মঙ্গলবার, ২৬ মার্চ, ২০১৯ ০০:০০ টা

গেইলের ব্যাটে পাঞ্জাবের উড়ন্ত সূচনা

ক্রীড়া ডেস্ক

আইপিএল-১২ এর নিলামে বিক্রি হয়নি ক্রিস গেইল। বয়স বেশি হয়ে গেছে বলে কোনো দলই কিনতে রাজি হয়নি ক্যারিবীয় মারকুটে ব্যাটসম্যানকে। পরে কিছু কম দামেই টি-২০ সম্রাটকে দলে নেয় কিংস ইলেভেন পাঞ্জাব। আর প্রথম ম্যাচেই দলে অন্তর্ভুক্তির প্রতিদান দিলেন গেইল। ৪৭ বলে ৭৯ রানের এক সাইক্লোন ইনিংস খেলে পাঞ্জাবকে এনে দিলেন ১৪ রানের জয়। গতকাল জয়পুরে প্রথমে ব্যাট করে পাঞ্জাব করেছিল ৪ উইকেটে ১৮৪ রান। লক্ষ্য তাড়া করতে নেমে রাজস্থান রয়েলস আটকে যায় ১৭০ রানে। সর্বোচ্চ ৬৯ রান করেন বাটলার। ম্যাচ সেরা হয়েছেন গেইল।

আইপিএল-১২ এর নিলামে বিক্রি হয়নি ক্রিস গেইল। বয়স বেশি হয়ে গেছে বলে কোনো দলই কিনতে রাজি হয়নি ক্যারিবীয় মারকুটে ব্যাটসম্যানকে। পরে কিছু কম দামেই টি-২০ সম্রাটকে দলে নেয় কিংস ইলেভেন পাঞ্জাব। আর প্রথম ম্যাচেই দলে অন্তর্ভুক্তির প্রতিদান দিলেন গেইল। ৪৭ বলে ৭৯ রানের এক সাইক্লোন ইনিংস খেলে পাঞ্জাবকে এনে দিলেন ১৪ রানের জয়। গতকাল জয়পুরে প্রথমে ব্যাট করে পাঞ্জাব করেছিল ৪ উইকেটে ১৮৪ রান। লক্ষ্য তাড়া করতে নেমে রাজস্থান রয়েলস আটকে যায় ১৭০ রানে। সর্বোচ্চ ৬৯ রান করেন বাটলার। ম্যাচ সেরা হয়েছেন গেইল।

সর্বশেষ খবর