আর্জেন্টাইন কোচ দিয়েগো সিমিওনের অধীনে অ্যাটলেটিকো মাদ্রিদ ইতালিয়ান ক্লাবের বিপক্ষে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ছয়টা ম্যাচ খেলেছে। ছয়টাতেই তারা অপরাজিত। এর মধ্যে চারটাতেই জিতেছে। বাকি দুটোতে ড্র। এই রেকর্ডটা নিয়েই গত বুধবার রোনালদোদের মুখোমুখি হয়েছিল অ্যাটলেটিকো মাদ্রিদ। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর প্রথম লেগে ২-০ গোলে জুভেন্টাসকে হারিয়ে রেকর্ডটা ধরে রাখল তারা। একই দিনে চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর প্রথম লেগে জার্মান প্রতিপক্ষ শালকে জিরোফোরের বিপক্ষে ৩-২ গোলের ঘাম ঝরানো জয় পেয়েছে পেপ গার্ডিওলার দল ম্যানচেস্টার সিটি। জুভেন্টাসের কাছে সর্বশেষ অ্যাটলেটিকো মাদ্রিদ পরাজিত হয়েছিল ১৯৬৫ সালে ফেয়ারস কাপে। দীর্ঘ ৫৩ বছরে অ্যাটলেটিকোকে আর হারাতে পারেনি ওল্ড লেডিরা। অতীতের এই চরম বাস্তবতা কী জুভেন্টাস অ্যারিনায় বদলাতে পারবেন রোনালদোরা! জুভেন্টাস কোচ ম্যাসিমিলিয়ানো আল্লেগ্রি বলছেন, ‘আমাদের ভাগ্য ভালো যে তৃতীয় গোলটা হজম করতে হয়নি। ২-০ ফলটা টপকানো সম্ভব। আমাদের এখনো সুযোগ আছে।’ জুভেন্টাস কোচের সঙ্গে অনেকটাই একমত অ্যাটলেটিকো কোচ দিয়েগো সিমিওনে। ম্যাচ শেষে তিনি শিষ্যদের সতর্ক করে বলেছেন, ‘আমরা এখনো পরের রাউন্ডে চলে যাইনি। আরও একটা ম্যাচ খেলতে হবে। আর আমরা জানি সেই ম্যাচে অনেক বিপদের মুখোমুখি হতে হবে আমাদেরকে।’ অ্যাটলেটিকোর মাঠ ওয়ান্ডা মেট্রোপলিটানোতে জুভেন্টাস খুব একটা খারাপ খেলেনি। সুযোগ তৈরি করেছিল ভালোই। কিন্তু সেগুলো কাজে লাগাতে পারেনি তারা। বল দখলের লড়াইয়ে ৬৪-৩৬ ব্যবধানে এগিয়ে ছিল জুভেন্টাস। এমনকি আক্রমণের সংখ্যায়ও (১৪-১৩) কিছুটা এগিয়ে ওল্ড লেডিরা। কিন্তু সুযোগ কাজে লাগিয়ে অ্যাটলেটিকো জয় নিয়েই মাঠ ছেড়েছে। উরুগুয়ের দুই ডিফেন্ডার হোসে জিমেনিজ (৭৮) এবং দিয়েগো গডিনের (৮৩) গোলে এ জয় পেয়েছে অ্যাটলেটিকো। অবশ্য ৭৩তম মিনিটে আলভারো মোরাতার গোলটা ভিএআরের সাহায্যে বাতিল না করলে আরও বড় জয় নিয়েই মাঠ ছাড়তে পারতো অ্যাটলেটিকো মাদ্রিদ।
শিরোনাম
- বিসিএস পরীক্ষার্থীদের জন্য জবির বিশেষ পরিবহন সেবা
- ঢাকার ইন্দিরা রোড থেকে গাজীপুরের আওয়ামী লীগ নেতা গ্রেফতার
- যৌথ বাহিনীর অভিযানে সারা দেশে আটক ২৯ জন
- জয়ের পরই বাবার মৃত্যুর খবর পেলেন লঙ্কান ক্রিকেটার
- বাংলাদেশ ও চীন হাতে হাত রেখে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা
- বাংলাদেশকে নিয়ে শেষ চারে শ্রীলঙ্কা
- সরকারি প্রতিষ্ঠানে প্রশিক্ষণ ভাতা পুনর্নির্ধারণ
- রাবিতে পোষ্য কোটা পুনর্বহাল, উপাচার্যের বাসভবন ঘেরাও
- নেপালকে ৪ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ
- ইসলামি দলগুলোর ঐক্য নিয়ে যে বার্তা দিলেন হেফাজত আমির
- সিলেটে ব্যাটারিচালিত রিকশা চলবে না : পুলিশ কমিশনার
- যে সকল ভারতীয়দের ভিসা দেবে না যুক্তরাষ্ট্র
- ৯১ রানে ৬ উইকেট হারিয়ে চাপে আফগানিস্তান
- জুলাই বিপ্লব পরবর্তীতে র্যাবের কার্যক্রম প্রশংসিত হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
- সার সংকটে ঝিনাইদহের কৃষক, উৎপাদন খরচ বাড়ার শঙ্কা
- ঐকমত্য কমিশনের আলোচনার মাধ্যমে রাজনৈতিক মতভিন্নতার শান্তিপূর্ণ সমাধান হবে : প্রেস সচিব
- লিবিয়ায় মাফিয়াদের গুলিতে নিহত মাদারীপুরের যুবক
- ট্রাম্পের সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই: ব্রাজিল প্রেসিডেন্ট
- ফিকি লিডারশিপ একাডেমি চালুর উদ্যোগ
- জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হতে পারেন তাকাইচি
পারল না জুভেন্টাস
ক্রীড়া ডেস্ক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর