কাগিসো রাবাদার বলটিকে স্টিয়ার করে থার্ডম্যান দিয়ে সীমানা ছাড়া করলেন। এরপর আকাশপানে দুই হাত উঁচিয়ে জানান দিলেন বিশ্বজয়ের! আসলেইতো, এই জয় বিশ্ব জয়ের চেয়ে কম কিসে? ২২৬ রানের ৯ম উইকেটের পতনের পর সবাই যখন দেখছিল হার, তখন ক্রিজে সটান দাঁড়িয়ে কুশল পেরেরা স্বপ্ন দেখতে শুরু করেন অবিশ্বাস্য এক জয়ের। শেষ ব্যাটসম্যান বিশ্ব ফার্নান্দোকে নিয়ে লড়াই করেন বুক চিতিয়ে। ডেল স্টেইন, রাবাদা, ফিল্যান্ডার ও অলিভার চতুষ্ঠয়ের সাঁড়াশি বোলিং আক্রমণের মুখে ৭৮ রানের অবিচ্ছেদ্য জুটি গড়ে দলকে উপহার দিলেন ১ উইকেটের শ্বাসরুদ্ধকর এক জয়। খেললেন ১৫৩ রানের হার না মানা এক ইনিংস। ‘দ্বীপরাষ্ট্র’ গত চার সিরিজে ‘জয়’ নামক শব্দটি ভুলেই গিয়েছিল। দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে হারের তিক্ততা নিয়ে ফের মুখোমুখি হয় দক্ষিণ আফ্রিকার। যে দলটি কিছুদিন আগে পাকিস্তানকে দুমড়ে মুচড়ে দিয়েছে। তাদের বিপক্ষে মুখোমুখি হওয়ার আগে সর্বশেষ জয় পেয়েছিল গত বছরের জুনে ব্রিজটাউনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। এরপর সর্বশেষ ৯ টেস্টের ৮টিতেই হারের তিক্ত বিষাদ। ডারবানের হার্ড ও বাউন্সি উইকেটে যখন খেলতে নামে শ্রীলঙ্কা, তখন তাদের আত্মবিশ্বাসটা একেবারেই তলানিতে। তার উপর চতুর্থ ইনিংসে ৩০৪ রান করে জয়ের টার্গেট কিলিমানজারো পর্বত ডিঙানোর মতোই! সেই কাজটিই করেছেন পেরেরা। ১৫ টেস্ট ক্যারিয়ারে এটা তার দ্বিতীয় সেঞ্চুরি। ২০১৬ সালে হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে খেলেছিলেন ১১০ রানের ইনিংস। টেষ্টটি শ্রীলঙ্কা জিতেছিল ২২৫ রানের পর্বতসমান ব্যবধানে। এবার জিতলো মাত্র ১ উইকেটে। ন্যূনতম ব্যবধানে জয়ের রেকর্ড এর আগেও রয়েছে দ্বীপরাষ্ট্রের। ২০০৬ সালে কলম্বোয় ১ উইকেটে দক্ষিণ আফ্রিকাকেই হারিয়েছিল শ্রীলঙ্কা। ওই ম্যাচের দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করেছিলেন মাহেলা জয়বর্ধনে। এবার করলেন কৌশল পেরেরা। ১৫৩ রানের অপরাজিত ইনিংসটি খেলেন কাটায় কাটায় ২০০ বলে। যাতে ছিল ১২টি চার ও ৫টি ছক্কা। তিন অংকের জাদুকরি ইনিংসটি খেলেন ১৪৬ বলে। বাকি ৫৩ রান করেন মাত্র ৫৪ বলে। ১০ম উইকেট জুটিতে সর্বোচ্চ রান জো রুট ও জেমস অ্যান্ডারসনের। ২০১৪ সালে নটিংহ্যামশায়ারে ভারতের বিপক্ষে দুই ইংলিশ ব্যাটসম্যান এই রেকর্ড জুটি গড়েছিলেন। যদিও ড্র হয়েছিল টেস্টটি। শেষ উইকেট জুটিতে শ্রীলঙ্কার শতরান নেই। সর্বোচ্চ ৭৯ রান চামিন্ডা ভাস ও মুত্তিয়া মুরলীধরনের। ২০০৪ ক্যান্ডিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুজনে এই রান যোগ করেছিলেন ১০ম উইকেট জুটিতে।
শিরোনাম
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
- শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বিভাগীয় শহরে বাস দিল জবি
- ভূমিকম্প অনিশ্চিত তাই বিদ্যালয় বন্ধের সুযোগ নেই: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা
- ঢাকা মেডিকেলে একাডেমিক কার্যক্রম আগামী ২৯ নভেম্বর পর্যন্ত বন্ধ
- বাগেরহাটে ৩ বান্ধবীকে শ্লীলতাহানি ও একজনকে ধর্ষণের অভিযোগে মামলা
- হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
- ‘ফ্যামিলি ম্যান থ্রি’: মনোজ নয়, জয়দীপের সিজন?
- টিকটক ইউজারদের জন্য চালু হলো টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার
- পটুয়াখালীতে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
- বাংলাদেশের কাল ব্রুনাই চ্যালেঞ্জ
- বিএনপি ক্ষমতায় গেলে ইমাম-মুয়াজ্জিনদের ভাতা দেওয়ার পরিকল্পনা রয়েছে : তারেক রহমান
- গাইবান্ধায় ফিস্টুলা নির্মূলে কাজ করছে ল্যাম্ব
- শাহবাগে ৪৭তম বিসিএস পরীক্ষার্থীদের অবস্থান, যান চলাচল বন্ধ
- সার কারখানায় ব্যবহৃত গ্যাসের দাম বাড়ল
- গণতন্ত্রের পথ থেকে বিচ্যুত হওয়ার সুযোগ নেই : আমীর খসরু
শ্রীলঙ্কার অবিশ্বাস্য জয়
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর