গত মৌসুমে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে বার্সেলোনার প্রতিপক্ষ ইতালিয়ান ক্লাব রোমা নিশ্চিত হওয়ার পর বার্সাভক্তরা আগাম উৎসবটা সেরে নিয়েছিলেন। প্রথম লেগে নিজেদের মাঠে ৪-১ গোলে জিতে বার্সেলোনা সমর্থকদের নিশ্চয়তা দিয়েছিল অনেকটা। কিন্তু দ্বিতীয় লেগেই বিপত্তি ঘটে। রোমা ঘরের মাঠে ৩-০ গোলে জিতে অবিশ্বাস্যভাবে বিদায় দেয় বার্সেলোনাকে। রোমার কাছে হারের সেই দুঃসহ যন্ত্রণা ভুলতে এবার মিশনে নামছে কাতালানরা। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর প্রথম লেগ খেলতে আজ তারা যাচ্ছে ফরাসি ক্লাব অলিম্পিক লিঁওয়ের মাঠে। গতবারের ভুল শোধরাতে চায় বার্সেলোনা। ‘তাকালেই দেখতে পাবেন সেই (রোমার কাছে পরাজয়ের) দগদগে ক্ষতটা এখানে রয়ে গেছে। এটা এখনো কষ্ট দেয়।’ ঠিক এভাবেই এএফপিকে বলছিলেন বার্সেলোনার ফরাসি ডিফেন্ডার ক্লেমেন্ট লেঙ্গলেট। রোমার মতোই অনেকটা সহজ প্রতিপক্ষ ফ্রান্সের অলিম্পিক লিঁও। অতীতে তারা চ্যাম্পিয়ন্স লিগে সেমিফাইনাল খেললেও বার্সেলোনাকে কখনোই হারাতে পারেনি। বরং ২০০৮-০৯ মৌসুমে লিঁওকে হারিয়েই কোয়ার্টার ফাইনালে উঠেছিল বার্সেলোনা। সে বছর চ্যাম্পিয়নও হয়েছিল কাতালানরা। সবমিলিয়ে ছয়বারের সাক্ষাতে বার্সেলোনা জিতেছে চারবার। বাকি দুবার ড্র। তাছাড়া আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির প্রিয় প্রতিপক্ষ অলিম্পিক লিঁও। ফরাসি এই প্রতিপক্ষের বিপক্ষে চার ম্যাচে তিন গোল করেছেন তিনি। সবমিলিয়ে অলিম্পিক লিঁও বার্সেলোনার কাছে সহজ শিকারই। কিন্তু রোমাও তো সহজ শিকার ছিল। এ কারণেই সতর্ক থেকে খেলতে নামছে কাতালানরা। এদিকে আজ উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে কঠিন এক ম্যাচ খেলতে নামছে লিভারপুল ও বায়ার্ন মিউনিখ। দুই দল মিলে চ্যাম্পিয়ন্স লিগে ১৮টা ফাইনাল খেলে ৫টা করে ১০টা শিরোপা জিতেছে। এমন দুই দলকে ফাইনালেই মানায়।
শিরোনাম
- রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের সামনে আগুন
- ঢাকায় ভূমিকম্পে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের সমবেদনা
- ভূমিকম্পে ঢাকায় ক্ষতিগ্রস্ত ভবনের তালিকা প্রকাশ
- নারায়ণগঞ্জ জেলায় ভূমিকম্পে শিশুর মৃত্যু, আহত ২৪
- যাত্রাবাড়ীতে নবীউল্লাহ নবীর গণসংযোগ
- রাজধানীতে পরিবার পরিকল্পনা কর্মীদের অবস্থান কর্মসূচি
- ‘তথ্য প্রমাণের ভিত্তিতে হাসিনার বিচার হয়েছে, তবে আপিলের সুযোগ আছে’
- বন্দর রক্ষায় হরতাল-অবরোধসহ কঠোর কর্মসূচির হুঁশিয়ারি
- পোস্টাল ভোটিং: দুই দিনে সাড়ে ৬ হাজার নিবন্ধন
- একসঙ্গে সহকারী অধ্যাপক হলেন ১৮৭০ শিক্ষক
- হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন সতর্কবার্তা
- ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদী জেলায় যে ক্ষয়ক্ষতি হয়েছে
- রাজশাহীতে বদ্ধ ঘর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
- ‘ঢাকার পুরনো ভবনগুলোর ৯০ শতাংশ বিল্ডিং কোড না মেনে নির্মিত’
- ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১০
- ধানের শীষে দেশের মানুষের আস্থা রয়েছে: দুলু
- ডেঙ্গুতে মৃত্যুহীন দিনে হাসপাতালে আরও ৪৩৬ জন
- যেভাবে স্মার্টফোনেই মিলবে ভূমিকম্পের সতর্কবার্তা
- এমন ভূমিকম্প আগে কখনও অনুভব করিনি : ফারুকী
- ভূমিকম্পে ক্ষয়ক্ষতি নিরূপণের নির্দেশনা
‘রোমা’ দুঃখ ভুলতে চায় বার্সা
ক্রীড়া ডেস্ক
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর