬৯তম মিনিটে আবার এগিয়ে যায় ক্রোয়েশিয়া। এবার লুকা মডরিচের পাসে গোল করেন টিন ইয়েডভাই। জাতীয় দলের জার্সিতে এই প্রথম গোল করলেন তিনি। এবারেও ব্যবধানটা ধরে রাখতে পারেনি ক্রোয়েশিয়া। ৭৮তম মিনিটে অধিনায়ক রামোসের পেনাল্টি কিকে ফের সমতায় ফেরে স্পেন। অতিরিক্ত সময়ে জার্মান ক্লাব বায়ার লেভারকুসেনের ডিফেন্ডার টিন ইয়েডভাই গোল করে ক্রোয়েশিয়াকে জয় উপহার দেন।

এদিকে ‘এ’ লিগের দুই নম্বর গ্রুপে জয়ের ধারা ধরে রেখেছে বেলজিয়াম। আইসল্যান্ডকে ২-০ গোলে হারিয়েছে রাশিয়া বিশ্বকাপে তৃতীয় হওয়া দলটি। বেলজিয়ামের পক্ষে গোল দুটি করেন মিচি বাতসুয়াই। তিন ম্যাচে বেলজিয়ামের সংগ্রহ পূর্ণ ৯ পয়েন্ট। অবশ্য ফাইনাল পর্ব নিশ্চিত করতে হলে পরের ম্যাচে সুইজারল্যান্ডের বিপক্ষে অন্তত ড্র করতে হবে বেলজিয়ামকে। এদিকে প্রীতি ম্যাচে রাশিয়াকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে জার্মানি। বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই বিদায় নেওয়া জার্মানদের পক্ষে গোল তিনটি করেন সেইন (৮), সুলি (২৫) এবং গ্যানব্রি।

সর্বশেষ খবর