কাগিসো রাবাদার বলটিকে স্টিয়ার করে থার্ডম্যান দিয়ে সীমানা ছাড়া করলেন। এরপর আকাশপানে দুই হাত উঁচিয়ে জানান দিলেন বিশ্বজয়ের! আসলেইতো, এই জয় বিশ্ব জয়ের চেয়ে কম কিসে? ২২৬ রানের ৯ম উইকেটের পতনের পর সবাই যখন দেখছিল হার, তখন ক্রিজে সটান দাঁড়িয়ে কুশল পেরেরা স্বপ্ন দেখতে শুরু করেন অবিশ্বাস্য এক জয়ের। শেষ ব্যাটসম্যান বিশ্ব ফার্নান্দোকে নিয়ে লড়াই করেন বুক চিতিয়ে। ডেল স্টেইন, রাবাদা, ফিল্যান্ডার ও অলিভার চতুষ্ঠয়ের সাঁড়াশি বোলিং আক্রমণের মুখে ৭৮ রানের অবিচ্ছেদ্য জুটি গড়ে দলকে উপহার দিলেন ১ উইকেটের শ্বাসরুদ্ধকর এক জয়। খেললেন ১৫৩ রানের হার না মানা এক ইনিংস। ‘দ্বীপরাষ্ট্র’ গত চার সিরিজে ‘জয়’ নামক শব্দটি ভুলেই গিয়েছিল। দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে হারের তিক্ততা নিয়ে ফের মুখোমুখি হয় দক্ষিণ আফ্রিকার। যে দলটি কিছুদিন আগে পাকিস্তানকে দুমড়ে মুচড়ে দিয়েছে। তাদের বিপক্ষে মুখোমুখি হওয়ার আগে সর্বশেষ জয় পেয়েছিল গত বছরের জুনে ব্রিজটাউনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। এরপর সর্বশেষ ৯ টেস্টের ৮টিতেই হারের তিক্ত বিষাদ। ডারবানের হার্ড ও বাউন্সি উইকেটে যখন খেলতে নামে শ্রীলঙ্কা, তখন তাদের আত্মবিশ্বাসটা একেবারেই তলানিতে। তার উপর চতুর্থ ইনিংসে ৩০৪ রান করে জয়ের টার্গেট কিলিমানজারো পর্বত ডিঙানোর মতোই! সেই কাজটিই করেছেন পেরেরা। ১৫ টেস্ট ক্যারিয়ারে এটা তার দ্বিতীয় সেঞ্চুরি। ২০১৬ সালে হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে খেলেছিলেন ১১০ রানের ইনিংস। টেষ্টটি শ্রীলঙ্কা জিতেছিল ২২৫ রানের পর্বতসমান ব্যবধানে। এবার জিতলো মাত্র ১ উইকেটে। ন্যূনতম ব্যবধানে জয়ের রেকর্ড এর আগেও রয়েছে দ্বীপরাষ্ট্রের। ২০০৬ সালে কলম্বোয় ১ উইকেটে দক্ষিণ আফ্রিকাকেই হারিয়েছিল শ্রীলঙ্কা। ওই ম্যাচের দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করেছিলেন মাহেলা জয়বর্ধনে। এবার করলেন কৌশল পেরেরা। ১৫৩ রানের অপরাজিত ইনিংসটি খেলেন কাটায় কাটায় ২০০ বলে। যাতে ছিল ১২টি চার ও ৫টি ছক্কা। তিন অংকের জাদুকরি ইনিংসটি খেলেন ১৪৬ বলে। বাকি ৫৩ রান করেন মাত্র ৫৪ বলে। ১০ম উইকেট জুটিতে সর্বোচ্চ রান জো রুট ও জেমস অ্যান্ডারসনের। ২০১৪ সালে নটিংহ্যামশায়ারে ভারতের বিপক্ষে দুই ইংলিশ ব্যাটসম্যান এই রেকর্ড জুটি গড়েছিলেন। যদিও ড্র হয়েছিল টেস্টটি। শেষ উইকেট জুটিতে শ্রীলঙ্কার শতরান নেই। সর্বোচ্চ ৭৯ রান চামিন্ডা ভাস ও মুত্তিয়া মুরলীধরনের। ২০০৪ ক্যান্ডিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুজনে এই রান যোগ করেছিলেন ১০ম উইকেট জুটিতে।
শিরোনাম
- জাতীয় পুনর্জাগরণের নেতা
- চিড়িয়াখানায় ঠাঁই হলো সেই মুখপোড়া হনুমানের
- তত্ত্বাবধায়ক সরকার ফেরানোর বিষয়ে আপিলের চূড়ান্ত রায় আজ
- রাবি শিক্ষার্থীদের ওপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ
- বিপিএল নিলামের নতুন তারিখ ঘোষণা
- স্বর্ণের দাম বেড়েছে
- বগুড়ায় তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে পথসভা ও গণসংযোগ
- গাজায় ৩ হাজার পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দিতে চায় ইইউ
- অজিত দোভালকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানালেন খলিলুর রহমান
- শেখ হাসিনাকে বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে ফিরিয়ে রায় কার্যকর করতে হবে : দুলু
- সাইফের স্ট্যালিয়ন্সকে হারাল তাসকিনের নর্দান ওয়ারিয়র্স
- তা’মীরুল মিল্লাত মাদরাসার টঙ্গী শাখা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
- ৪২ বছর বয়সে বিশ্বকাপ খেলার সুযোগ পেলেন স্কটিশ গোলরক্ষক গর্ডন
- দেশে থেকেই কার্ড দিয়ে বিদেশি রুটের বিমানের টিকিট কেনা যাবে
- জিয়া পরিবার ফোবিয়ায় যারা ভোগেন, তাদের জনভিত্তি নেই : প্রিন্স
- বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত করলো ডেনমার্ক
- গণভোট নিয়ে অধ্যাদেশ জারির পর করণীয় বিষয়ে পদক্ষেপ : সিইসি
- শান্তি প্রচেষ্টা জোরদারে আলোচনার জন্য তুরস্কে জেলেনস্কি
- সাংবাদিক খাসোগি হত্যাকাণ্ড নিয়ে সৌদি যুবরাজের পক্ষ নিলেন ট্রাম্প
- কিবরিয়া হত্যায় ৩০ হাজার টাকার চুক্তি হয় : র্যাব