মঙ্গলবার, ১৯ মার্চ, ২০১৯ ০০:০০ টা

হ্যাটট্রিক জয়ের সামনে মতিনরা

ক্রীড়া প্রতিবেদক

হ্যাটট্রিক জয়ের সামনে মতিনরা

জেমির প্রশিক্ষণে গত এশিয়ান গেমসে বাংলাদেশ প্রথমবারের মতো নকআউট পর্বে খেলে। গ্রুপপর্ব ম্যাচে কাতারকে হারিয়েছিল। সেই কাতারই কিনা কিছুদিন আগে এশিয়ান কাপে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে। জেমির প্রশিক্ষণে ফুটবলাররা সন্তুষ্ঠ। একটা লক্ষ্যণীয় যে খেলোয়াড়রা দম নিয়ে খেলতে পারছেন। কম্বোডিয়ার মাঠে প্রীতি ম্যাচে কম্বোডিয়াকে হারায়। এরপর কাতার প্রথম বিভাগ লিগের শীর্ষস্থানীয় দল আল শাহানিয়াকে পরাজিত করে যুবারা। আজ রাতে আবার কাতারে দ্বিতীয় ম্যাচে নামবে অনূর্ধ্ব-২৩ দল। প্রতিপক্ষ আল-আরাবিয়া ক্লাব।

যে বাংলাদেশ জিততে ভুলতে গিয়েছিল। তারাই এখন হ্যাটট্রিক জয়ের দ্বারপ্রান্তে। চাঙ্গা মনোবল নিয়ে বাহরাইনে এএফসি অনূর্ধ্ব-২৩ টুর্নামেন্টে শিষ্যদের নামাতে চান জেমি। গ্রুপে বাহরাইন ছাড়া অপর দুই প্রতিপক্ষ হচ্ছে শ্রীলঙ্কা ও ফিলিস্তিন। ২২ মার্চ থেকে টুর্নামেন্টের পর্দা উঠবে। প্রীতি ম্যাচ খেলেই বাহরাইনে রওনা দেবে মতিন মিয়ারা।

সর্বশেষ খবর