গত মৌসুমে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে বার্সেলোনার প্রতিপক্ষ ইতালিয়ান ক্লাব রোমা নিশ্চিত হওয়ার পর বার্সাভক্তরা আগাম উৎসবটা সেরে নিয়েছিলেন। প্রথম লেগে নিজেদের মাঠে ৪-১ গোলে জিতে বার্সেলোনা সমর্থকদের নিশ্চয়তা দিয়েছিল অনেকটা। কিন্তু দ্বিতীয় লেগেই বিপত্তি ঘটে। রোমা ঘরের মাঠে ৩-০ গোলে জিতে অবিশ্বাস্যভাবে বিদায় দেয় বার্সেলোনাকে। রোমার কাছে হারের সেই দুঃসহ যন্ত্রণা ভুলতে এবার মিশনে নামছে কাতালানরা। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর প্রথম লেগ খেলতে আজ তারা যাচ্ছে ফরাসি ক্লাব অলিম্পিক লিঁওয়ের মাঠে। গতবারের ভুল শোধরাতে চায় বার্সেলোনা। ‘তাকালেই দেখতে পাবেন সেই (রোমার কাছে পরাজয়ের) দগদগে ক্ষতটা এখানে রয়ে গেছে। এটা এখনো কষ্ট দেয়।’ ঠিক এভাবেই এএফপিকে বলছিলেন বার্সেলোনার ফরাসি ডিফেন্ডার ক্লেমেন্ট লেঙ্গলেট। রোমার মতোই অনেকটা সহজ প্রতিপক্ষ ফ্রান্সের অলিম্পিক লিঁও। অতীতে তারা চ্যাম্পিয়ন্স লিগে সেমিফাইনাল খেললেও বার্সেলোনাকে কখনোই হারাতে পারেনি। বরং ২০০৮-০৯ মৌসুমে লিঁওকে হারিয়েই কোয়ার্টার ফাইনালে উঠেছিল বার্সেলোনা। সে বছর চ্যাম্পিয়নও হয়েছিল কাতালানরা। সবমিলিয়ে ছয়বারের সাক্ষাতে বার্সেলোনা জিতেছে চারবার। বাকি দুবার ড্র। তাছাড়া আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির প্রিয় প্রতিপক্ষ অলিম্পিক লিঁও। ফরাসি এই প্রতিপক্ষের বিপক্ষে চার ম্যাচে তিন গোল করেছেন তিনি। সবমিলিয়ে অলিম্পিক লিঁও বার্সেলোনার কাছে সহজ শিকারই। কিন্তু রোমাও তো সহজ শিকার ছিল। এ কারণেই সতর্ক থেকে খেলতে নামছে কাতালানরা। এদিকে আজ উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে কঠিন এক ম্যাচ খেলতে নামছে লিভারপুল ও বায়ার্ন মিউনিখ। দুই দল মিলে চ্যাম্পিয়ন্স লিগে ১৮টা ফাইনাল খেলে ৫টা করে ১০টা শিরোপা জিতেছে। এমন দুই দলকে ফাইনালেই মানায়।
শিরোনাম
- বিবিসি শতভাগ ‘ভুয়া সংবাদমাধ্যম’: ট্রাম্পের প্রেস সেক্রেটারি
- অ্যাপলের গোপন চমক ফাঁস: ফোল্ডেবল আইফোনের অপেক্ষা শেষ!
- ঐতিহাসিক সফরে আমেরিকায় গেলেন সিরিয়ার প্রেসিডেন্ট
- ঢাকার নতুন জেলা প্রশাসক শফিউল আলম
- খাদ্যকে অস্ত্র হিসেবে ব্যবহার করতে পারে, এমন দেশ থেকে আমদানিনির্ভরতা কমবে : প্রেস সচিব
- পারমাণবিক অস্ত্র পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে রাশিয়া
- শাটডাউন : যুক্তরাষ্ট্রে এক দিনে ১৪০০ ফ্লাইট বাতিল
- কর্মবিরতিতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা
- ইসলামিক সলিডারিটি গেমসে ভারোত্তোলনে ব্রোঞ্জ জয় বাংলাদেশের
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (৯ নভেম্বর)
- ৩৭ রানে ৮ উইকেট হারিয়ে সিরিজ হারল দক্ষিণ আফ্রিকা
- তারুণ্যনির্ভর নতুন বাংলাদেশ গড়তে এখনই ঐক্যবদ্ধভাবে কাজ করার সময় : নবীউল্লাহ নবী
- সমালোচনার মাঝেই শেষ হলো গামিনির বাংলাদেশ অধ্যায়
- অবশেষে মুখ খুললেন রাশমিকা, জানালেন কেন বিয়ে করছেন বিজয়কে
- ত্বকী হত্যায় জড়িত শামীম-অয়ন-আজমেরী-নিজাম: রফিউর রাব্বী
- বগুড়া আরডিএ’র নিয়োগ জালিয়াতি, জড়িতদের তথ্য পেয়েছে পুলিশ
- সংস্কৃতি মানুষকে সভ্য করে : কাদের গনি চৌধুরী
- মোবাইল আসক্তি বদলে দেবে দেহের গঠন
- ‘স্বাধীনতা রক্ষায় বিএনপিকে বিজয়ী করা ছাড়া বিকল্প নেই’
- আমরা অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে চাই : মির্জা ফখরুল
‘রোমা’ দুঃখ ভুলতে চায় বার্সা
ক্রীড়া ডেস্ক
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর