মঙ্গলবার, ১৯ মার্চ, ২০১৯ ০০:০০ টা

আবারও হ্যাটট্রিক মেসির

ক্রীড়া ডেস্ক

আবারও হ্যাটট্রিক মেসির

প্রতিপক্ষের মাঠে ‘স্ট্যান্ডিং ওভিশন’ পাওয়া যে কোনো ফুটবলারের জন্যই এক বড় প্রাপ্তি। রোনালদিনহো সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল সমর্থকদের কাছ থেকে এই সম্মান পেয়েছেন। কিন্তু মেসি এখনো রিয়ালের মাঠে তা পাননি। তবে রিয়াল বেটিসের মাঠে তিনি ‘স্ট্যান্ডিং ওভিশন’ পেলেন রবিবার। লা লিগার ম্যাচ খেলতে প্রতিপক্ষের মাঠে গিয়েছিল বার্সেলোনা। লিওনেল মেসির দুর্দান্ত এক হ্যাটট্রিকে ৪-১ গোলের দারুণ জয় নিয়ে বাড়ি ফিরেছে তারা। ম্যাচের ৮৫ মিনিটে মেসি হ্যাটট্রিক পূর্ণ করলে রিয়াল বেটিসের সমর্থকরা দাঁড়িয়ে যায়। হাত তালি দিয়ে অভিনন্দন জানায় লিওনেল মেসিকে। এমন অভিনন্দন পেয়ে আপ্লুত লিওনেল মেসিও।

‘আমি সত্যিই মনে করতে পারছি না প্রতিপক্ষের সমর্থকরা আমার গোল উদযাপনে কখনো উৎসব করেছে। রিয়াল বেটিসের সমর্থকদের প্রতি আমি অনেক কৃতজ্ঞ।’ এভাবেই ম্যাচের পর নিজের অনুভূতি ব্যক্ত করলেন বার্সেলোনা অধিনায়ক। লিওনেল মেসি গোল করবেন, এ আর নতুন কী! এক মাসেই দু দুটি হ্যাটট্রিক করেছেন তিনি। এটাও নতুন কিছু নয়। বরং তিনি গোল না পেলেই আলোচনার বিষয় বস্তু হয়ে ওঠেন। রিয়াল বেটিসের মাঠে ম্যাচের ১৮ মিনিটে মেসি প্রথম গোলটা করেন ফ্রি কিক থেকে। ডি বক্সের বাইরে থেকে বাঁকানো শটে গোল করেন তিনি। এরপর প্রথমার্ধের শেষ মিনিটে আরও একটা গোল করেন তিনি সুয়ারেজের কাছ থেকে বল পেয়ে। ৬৩ মিনিটে সুয়ারেজ গোল করে ব্যবধান আরও বাড়ান। রিয়াল বেটিস ৮২ মিনিটে ব্যবধান কমায় লোরেনের গোলে। তবে মেসি হ্যাটট্রিক পূর্ণ করলে বড় ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে বার্সেলোনা। এটা লা লিগায় মেসির ৩৩তম হ্যাটট্রিক। তার ওপরে আছেন কেবল ক্রিস্টিয়ানো রোনালদো (৩৪ হ্যাটট্রিক)। ক্যারিয়ারের ৫১ নম্বর হ্যাটট্রিক করলেন আর্জেন্টাইন জাদুকর।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর